কাজী সাহেবের সেবার টাকা কে দিয়েছেন?

কাজী মোতাহার হোসেন বাংলাদেশে একজন অত্যন্ত খ্যাতনামা শিক্ষাবিদ। এই মানুষটির ছেলেমেয়েরা অন্যরকম। সনজীদা খাতুন ছায়ানটের প্রধান। বাংলা সংস্কৃতির প্রধান পুরোধা। প্রতি বছরের পহেলা বৈশাখের যে বিপুল ও বিরাট আয়োজন তার নেপথ্যের নায়িকা। তার বড় বোন ফাহমিদা খাতুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালের অধ্যাপক। এখন অবসরে আছেন, উত্তরাতে থাকেন।
তাদের এই ভাই, নবাব। কাজী আনোয়ার হোসেন নামে বিখ্যাত। নবাব নিজেও খুব ভালো গান করতে পারতেন বলে জানিয়েছেন ফাহমিদা খাতুন। ছেলেবেলায় সে বোনদের সঙ্গে গাইতো। ছেলে প্রকাশনার ব্যবসা করবে বলে সিদ্ধান্ত নিলে বাবা স্বাভাবিকভাবেই নাখোশ হলেন। তবে ছেলেকে ব্যবসার টাকা তিনিই দিয়েছিলেন। সেই টাকাতেই সেবা প্রকাশনীর শুরু। এই কথাগুলো ফাহমিদা খাতুনের।
নাম :
বাংলাদেশের প্রকাশনা শিল্পকে গড়ে দেওয়া কাজী আনোয়ার হোসেনের এই বইয়ের ভুবনের নামটি দিয়েছিলেন তার বাবা। সেবা প্রকাশনী। সে প্রকাশনী নির্মল ও বিচিত্র আনন্দের মাধ্যমে ঘরকুনো বাঙালি পাঠককে খুশি করে। এর শ্লোগানটি খুব সুন্দর, ‘সেবা বই প্রিয় বই, অবসরের সঙ্গী’।
আছেন তার ছেলেরাও
কাজী আনোয়ার হোসেনের দুই ছেলে। কাজী শাহনূর হোসেন ও কাজী মায়মূর হোসেন। দুজনেই বাবার হাত ধরে লেখালেখির ভুবনে চলে এসেছেন। ওয়ের্স্টান আছে তাদের, অনুবাদ সাহিত্যেও পাকা হাত; বাবার কাছ থেকে শেখা।
২১-১-২০২২।
