বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৫৬ ফিট লম্বা রোবট ডায়নোসর আগুন ছড়াতে পারে!


ট্রাডিনো নামের  নকল ডায়নোসরের গল্প চমকে দেবে আপনাকে নিশ্চিত!

রোবট নিয়ে কত মাতামাতি, কাজ হচ্ছে সারা দুনিয়াতে। আমাদের দেশেও বিশ্ববিদ্যালয়গুলোতে রোবট বানানো এবং তাদের দিয়ে নানা কাজের চেষ্টার কোনো বিরাম নেই। তবে সবাইকে হারিয়ে দিয়েছে একটি বিরাট দানব। আসল ডায়নোসর মানুষ দেখেনি কিন্তু একে দেখলে ভয়ে পালিয়ে যাবেন অতি বড় সাহসীও। কেননা ও মুখ দিয়ে আগুন ছুঁড়তে পারে। নতুন একটি বিশ্বরেকর্ড গড়েছে এই রোবট ডায়নোসর। ২০১৪ সালে সেই যে গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডসে নাম লেখাল নিজের; ট্রাডিনো তারপর থেকে আজও আছে-আট, আটটি বছর হয়ে গেল। কীভাবে হারাবেন তাকে?


সাড়ে ৫৬ ফিট লম্বা, ২৭ ফিট উঁচু, ডানা জোড়া ৪০ ফিট আর নিজের ওজন হলো ১১ টন। হাঁটতে পারে পুরোদমে, পা আছে চার, চারটি। দেখতেও অতিকায় ডায়নোসরের মতোই। ফলে রোবট ভাবলে ভুল হবে। আকাশে উড়ে বেড়ানো প্রাচীন বিশ্বের রাজাদের মতো তারও আছে ওই ডানা জোড়া। সেই তুলনায় ছোট্ট কিন্তু আমাদের খুব ভয় পাইয়ে দেবার মতো। বেশ বড় মাথা আছে তার। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, মাথাটি দিয়ে আগুন ছুঁড়ে মারতে পারে অতিকায় এই ডায়নোসর। এবার সত্যিই কী চমকে গেলেন?

নাম তার ‘ট্রাডিনো’; ওকে বানিয়েছে চয়না ইলেকটোনিক এজেন্সি-এটি একটি জামান প্রতিষ্ঠান। শব্দটি কিন্তু জামার্ন। ট্রাডিনোর দাম খুব বেশি নয়; ১ লাখ ডলারও ছাড়াবে না। বানানো হয়েছিল তাকে অনেক যত্নে জার্মানির ঐতিহ্যবাহী হাসি-তামাসার উৎসব ‘ড্রাকেনস্ট্রেচ’র জন্য। উৎসবটি এখন আরো অনেক আধুনিক, নানা রকমফের বেরিয়েছে। ড্রাগনকে মেরে ফেলার এই উৎসবটির খবর আছে ২০২০ সালের ৪ সেপ্টেম্বরে অনলাইনেও। তাতে বরাবরের মতো গিয়েছে ট্রাডিনো। যাকে বানানো হয়েছে একটি অতি কাল্পনিক কাহিনী থেকে।

একটি কল্পনার শহরে আছে একটি অলীক রানী। নাম তার ডেনারেস টারগেরিয়েন। সে উদ্ভট মহাকাব্যিক উপন্যাস সিরিজ-অ্যা সং অব আইস অ্যান্ড ফায়ার’র অন্যতম চরিত্র। মার্কিন ঔপন্যাসিক ও চলচ্চিত্রের চিত্রনাট্যকার জর্জ আর আর মার্টিনের লেখা। মানুষের কল্পনার এই কাহিনীটিকে নিয়ে, লোককাহিনীটিকে তিনি প্রথম লেখা শুরু করেন ১৯৯১ সালে। সিনেমার নামটি শুনলেই তো চিনে ফেলবেন-‘অ্যা গেইম অব থন’। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত চরিত্রটি এইচবিওর টিভি সিরিজে প্রথম করেছেন এমিলিয়া ক্লার্ক। তিনি এসেছেন বিবিসি ওয়ানের মেডিক্যাল সোপ অপেরা ডক্টরসের মাধ্যমে ২০০৯ সালে। ডেনারেস টারগেরিয়েন চরিত্রটি তাকে কয়েকটি আন্তজাতিক পদকে ভূষিত করে। অ্যামি অ্যাওয়াডের জন্যও মনোনীত হয়েছিলেন। এরপর বিয়ার অব থর্নস-এ করেছেন কেটি উইলসন। ‌‌'দি রিয়েল হাউজওয়াভস অব ওয়েষ্টেরোস'-এ ছিলেন লিসা মেরি সামারস্কেলস। আগে বিশ্বজুড়ে খেলা গেমও।

ডেনারেস টারগেরিয়েন থেকে বানানো ট্রাডিনো হলো হাঁটতে পারা বিশ্বের সবচেয়ে বড় রোবট। ট্রাডিনো নামের প্রকল্পটিতে সে যা দাবী করে, তাই অর্জন করেছে। যন্ত্রচালিত সে-যন্ত্রের মাধ্যমেই নিয়ন্ত্রণ করতে হয় তাকে। ভয় কাটানোর একমাত্র উপায় হলো রিমোট কনট্রোল। সেটি দিয়ে তার আগুন বের হয় মুখ থেকে, চলাফেরা করতে পারে সে-সবই ঘটে ওর।

মেকানিক্স ও ইলেট্রনিক্সে তৈরি। জলহস্তির চেয়েও বিরাট এই সরীসৃপ তবে শিশু আসল ডায়নোসরের বিচারে। তৈরি করেছেন তারা বিনোদন ব্যবসার উদ্দেশ্যে। জার্মান ট্রাডিনো নামটিতেও একই সঙ্গে ঐতিহ্য ও উদ্ভাবন মিশে আছে। এই ট্রাডিনো ডানা জোড়া দিয়েও আঘাত করতে পারে। ট্রাডিনোকে বানানোর উদ্দেশ্য ছিল একটিই-জার্মানির সবচেয়ে পুরোনো লোকশিল্প উৎসবের ড্রাকেসস্ট্রেচ গ্রামে পুরোনো বয়সী ড্রাগনের তাকে বসানো হবে। উৎসবের মতোই গ্রামের নাম এক।

জার্মানির সীমান্তের বাভারিয়ান শহর ফাথ ইম ওআন্ড-এ আছে এই গ্রাম। প্রতি বছর আগস্টে হয় ট্রাডিনোর আয়োজন। তার গায়ের খোসাটি বানানো হয়েছে পলিইউরেথেইনে। প্লাস্টিকের একটি উপকরণ। খোসাটির ভেতরে আছে ৯শ ৮৪টি হাইড্রোলিক গিয়ার ((জলের মাধ্যমে কাজ করে), শখানেক মিটার করে লম্বা পাইপলাইন, কয়েক হাজার মিটার তারের সারি। আরো যুক্ত হয়েছে ২শ ৩৮টি সেন্সর। এগুলো তার চারপাশের পরিবেশকে নির্ধারণ করে দেয় নিজের ও অন্যদের কাছে। ৬৫টি কাঠের টুকরো আছে ভেতরে। ২শ ৭২টি হাইড্রোলিক বাতি বা জল পরিবহন করে জ্বলে থাকা বাতি আছে। অনেক খেটে বানানো, দারুণ এসব প্রযুক্তি ব্যবহার করে তৈরি দানবটিকে শিল্পীর আঁচড়ে একটি ছোট্ট শিশুর খেলনার ডায়নোসরের চেহারা দিতে পেরেছেন তারা।

আসল ডায়নোসরের অনেক গুণও তার আছে। সে হাঁটতে তো পারেই, নাড়াচাড়া করতে পারে, পেছন ফিরেও তাকাতে সক্ষম। নিজের ডানাগুলো ঝাপটাতে পারে। বিরাট মাথা নাড়তে পারে। চোখের পাতা পিটপিট করতে পারে। শিশুদের ডায়নোসরগুলোর চেয়ে অনেক, অনেক গুণ বড় ও। এমনকি ওদের সবার চেয়েও লম্বা, চওড়া; দানবীয়। একমাত্র দুঃখ হলো ট্রাডিনোর যে, সে আগের কালের জাতভাইদের মতো উড়তে পারে না। তবে শত, শত বছরের পুরোনো ‘ফাথ ইম ওআন্ড’ আগে একটিই গ্রাম ছিল। এই গ্রামের ৫শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী উৎসবটিতে খেলা দেখানোর আরামের কাজটিই এখন নিয়েছে নকল কিন্তু আসল ডায়নোসর ট্রাডিনো। তাতে অন্যগুলোকে হারিয়ে দেওয়া বা না দেওয়ার কাজ তার; মানুষকে বিনোদন দেওয়াই প্রধান উদ্দেশ্য।

এই লোকশিল্প মেলার আগের ড্রাগনটি এমন একটি যান্ত্রিক মডেলে বানানো যেটি ৩৫ বছরে তেমন বদলানো হয়নি। তার ভেতরে চারজন অপরারেট বসে কাজ করতেন। ফলে কোনো রোবোটিক বিষয় তার ভেতরে ছিল না।

ট্রাডিনো নামের রোবট ডায়নোসরের চারটি পায়ের প্রতিটি ৭ ডিগ্রি পযন্ত ঘুরতে পারে।

রিমোট কন্ট্রোলে চালাতে হয়-এমন কোনো রোবটের কথা আগে শোনা যায়নি বলে প্রতিষ্ঠানটির পণ্য উন্নয়ন ও নকশাবিদরা আগ্রহী হয়েছেন। একে চালাতে হয় একটি ২ লিটারের টাবো ডিজেল ইঞ্জিনে বা ২৪০ হর্স পাওয়ারে।

এই প্রকল্পের শুরু হয়েছে ২০০৭ সালে। গবেষণার ক্ষেত্রে কাজ করেছেন ১৫ জন। প্রথমে গবেষণা করে এর নকশা ও ভেতরের সব তৈরি করা হলো। এরপর তাকে বানানো শুরু হলো। এতে আলাদা নয়টি কন্ট্রোলার আছে। প্রতিটিকে দুটি করে আইটি বা ইলেকট্রনিক প্রসেসর আছে। আছে একটি ফুজিৎসু মাইক্রোকন্ট্রোলার।

জামানির ওই গ্রামে এই খেলাটি অন্যতম হিসেবে ৫শ বছর ধরে বসে। খেলাটি হলো একটি সুপ্রাচীন নাটক। তাতে শহরের নাইটরা পাশের শহরে জাহাজে যাত্রা করেছেন রাজদ্রৈাহীদের হারাতে; তখন তাদের শহরে হানা দিয়েছে একটি ড্রাগন। ‘ড্রাগনটির প্রতি বর্শা’ নামের এই বার্ষিক লোক উৎসবটিতে রোবটের ড্রাগন ট্রাডিনো আনন্দের একটি নতুন মাত্রা হাজির করেছে ও পুরোনো ঐতিহ্যবাহী খেলাটিতে আরো অনেক মজা এনেছে। উৎসবে যোগ দিতে হয় টিকিটের বিনিময়ে।

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪