চৈত্রের সকালে কোকিলের সুরেলা আমন্ত্রণ
বসন্ত বিদায়ের পথে। মাঝ চৈত্রের প্রকৃতিতে খানিকটা নাতিশীতোষ্ণ আবহ। খরতাপ তেমন নেই বললেই চলে। বেশ কয়েকদিন ধরেই দেশের নানা জায়গায় বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ঝড়ও ছিল। দেখে মনে হচ্ছে বসন্তকে বিদায় দিতে উঠেপড়ে লেগেছে প্রকৃতি। তবে তা একেবারেই মানতে নারাজ বাসন্তীকন্যা কোকিল। রবিবার সকালে সোনালি রোদে উচ্ছ্বসিত হয়ে উঠেছে তারা। চৈত্রের সকাল সুরেলা করে তুলেছে কোয়েলিয়ার কুহুকুহু তান। ছবিগুলো রবিবার (২ এপ্রিল) সকালে নওগাঁ-নাটোর বাইপাস চারমাথা পশ্চিম ঢাকা রোড এলাকা থেকে তুলেছেন ঢাকাপ্রকাশ-এর প্রতিনিধি শামীনূর রহমান।
বটের ফলে পাক ধরেছে। লালচে রঙের সেই ফল খেতে গাছের মগডালে বসেছে কোকিল পাখি।
বসন্ত মানেই সবুজের মহা সম্মেলন। গাছে গাছে নানা রঙের ফুলেল শোভা। বটের সবুজ পাতার ফাঁকে ফাকে উঁকি দিচ্ছে লাল রঙের বটফল। তারই সন্ধানে গাছে গাছে কোকিলের আনাগোনা।
কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর রোদেলা সকাল। তাই তো আড়মোড়া ভেঙে বেরিয়ে এসেছে কোকিল।
কবির কাব্যে, লেখকের কলমে, শিল্পীর গানে কোকিল স্থান করে নিয়েছে নানাভাবে। রূপে নয় গুনেই মহিমান্বিত কোকিল। আপন মনে কুহু কুহু গান ধরেছে এই কোকিল।
গান শেষে পুচ্ছ মেলে উড়াল দিয়েছে কোকিলটি।