বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ভিজয় বার্সে ফুটবলে বস্তির শিশুদের বদলে দিচ্ছেন

নামকরা বিশ্ববিদ্যালয় কলেজের বিখ্যাত ক্রীড়া শিক্ষক। বস্তির শিশুদের ফুটবলের প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। ২১ বছরে তিনি তাদের জন্য সারাজীবনের সঞ্চয় দিয়ে কয়েক একর জমি কিনেছেন, ফুটবল অ্যাকাডেমি করেছেন। ওদের নিয়ে গিয়েছেন গৃহহীনদের ফুটবল বিশ্বকাপে। গল্পের চেয়েও ভিজয় বার্সের জীবনের কাহিনী। লিখেছেন ওমর শাহেদ

তিনি একজন আজীবনের শিক্ষাবিদ। তবে তার শিক্ষা-উপকরণ বই-খাতা নয়-‘ফুটবল’। এই শিক্ষাভাবনা থেকে তার প্রাণ একটি জীবন লক্ষ্যের দিকেই এগিয়েছে-‘প্রতিটি শিশুরই একটি খেলা খেলার অধিকার আছে।’ নামটি তার ভিজয় বার্সে। ফুটবলের মাধ্যমে ২১টি বছর ধরে ভারতের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনগুলোকে ওপরে তুলে দিতে অবদান রেখে চলেছেন। তাদের জন্য তার একটি প্রতিষ্ঠান আছে। বাংলায় ‘বস্তির ফুটবল’; ইংরেজিতে, ‘স্লাম সকার’। এ নামেই ডাকেন তারা। সেখানে এখন কয়েকজন কোচ আছেন। তারা একেবারে কম রোজগার করতে পারা পরিবারগুলোর শিশুদের ফুটবল খেলা শিখিয়ে চলেছেন তিনি। তাদের সারাবিশ্বে পাঠাচ্ছেন ফুটবলের প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে।

কীভাবে ভিজয়ের শুরু? একটি খেলার মধ্যে তার বস্তির ফুটবলার শিশু ছাত্রদের সঙ্গে ফুটবলে পদাঘাত শুরু করতে, করতে মনে করলেন তিনি-‘এই সবকিছুর শুরু ২০০১ সালের জুলাইতে, একটি বৃষ্টিময় দিনে। সেদিন প্রবল বৃষ্টিতে আমি একটি বড় গাছের নিচে আশ্রয় নিয়েছি। হঠাৎ দেখি, একদল শিশু, বস্তিতে থাকে; গায়ের জামা-কাপড়ই বলে দিচ্ছে। ওরা একটি ভাঙা প্লাস্টিকের বালতিকে ফুটবল বানিয়েছে, বৃষ্টির মধ্যে তুমুল আগ্রহে খেলছে। উদ্দীপ্ত ও উদ্যমী খেলোয়াড়দের গোলকটি কীভাবে যেকোনো অন্ধকার কূপ থেকে পাকাপাকিভাবে দূরে রাখতে পারে-সেই দৃশ্যগুলো দেখে, তাদের মুহূর্তগুলো উপভোগ করে স্পষ্টভাবে বিষয়টি আমি অনুভব করলাম।’

এই ঘটনার পর থেকে কাজে নামলেন ভিজয়। নিজের মতো করে তিনি তাদের বদলে দেবেন। ফলে কাজ শুরু করলেন বস্তি ও পথশিশুদের জন্য, তাদের নিয়ে। তারপর থেকে প্রতিদিন তাদের পাশের একটি খেলার মাঠে খেলতে ডেকে নিয়ে যেতেন। বলেছেন, ‘আমি দেখেছি ও উপলব্ধি করেছি, ফুটবল খেলার প্রতি ভালোবাসা কীভাবে তাদের ভালো কাজে উদ্দীপ্ত করেছে।’ পরে স্ত্রী অধ্যাপক রচনা বার্সেকে নিয়ে তিনি ক্রীড়া বিকাশ সংস্থা নাগপুর (কেএসভিএন) প্রতিষ্ঠা করলেন। সঙ্গে ছিলেন তাদের ছোট ছেলে ডা. অভিজিৎ বার্সে।

কেন সংগঠন প্রতিষ্ঠা করেছেন বস্তির ছেলেমেয়েদের জন্য তিনি? প্রথম উত্তর হলো, অধ্যাপক ভিজয় বার্সে নিজে একজন নামকরা ক্রীড়া শিক্ষক। খেলার কী শক্তি তা তার বিলক্ষণ জানা। নাগপুরের ১৩৯ বছরের পুরোনো হিলসপ কলেজের তিনি ক্রীড়া অধ্যাপক ছিলেন। কলেজটি মিশনারিদের, স্কটিশ পাদ্রী স্টিফেন হিলসপের নামে গড়া। এখানে পড়িয়েছেন টানা ৩৬টি বছর। দ্বিতীয় কারণ হলো তিনি নিজেও একটি সুবিধাবঞ্চিত ঘরের ছেলে। হিন্দু পরিবারে জন্মালেও বাবা-মা ও ভাই- বোনদের সম্পর্কে কখনোই বেশি কিছু বলেননি। তৃতীয় কারণটি হলো শিশুদের প্রতি তার অফুরান ভালোবাসা।

তার জন্ম ১৯৪৫ সালে। নাগপুরের ছেলে। শহরটি মহারাষ্ট্র প্রদেশের তৃতীয় বড় ও শীতকালীন রাজধানী। মারাঠিদের কল্যাণে ইতিহাসে ভুবন বিখ্যাত। এখানেই বম্বে বা মুম্বাই-ভারতের সিনেমা সিটি। স্ত্রী রচনা বার্সেকে নিয়ে গড়া তার ফুটবল প্রতিষ্ঠান, ভিজয়ের স্বপ্নের কেএসভিএনে নানা ধরণের ফুটবল প্রশিক্ষণ কমসূচি পরিচালনা করা শুরু হলো।

বিশ্ববিদ্যালয় কলেজটি থেকে অবসরের সময় তিনি ভারতের টাকায় ১৮ লাখ টাকা সারাজীবনের শ্রমদানের বিনিময়ে পেলেন। সেগুলো দিয়ে মহৎ মানুষটি কয়েক একরের একটি খালি জমি কিনলেন, নাগপুর শহর থেকে নয় কিলোমিটার দূরে। ২০০১ সালে স্ত্রী রচনা ও ছেলে অভিজিৎকে নিয়ে যে ক্রীড়া বিকাশ কেন্দ্রের শুরু করেছিলেন নাগপুরে তিনি, সেটিই পরিণত হলো স্লাম সকারের পৈত্রিক প্রতিষ্ঠানে। স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে কাজে নেমে পড়লেন। তাদের বড় ছেলে প্রিয়েশ বার্সেও সাহায্য করেছেন অনেক। ধীরে, ধীরে অনেক শ্রমের বিনিময়ে তার শিশু খেলোয়াড়দের জন্য একে গড়ে তুলেছেন স্লাম সকারে। সেখানে তিনি সুবিধাবঞ্চিতদের জন্য তার সেই স্বপ্নের ফুটবল অ্যাকাডেমি শুরু করলেন।

নিজের খেলোয়াড় তৈরির কাজটিকে ভিজয় বার্সে মহারাষ্ট্রের অন্য জেলাগুলোতে ছড়িয়ে দেওয়া শুরু করলেন। কয়েকজন প্রিয় বন্ধুর সাহায্য নিয়ে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করতে লাগলেন তিনি। তিনি প্রথম টুনামেন্টটি নাগপুরে ২০০৩ সালে রাজ্যজুড়ে আয়োজন করা হয়েছিল। তাদের এই প্রথম টুর্নামেন্টে অংশ নিয়েছে ১২৮টি ফুটবল দল। ভিজয় বার্সের আয়োজন করা প্রথম ফুটবল প্রতিযোগিতাটির নাম-‘জোপাধপতি ফুটবল টুর্নামেন্ট’। তাতে পুরো রাজ্যের ওদের বয়সীদের দলগুলো অংশ নিয়েছে। আসরটি বসেছিল নাগপুরে। মহারাষ্ট্র প্রদেশের ১৫টি জেলা থেকেই খেলোয়াড়দের দলগুলো এসেছিল। এমনকী একটি আদিবাসী গোষ্ঠী-গাডচিরোলি; তারা এই নামের জেলাটি (এখন একটি শহরে)’র মানুষ। বনের জন্য বিখ্যাত গাডচিরোলি। তারাও অংশ নিয়েছে বলে খুব খুশি ভিজয়। পরে এই দলটি চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দিয়েছে। এভাবেই কেবল খেলোয়াড় তৈরি নয়, তাদের খেলার ব্যবস্থা করতে প্রতিযোগিতাগুলোর আয়োজন শুরু করলেন ভিজয়। কাদের জন্য তার এই শ্রম? উত্তরে বলেছেন, ‘আমার লক্ষ্য বিশেষত বস্তির শিশুদের জন্য, তাদের স্বার্থ পূরণ।’

একই বছর ‘অল ইন্ডিয়া রাজীব গান্ধী মেমোরিয়াল জোপাধপতি ফুটবল টুনামেন্ট’ আয়োজন করেছেন তিনি সর্বভারতীয় পযায়ে। নাগপুরেই সেটি হয়েছে। ভারতের ১২টি রাজ্য অংশ নিয়েছে। জিতেছে ওড়িষ্যা রাজ্য, তাদের মহারাষ্ট্র রানারস-আপ হয়েছে। এছাড়াও তার স্লাম সকার অ্যাকাডেমিতে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষদের মাদকাসক্তি পুর্ণবাসন কার্যক্রম পরিচালিত হয়। এভাবেও ভালো পথে নিয়ে আসছেন তিনি বস্তির মানুষদের, তাদের চিকিৎসা দিয়ে চলেছেন।

ওই যে শিশুরা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছিল, তাদের স্বপ্ন পূরণের জন্য আরো অনেক দূর এগিয়েছেন ভিজয় বার্সে ধীরে, ধীরে; অনেক কষ্টে। ভারতের জাতীয় দলে যেন তাদের খেলার অধিকার ও সুযোগ লাভ হয়, সেজন্যও তার অ্যাকাডেমি কাজ করে চলেছে। ইন্টারনেটের ওয়েবসাইট থেকে ভিজয় জেনেছিলেন, বছরওয়ারি একটি গৃহহীনদের ফুটবল ওয়াল্র্ড কাপের আয়োজন করা হয়।

২০০৬ সালে বস্তির শিশুদের ফুটবলের ত্রাতা ভিজয় ‘হোমলেস ওয়াল্র্ড কাপ’-এ গেলেন। গৃহহীনদের ফুটবল বিশ্বকাপের চতুথ পর্বটি দেখতে সেবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে যেতে পেরেছেন তিনি। পরের বছর তার সুবাদে ভারত পঞ্চম আসরে পৌছাতে পারলো। এই আসরটি বসেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। ২০০৮ সালের অষ্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্নের ইভেন্টেও তার দেশকে নিয়ে গিয়েছেন। তার বস্তির শিশু ফুটবলারদের মধ্যে অখিলেশ পাল নামের একটি ছেলে ভারতের গৃহহীনদের জাতীয় ফুটবল দলে খেলার বিরল যোগ্যতা অর্জন করেছে। তিনি পরে ভারতের ফুটবল দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তাদের দলটি ব্রাজিলে বস্তিবাসীদের ফুটবল বিশ্বকাপ খেলতেও গিয়েছে।


স্লাম সকারে ভিজয় বার্সের সঙ্গে ছোট ছেলে ডা. অভিজিৎ বার্সে পুরোপুরিভাবে আছেন। ডা. অভিজিৎ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি কমকতা। সেই সমস্যাগুলো পূরণে তারা কাজ করছেন, সেই লক্ষ্যাদিতে চলেছেন, যেগুলোতে তাদের অনমনীয় পরিশ্রম, অবিরাম চেষ্টাগুলো আছে; যেগুলোর মাধ্যমে ভারতের ও বিশ্বের সামাজিক নিয়মাবলীগুলো তারা বদলে চলেছেন; লিঙ্গগত বৈষম্যগুলোর মধ্যে সেতুবন্ধ তৈরি করছেন। ডা. অভিজিৎ বার্সে বাবার মতো এখন একজন সমাজকমী। তবে তিনি একজন উদ্যোক্তা। ২০০৬ সালে তার এই ছেলে চলে এলেন পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তারও জীবনের লক্ষ্য-বস্তির ছেলেমেয়েদের সমাজে সম্মানজনক অবস্থানে নিয়ে আসা। পুর্ণবাসন করা বস্তিবাসীদের, সুবিধাবঞ্চিত শিশুদের রোজগারের পথ করে দেওয়া। ২০০৭ সালে বছর তাকে স্লাম সকারের সিইও পদটি প্রদান করা হয়েছে।

২০১৪ সালে ‘সত্যমেভ জয়তে’ নামের টিভি সিরিজানুষ্ঠানের সেশন ৩’র প্রথম এপিসোডে বলিউডের সুপার স্টার আমির খানের উপস্থাপনায় তাদের জীবনের গল্প বলতে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন ডা. অভিজিৎ বার্সে। তাতে জানিয়েছেন, বস্তির শিশুদের ফুটবল খেলা শেখানো ও ফুটবলের মাধ্যমে জীবনগুলো বদলে দেওয়ার কাজ ছাড়াও তার বাবা ভিজয় বার্সে ভারত-পাকিস্তান শান্তির জন্য কাজ করছেন। তিনি শান্তির জন্য আলোচনা শুরু করতে সহযাত্রীদের নিয়ে পাকিস্তান সীমান্তে একটি মোটর সাইকেল অভিযান পরিচালনা করেছেন।

ভিজয় বার্সে ভারতের স্লাম সকারের প্রতিষ্ঠাতা হিসেবে খুব খ্যাতিমান। বস্তির ছেলেমেয়েদের ফুটবল খেলার সুযোগ দিয়ে জীবনমান বদলে দেওয়ার কারণে সারা দুনিয়াতে নাম করেছেন। বিখ্যাত এই সমাজকর্মী ও বস্তির শিশুদের কোচ একটি সাক্ষাৎকারে বলেছেন-‘দুটি ঘন্টা ফুটবল নিয়ে কাটানো সময়গুলো তাদের উদ্দীপ্ত ও শিক্ষিত করে তোলে। যেকোনো ধরণের খারাপ কাজ; যেগুলো করার হরদম সুযোগ আছে-পকেট মারা, নানা ধরণের মাদক সেবন; অন্যান্য অপরাধ ও সমস্যা তৈরির হাত থেকে বস্তির শিশুদের দূরে রাখে। তাদের মাধ্যমে ভালো হয় আরো অনেকেই।’

তার খেলার এই জীবন দিকে, দিকে ছড়িয়েছে। বম্বের সুপারস্টার আমির খান ‘সত্যমেভা জয়তে’ অনুষ্ঠানে জেনেছেন। ভিজয় বার্সের স্লাম সকার কয়েকটি খুব ভালো পুরস্কার জিতেছে। একটি হলো-‘ফিফা ডাইভারসিটি অ্যাওয়ার্ড’। ‘এফআইসিসিআই ইন্ডিয়া স্পোটস অ্যাওয়ার্ড’ এবং ২০১২ সালের ‘মন্থন ই-এনজিও অ্যাওয়ার্ড’ লাভ করেছেন ভিজয় বার্সে ও স্লাম সকার।

স্বপ্নজয়ী এই মানুষটিকে সম্মানিত করেছে ভারতের সবচেয়ে বড় গ্রুপ ধীরুভাই আম্বানীর রিলায়েন্স, ২০১২ সালে। ভারতীয় ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকার সেদিন তার হাতে তুলে দিয়েছেন ‘রিলায়েন্স রিয়েল হিরো অ্যাওয়ার্ড’। ২০১৯ সালে তিনি লাভ করেছেন ‘নাগভূষণ অ্যাওয়ার্ড’। ভারতের সিনেমা ভুবনের মহাতারকা অমিতাভ বচ্চন তার চরিত্রে অভিনয় করতে নেমেছেন। ২০২০ সালে মুক্তি দেওয়ার কথা ছিল-‘জুন্ধ’। অমিতাভের চরিত্রটির নামও ভিজয় বার্সে।

এখন তার বয়স হয়েছে অনেক-৭৫ বছর। তারপরও তিনি থেমে যাননি। তার প্রতিষ্ঠানটি রাজ্য ও জাতীয় পযায়ের টুর্নামেন্টগুলোর আয়োজন ও পরিচালনা করে। ভিজয় বার্সের স্লোম সকারও এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাদের প্রধান ছোট্ট ফুটবলারদের কোচ ও জীবন বদলের প্রধান কারিগর অনেক লম্বা; যেকোনো ভালো ফুটবলারের মতোই দশাসই। ৫ ফিট ১০ ইঞ্চি। এখনো শরীরের শক্ত বাঁধন অটুট আছে পরিশ্রম ও কোনো কিছুই না পাওয়া শিশুদের জন্য ভালোবাসার জোরে। চুলের রঙ কালো; চোখের মণির রঙ গাঢ় কালো।

(ইংরেজি থেকে অনুবাদ)

 

Header Ad
Header Ad

পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ সুবিধা বাতিল করেছে ভারত। সেই সঙ্গে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভারত:

সিদ্ধান্তগুলো হলো:

১. সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত ঘোষণা। ভারত বলছে, পাকিস্তান যতদিন সীমান্তে সন্ত্রাস বন্ধ না করবে এবং সন্ত্রাসবাদকে সমর্থন ত্যাগ না করবে ততদিন এটি স্থগিত থাকবে। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ূব খান সিন্ধু পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

২. অবিলম্বে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। যাদের বৈধ নথি রয়েছে তারা ১ মে এর আগে সীমান্ত অতিক্রম করতে পারবেন।

৩. সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম (এসভিইএস) এর আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পাকিস্তানি নাগরিকদের অতীতে জারি করা যেকোনো এসভিইএস ভিসা বাতিল বলে গণ্য হবে। এসভিইএস ভিসায় বর্তমানে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

৪. নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। ভারত ছাড়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন তারা। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করে নিচ্ছে ভারত। সংশ্লিষ্ট হাইকমিশনের এই পদগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। উভয় হাইকমিশন থেকে সার্ভিস অ্যাডভাইজারের পাঁচজন সাপোর্ট স্টাফকেও প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়েছে।

৫. হাইকমিশনের সামগ্রিক জনশক্তি ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। যা ১ মে এর মধ্যে কার্যকর হবে।

মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ২৬।

পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর–ই–তৈয়েবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) মঙ্গলবার বিকালের হামলার দায় স্বীকার করেছে।

এদিকে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকেও নিন্দা প্রকাশ করা হয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মীর’র পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তান নিন্দা প্রকাশ করছে। নিহতের পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করছে পাকিস্তান।

এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বার্তায় তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এ জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়।

Header Ad
Header Ad

বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকারদের জন্য চালু হবে ভাতা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে সরকার পরিবর্তন হলে শিক্ষিত বেকারদের জন্য বিশেষ ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার গঠনের পর যারা চাকরি খুঁজেও পাচ্ছেন না, তাদের জন্য এক বছরের ‘শিক্ষিত বেকার ভাতা’ চালু করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ সময়ের মধ্যেই তাদের কর্মসংস্থানে সহায়তা করবে সরকার।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলা বিএনপির নেতাদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনা নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “আমরা একটি পরিকল্পনা করছি—যাতে যারা এখনো চাকরি পাননি, তারা যেন সরকারের সহযোগিতায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সহায়তা পান। এই সময়টিতে সরকার ও ব্যক্তিগত পর্যায়ে উভয়ের উদ্যোগেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, বিগত সময়ে সরকারি ও আধা-সরকারি চাকরিতে ব্যাপক দলীয়করণ হয়েছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের অনেক তরুণ নেতাকর্মী, যাঁরা আন্দোলনে সক্রিয় ছিলেন, তারা বয়স পার করে ফেললেও কোনো চাকরি পাননি। “শুধু ছাত্রদল নয়, আরও অনেক সাধারণ মানুষ আছেন যারা সরকারের অনুগত না হওয়ায় চাকরির সুযোগ হারিয়েছেন। এ বাস্তবতা বিবেচনায় নিতে হবে,” বলেন তারেক।

বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যবিমা চালু করার প্রসঙ্গে জানতে চাইলে তারেক রহমান বলেন, “২০ কোটির বেশি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিশাল বাজেট ও কাঠামোগত পরিকল্পনা দাবি করে। এটা অব্যবস্থাপনার জায়গা নয়, এটা করতে হলে বাস্তবতা মাথায় রেখে ধাপে ধাপে এগোতে হবে।”

তিস্তা নদী ঘিরে রংপুর অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, “তিস্তা শুধু নদী নয়, রংপুর বিভাগের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতীতে তিস্তাকে কেন্দ্র করে রাজনীতি হয়েছে, কিন্তু মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি। বিএনপি সরকারে গেলে তিস্তা সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক ও জনগণকেন্দ্রিক প্রকল্প গ্রহণ করবে।”

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা। কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু এবং উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সঞ্চালনায় ছিলেন নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

Header Ad
Header Ad

এস আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি ক্রোকের নির্দেশ

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৫৯ একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। জমিগুলোর আনুমানিক বাজারমূল্য ৪০৭ কোটি টাকা বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব জমি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থিত।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আবেদন করেন উপপরিচালক তাহাসিন মুনাবীল হক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, এস আলম ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে চলমান তদন্তে দেখা যায়, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ জমি ও স্থাবর সম্পদ রয়েছে। এসব সম্পদ তারা অন্যত্র বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছে বলে গোপন সূত্রে জানা যায়। ফলে তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এসব জমি ক্রোকের প্রয়োজনীয়তা দেখা দেয়।

জমিগুলো যেসব প্রতিষ্ঠানের নামে রয়েছে, তার মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ট্রেড লিংক, ইভেন্ট টাইটান ইন্টারন্যাশনাল, পাইথন ট্রেডিং কর্নার, ইসলাম ট্রেডার্স, ডায়মন্ড বিজনেস হাউস, এএইচ সেন্টারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। দুদকের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের সঙ্গে মোহাম্মদ সাইফুল আলমের সরাসরি আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

এর আগেও এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক দফায় আদালত সম্পদ ও শেয়ার অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। গত বছরের অক্টোবর থেকে শুরু করে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে তার ও তার ঘনিষ্ঠজনদের নামে থাকা শেয়ার, জমি ও ব্যাংক হিসাব পর্যায়ক্রমে অবরুদ্ধ ও ক্রোক করে আদালত।

এস আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে এখন পর্যন্ত ১৩০০-এর বেশি ব্যাংক হিসাব, হাজার একরের বেশি জমি এবং কয়েক হাজার কোটি টাকার শেয়ার নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুদক জানিয়েছে, তদন্তে আরও নতুন সম্পদের তথ্য পাওয়া যেতে পারে।

দুদক বলছে, মানি লন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই তদন্ত চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকারদের জন্য চালু হবে ভাতা: তারেক রহমান
এস আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি ক্রোকের নির্দেশ
সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আন্দোলনের নামে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে বেড়েছে গরমের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সরকার সরিয়ে না দিলে পদত্যাগ করব না: কুয়েট ভিসি
বিরামপুরে ছিনতাইকালে পুলিশের হাতে 'ভুয়া সেনাসদস্য' আটক
হাসিনাকে যারা খুনি হতে সাহায্য করেছে, তাদেরও বিচার করতে হবে: সারজিস আলম
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো আবাসিক হল
কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু
ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, ঘরের মাঠে লজ্জার হার বাংলাদেশের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটে প্রথম আব্দুল্লাহ
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার
তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প
এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা
আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই: মির্জা আব্বাস
কাশ্মীরের হামলা ‘সাজানো’ দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
ভাইরাল ভিডিও সমন্বয়ক রুবাইয়ার নয়, দাবি এনসিপি নেতার