মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | ১৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভবনের ফায়ার সেফটি প্ল্যানে যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে

ছবি: সংগৃহীত

যে সমস্ত ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা আইন অনুযায়ী বাধ্যতামূলক সেই সব ভবনের নকশা রাজউক এ জমা দেবার আগেই ভবনের ফায়ার সেফটি প্ল্যান প্রস্তুত করতে হবে এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

তারপর সেই অনূমোদনের কপিসহ রাজউকে জমা দিয়ে ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন গ্রহন করতে হবে। প্রস্তুতকৃত নকশা নিবন্ধিত ফায়ার সেফটি বিশেষজ্ঞ কর্তৃক প্রনীত হতে হবে। স্থাপত্য নকশা প্রণয়ন করার সময় আমাদের অগ্নি নিরাপত্তা বিষয়ক সমস্ত ব্যবস্থা গ্রহন করতে হবে। নকশার করার সময় স্থপতিদের সুবিধার জন্য নিচের বিষয়গুলি তুলে ধরা হলো।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান: বেজমেন্ট ফ্লোর
বেজমেন্ট ফ্লোর কার পার্কিং ব্যতীত অন্য কোন কাজে যেমন স্টোর/মালগুদাম হিসেবে ব্যবহার করা যাবেনা।
বেজমেন্ট ফ্লোর প্ল্যানে অবশ্যই ভেন্টিলেশন থাকতে হবে।
পাম্প রুম ব্যতীত জেনারেটর, সুইচ গিয়ার, সাব-স্টেশন, বয়লার রুম বেজমেন্ট-এ রাখা যাবেনা।
বেজমেন্ট সিঁড়ি প্রতি ২০ মিঃ পর পর হবে এবং বেজমেন্ট র‍্যাম্প স্লোপ অবশ্যই ১:৮ হতে হবে।
বেজমেন্টে অবশ্যই পর্যাপ্ত বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
বেজমেন্ট ফ্লোর এরিয়া ৭৫০ বর্গ মিটারের উর্ধ্বে হলে সেপারেশনের ব্যবস্থা করতে হবে।
বেজমেন্ট-এ পর্যন্ত আলো এবং প্রতি ১০০ বর্গফুট এলাকার জন্য স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা থাকতে হবে।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান : গ্রাউন্ড ফ্লোর প্ল্যান
জেনারেটর, সুইচ গিয়ার, সাব-স্টেশন, ফায়ার কন্ট্রোল রুম গ্রাউন্ড ফ্লোরে হতে হবে।
জেনারেটর, সুইচ গিয়ার, সাব-স্টেশন, ফায়ার কন্ট্রোল রুম ৪ ঘন্টা ফায়ার রেটেড ওয়াল এবং ২ ঘন্টা ফায়ার রেটেড ডোর দ্বারা সেপারেটেড থাকবে।
জেনারেটর, সুইচ গিয়ার, সাব-স্টেশন রুম এফ এম-২০০ সাপ্রেশন সিস্টেম দ্বারা সুরক্ষিত থাকবে।
গ্রাউন্ড ফ্লোরে ফায়ার ব্রিগেড কানেকশন থাকবে। ডায়ামিটার (৬৩মিঃমিঃ) ।
সকল সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হবে এবং তা ছাদে গিয়ে খুলবে।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান : অন্যান্য ফ্লোর প্ল্যান
সকল ফ্লোরে প্রতি ১০০০ বর্গফুট এলাকার জন্য ১টি এবং তদূর্ধ্ব এলাকার জন্য অতিরিক্ত ১টি বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র সংরক্ষণ করতে হবে।
বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্রগুলো জরুরী বহির্গমণ পথে এবং সহজে প্রবেশযোগ্য স্থানে হতে হবে।
বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্রগুলোর মধ্যে DCP ও CO2 এর অনুপাত হবে ৭০:৩০।
প্রতিটি ফ্লোরে স্মোক/হিট/ মাল্টি ডিটেক্টর স্থাপন করতে হবে।
প্রতিটি ১০০ বর্গফুট ফ্লোর এলাকার জন্য ১টি এবং বর্ধিতাংশের জন্য অতিরিক্ত ১টি স্বয়ংক্রিয় স্প্রিংকলার হেড স্থাপন করতে হবে।
প্রতিটি ফ্লোরে পর্যাপ্ত সংখ্যক ইমার্জেন্সি লাইট, স্ট্রোব লাইট, এলার্ম বেল, ম্যানুয়াল কল পয়েন্ট এবং এক্সিট সাইনেজের ব্যবস্থা থাকতে হবে।
প্রতিটি ১০,০০০ বর্গফুট ফ্লোর জন্য ১টি ৩৮ মিঃমিঃ হোজরিল এবং তদুর্ধ এলাকার জন্য অতিরিক্ত আরও ১টি হোজরিল কানেকশন স্থাপন করতে হবে।
প্রতিটি ফ্লোরে সিঁড়ির লবিতে ল্যান্ডিং বাল্বসহ ৬৩ মিঃমিঃ ডায়া বিশিষ্ট ইন্টারনাল হাইড্রেন্ট কানেকশন থাকতে হবে।

ছাদ প্ল্যান
ছাদের বৃষ্টির পানি নিষ্কাশন স্লোপ ১:২০০ অনুপাতে হবে।
ছাদে বজ্র নিরোধক ব্যবস্থা থাকতে হবে। (২০ ফুট পরপর )
১৫০ ফুটের ঊর্ধ্বে হলে এভিয়েশন লাইট থাকবে।
ছাদে ওভারহেড ওয়াটার রিজার্ভারের পাশাপাশি লিফট মেশিন রুম এবং তাতে গমনাগমনের পথ প্রদর্শণ করতে হবে।

সেফটি লবি
সকল ফায়ার স্টেয়ার ও ফায়ার লিফেটের সাথে ৪ ঘন্টা ফায়ার রেটেড ওয়াল এবং ২ ঘন্টা ফায়ার রেটেড ডোর দ্বারা সুরক্ষিত সেফটি লবি থাকবে। সকল সেফটি লবি অবশ্যই পজিটিভ এয়ার প্রেসারাইজড হতে হবে।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান : পাম্প রুম
পাম্প রুমে ১টি মেইন, ১টি স্ট্যান্ডবাই এবং ১টি জকি পাম্প অবশ্যই থাকতে হবে।
প্ল্যানে অবশ্যই পাম্প জিপিএম উল্লেখ করতে হবে।
পাম্পের সাকশন পজিটিভ সাকশন থাকতে হবে।

ফায়ার স্টেয়ার
সকল ফায়ার স্টেয়ার ৪ ঘন্টা ফায়ার রেটেড ওয়াল ও ২ ঘন্টা ফায়ার রেটেড ডোর দ্বারা এবং
পজিটিভ এয়ার প্রেসার দ্বারা সুরক্ষিত থাকবে।
ফায়ার স্টেয়ারের ন্যুনতম প্রশস্থতা ১.৫মিঃ এর কম হবে না।

রাইজার ডায়াগ্রাম
প্ল্যানে অবশ্যই স্ট্যান্ড পাইপ রাইজার ডায়ামিটার উল্লেখ করতে হবে।
আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড ওয়াটার রিজার্ভারের আয়তন ও ক্যাপাসিটি উল্লেখ করতে হবে।
পাম্প লে-আউট, গ্রাউন্ড ফ্লোরে ফায়ার ব্রিগেড কানেকশন, প্রতিটি ফ্লোরে ৩৮মিঃমিঃ হোজরিল
এবং ৬৩মিঃমিঃ ইন্টারনাল হাইড্রেন্ট পয়েন্ট উল্লেখ করতে হবে।

বয়লার রুম
বয়লার রুম অবশ্যই ভবন থেকে বাহিরে হতে হবে এবং ৪ ঘন্টা ফায়ার রেটেড আরসিসি ওয়াল ও ২ ঘন্টা ফায়ার রেটেড দরজা দ্বারা সুরক্ষিত থাকবে।

রাস্তা
ভবনের সম্মুখের রাস্তার প্রশস্থতা ন্যূনতম ৯ মিঃ এর এবং ভবনের চতুর্পার্শে কমপক্ষে ৪.৫মিঃ
প্রশস্থ রাস্তা থাকতে হবে। যার উর্ধ্ব ক্লিয়ারেন্স ৫ মিঃ এর কম হবে না।

ভবনের ফায়ার সেফটি প্ল্যান : এসেম্বলি এলাকা
ফায়ার সেফটি প্ল্যানে এসেম্বলি এরিয়া চিহ্নিত করতে হবে।

সূত্র: এআরসিএইচ বাংলা

Header Ad
Header Ad

ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ, যা জানা গেলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

এক সপ্তাহ হয়েছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন তিনি।

জানা গেছে, আগামী দিনে ভারত-যুক্তরারষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করবো।

গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্ন উঠেছিল কেন ট্রাম্পের শপথে নেই মোদী?

আগামী ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন ট্রাম্প ও মোদী। ওয়াশিংটনে তাদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন দুই দেশের কূটনীতিকরা।

এই মুহূর্তে তাদের মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে। যার মধ্যে অন্যতম ইস্যু শুল্ক। গত ডিসেম্বরেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর ওপরে।

৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও। ফলে সেই পরিপ্রেক্ষিতে মোদীর সঙ্গে ট্রাম্পের এই বিষয়ে কথা হতে পারে।

 

Header Ad
Header Ad

সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা  

ছবিঃ সংগৃহীত

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেল বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেছে যাত্রীদের। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন।

যাত্রীরা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতে মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামে পুরোনো রেলস্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা।

এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক ও টিকিট পরিদর্শক (টিটিই)। তারা সাধারণত দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করেন। দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের (মূল বেতন) হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা। এ ছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫ শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো।

তবে ২০২১ সালের ৩ নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, তার মন্ত্রণালয় আন্দোলনরত কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করছে। ট্রেন বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলার আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়াকে দ্রুততম সময়ের মধ্যে করতে কানাডার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই অনুরোধ জানান। এসময় কানাডার হাইকমিশনার এসব উদ্বেগের কথা উল্লেখ করেন এবং তা সমাধানে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ঢাকায় কানাডার হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় অজিত সিংকে স্বাগত ও অভিনন্দন জানান।

বৈঠকে তারা কৃষি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, আর্থিক খাত এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তা উল্লেখ করেন এবং তাদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসনে কানাডার জোরালো সমর্থনসহ আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।

এসময় তারা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে তার মেয়াদকালে বাংলাদেশ-কানাডা অংশীদারত্ব জোরদারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ, যা জানা গেলো
সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা  
শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ  
পুত্রবধূদের পরিচর্যায় খালেদা জিয়া এখন ‘অনেক সুস্থ’  
ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রস্তুতি: ইসি সঙ্গে ইইউ আজ  
মালয়েশিয়া নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
ঢাবি-সাত কলেজ সংঘর্ষ নিয়ে আজহারীর প্রতিক্রিয়া    
দুই ঘণ্টায় স্বদেশে ফিরলেন ২ লাখ ফিলিস্তিনি
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথিদের তালিকায় ১১ জনই আ:লীগ নেতা  
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ডিএমপির ১৩ নির্দেশনা  
ঢাবি ও সাত কলেজের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: আইন উপদেষ্টা
এবার ২৪ ঘণ্টার আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের
প্লে অফে এক পা রাজশাহীর  
সীমান্তের ওপারে মাদকের বাঙ্কার: বাংলাদেশে পাচারের আগেই ধরা পড়লো বিশাল চালান
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদি  
সাত কলেজের সামনে দিয়ে ঢাবির বাস চলতে না দেয়ার হুঁশিয়ারি
টাঙ্গাইলে গুড়িয়ে দেওয়া হলো সীসা তৈরি কারখানা
কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: জামায়াত সেক্রেটারি
নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের  
ইবতেদায়ি শিক্ষকদের জাতীয়করণ করে ক্লাসে ফিরিয়ে দিন : চরমোনাই পীর