বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

‘রাণী কিন্তু রাণী নয়’

তার জন্ম সালটি নেই উইকিপিডিয়াতে। ভারত বিভাগের বছরে-দেশভাগের সময়ে একমাত্র মেয়ের জন্ম হলো বলে বাবা ভারতীয় নাট্য আন্দোলনের প্রবাদ পুরুষ শম্ভু মিত্র ও মা বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব তৃপ্তি মেয়ের জন্মের তারিখটি লিখতে ভুলে গিয়েছিলেন কী না কে জানে! তবে তারা তাদের ঔরসজাত সন্তানের ভেতরে অভিনয়ের তুমুল নেশা ঠিকই ঢুকিয়ে দিতে পেরেছিলেন। এই শাঁওলি মিত্র ছোট থেকেই উইংসের আড়ালে ও সামনে চলাফেরা করেছেন। মঞ্চের আলো অঁধারের জীবন তাকে এতোটাই বুঁদ করেছে, ভালোবাসার হাতছানিতে টেনেছে যে, একেবারে ছেলেবেলা থেকে অভিনয়ে হয়েছেন দারুণ সাবলীল।

ফলে সিনেমার রূপালি পর্দাকে নয়, দূরদর্শনের বোকাবাক্সকে নয়, মঞ্চে অভিনয়কেই নিয়েছেন প্যাশন হিসেবে। ছোটকালে কাজ করেছেন রবীন্দ্রনাথের বিখ্যাত ‘ডাকঘর’ নাটকে, তাও আবার অমলের ভূমিকায়। একটি মেয়ে হয়ে ছেলে হওয়া কী যে কষ্ট ওই বয়সের কোনো অভিনেত্রীর জন্য, যিনি করেছেন তিনিই জানেন। তবে অনেক প্রশংসা ও মানুষের ভালোবাসা পেয়ে থিয়েটারের বীজ পাকাপোক্ত হয়েছে তার ভেতরে। নিজের জীবনের স্মৃতি ‘দিদৃক্ষা’ বইতে শাঁওলি মিত্র বলেছেন-“ছেলেবেলা থেকে অসুখ, বিসুখ লেগেই থাকত। রেডিয়োতে যখন ‘অমল’ করতে হল, তখন আমি খুব অসুস্থ থাকতাম। প্রায়ই বিছানায় শুয়ে, বসে কাটত। মা এক দিন রেডিয়োতে অমল করতে হবে বলে আবার পড়বার জন্য ‘ডাকঘর’ বইটা বিছানায় দিয়ে গেল। সেদিন পড়ে কাঁদতে লাগলাম।”

পারিবারিক উত্তরাধিকার নয়, রীতিমতো অভিনয়ের কলা তিনি শিখেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই নাটকে স্নাতকোত্তর। তবে দারুণ স্মার্ট, অসম্ভব এই প্রতিভা যে সিনেমাতে অচল তা নয়। দারুণ সচল হিসেবে রূপালি ভুবনে যাত্রা শুরু করেছিলেন। বিখ্যাত ঋত্বিক ঘটকের ‘যুক্তি, তক্কো আর গপ্পো’ ছবিতে। অভিনয় জীবনের একেবারে শুরুতে তিনি তাতে ‘বঙ্গবালা’ চরিত্রে অভিনয় করেছেন। একেবারে তরুণ বয়সের চরিত্রটি কেমন হয়েছে-সেটি দর্শকদের জন্য তোলা থাকলো। ম্যাজিক্যাল শাঁওলি মিত্রকে পাওয়া যাবে এক ঝলকে তাতে।

তবে সেখানে নয়, মঞ্চাভিনয়ের প্রতি ভালোবাসা ও বাবা শম্ভু মিত্র এবং মায়ের নাট্যধারা বয়ে বেড়ানোর যে অপূর্ব উত্তরাধিকার বর্তেছিল কাঁধে, সেটিকেই জীবনের আরাধনা হিসেবে মেনে নিয়েছেন তিনি। ফলে আর একটি ছবিতেও অভিনয় করেননি। আজকে সবাই একমুখে স্বীকার করেন-শাঁওলি মিত্র এই দায়িত্ব অত্যন্ত সাফল্যের সঙ্গে পালন করেছেন।

বাংলা রঙ্গমঞ্চের এই একনিষ্ঠ কমী পরম ভালোবাসা ও মা-বাবার নিষ্ঠায় বছরের পর বছর ধরে মঞ্চকে আলো করে রেখেছেন। প্রথমে কাজ করেছেন বাবার ও বাংলা নাট্য আন্দোলনের প্রধান প্রতিষ্ঠান ভারতীয় গণ নাট্য সংঘে। এরপর পেশাদার ক্যারিয়ার গড়ার দিকে ঝুঁকে পড়তে হয়েছে। গড়েছেন নিজের দল ‘পঞ্চম বৈদিক’। কোনোটিতেই পিছিয়ে থাকেননি। পঞ্চম বৈদিকেও একের পর এক ঝড় তোলা মঞ্চ নাটক উপহার দিয়েছেন দর্শকদের। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে আছে-‘ডাকঘর’, ‘নাথবতী অনাথবৎ’, ‘একটি রাজনৈতিক হত্যা’, ‘পাগলা ঘোড়া’, ‘কথা অমৃত সমান’, ‘পুতুল খেলা’, ‘হ-য-ব-র-ল’, ‘লঙ্কাদহন’, ‘চন্ডালি’, ‘পাখি’, ‘গ্যালিলিওর জীবন’, ‘যদি আর এক বার’ ইত্যাদি। নাটকগুলোর প্রতিটিই দারুণ, দর্শক নন্দিত।

শাঁওলী মিত্র নামের থিয়েটার অন্ত:প্রাণটি আজীবন নিজেকে উজাড় করে দিয়েছেন বাংলা থিয়েটারে। উদাহরণ হিসেবে ‘নাথবতী অনাথবৎ’র কথা বলি। এরও অনেক দৃশ্য ভুলতে পারেন না দশকরা। একটির বিবরণ-‘তবলা তরঙ্গ বেজে উঠছে। বাজছে মন্দিরা, মৃদঙ্গ। মঞ্চে সার বেঁধে বসা জুড়ির দলের দিকে মুখটি ফিরে একটা কালো কাঠের জলচৌকির ওপরে দুলছে একটা লম্বা বেণী। একটা আলতা রাঙা পায়ের নূপুর তাল রাখছে ছন্দে। জুড়ির দল গান ধরেছে, ‘কিছু কথা বলতে চায় ও রে মন...।’ গানের শেষে কথক ঠাকরুণ পেন্নাম করে বলে উঠলেন ‘এক অভাগিনী মেয়ের কথা...রাণী কিন্তু রাণী নয়!’’ সেই রাণীর কথা কে বা ভুলতে পারে! অভিনয়ের জন্য তাতে কত যে ব্যথা সইতে হয়েছে।

ছোটবেলা থেকে তৃপ্তি মিত্রের ছাত্র, ভারতের বিখ্যাত ন্যাশনাল স্কুল অব ড্রামার অধ্যাপক শান্তনু বসুর মনে করেছেন-‘শাঁওলিদির এই নাটকে একদিন কলকাতার বাইরে শো ছিল। জেঠিমা (তৃপ্তি মিত্র) তখন খুব অসুস্থ। মেকআপ না তুলে ওই টানা কাজল চোখে চুলে জরির ফিতে বাঁধা অবস্থায় শাঁওলিদি চলে এসেছেন মায়ের সেবায়! সন্ধ্যাতে আবার শো। তাতে মেকআপ তোলার সময়টুকু যে বাঁচে!’

থিয়েটারের প্রতি এই ভালোবাসার জন্যই শাঁওলিকে আর কোনোকিছু টানেনি। তবে লিখতে হয়েছে তাকে অনেক। লেখক হিসাবে যথেষ্ট নামডাকও ছিল। বাবা অন্ত:প্রাণ মেয়ে ‘গণনাট্য, নবনাট্য, সৎনাট্য ও শম্ভু মিত্র’তে বাবার অভিনয় জীবন লিখেছেন। বঙ্গীয় আকাদেমির অভিধানের প্রসারেও তিনি কাজ করেছেন। মহান লেখক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়কে নিয়ে একের বেশি মূল্যবান কাজ আছে তার।

এই লেখার ভুবনে সাফল্যও আছে ১৯৯১ সালে ‘নাথবতী অনাথবৎ'র কল্যাণে। এটি তাঁকে এনে দিয়েছে মর্যাদাপূণ ‘আনন্দ পুরস্কা’র। তারও অনেক বছর পর বিখ্যাত লেখক মহাশ্বেতা দেবীর প্রয়াণের পর তার আসনে পশ্চিম বাংলা ‘বাংলা আকাদেমি’র সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর। ২০১৭ সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পত্র লিখে পদটি থেকে অব্যাহতি চেয়েছেন। তবে শাঁওলি মিত্রকে খুব ভালোবাসেন মমতা। ফলে সে পদে ধরে রাখতে সরকারী তৎপরতা শুরু করতে হলো। নাচার হয়ে ২০১৮ সালের শুরুতে বাংলা আকাদেমি থেকে ইস্তফা দিয়ে দিলেন তিনি। আবার মুখ্যমন্ত্রীর অনুরোধে মাস কয়েকে ফিরে এলেন। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজটি করে গিয়েছেন শাঁওলি মিত্র।

এর বাদেও ৭৪ বছরের দীঘ জীবনে অজস্র স্বীকৃতিতে সম্মানিত হয়েছেন তিনি। বাংলা ভাষার থিয়েটারের এই অসামান্য অভিনেত্রীকে তুমুল অভিনয় প্রতিভার জন্য ২০০৩ সালে ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার’ দেওয়া হয়েছে। তারও সাত বছর পর-২০০৯ সালে ভারতের সবচেয়ে বড় বেসামরিক পদক ‘পদ্মশ্রী’ লাভ করেছেন। তিনটি বছর পর, ২০১২ সালে এই অভিনয় প্রতিভা ও অবদানের জন্য লাভ করেছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বেসামরিক পদক ‘বঙ্গবিভূষণ’। ২০১১ সালে তিনি ছিলেন ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ্বশত জন্মবর্ষ উদ্যাপন কমিটি’র চেয়ারপারসন।

শাঁওলি মিত্র অভিনয়, লেখালেখি ও সমাজকর্মের বাইরে ভয়েজ আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন। তাঁর কন্ঠের জাদুতে বুঁদ হয়েছিলেন ওপারের বাঙালিরা। আকাশবাণী কলকাতাসহ বিভিন্ন রেডিওতে বহু শ্রুতি নাটকে অভিনয় করেছেন। নাটকে নানাভাবে নিজেকে নিবেদন করেছেন। একেবারে শেষ জীবনে শাঁওলি মিত্রের লেখা ও অভিনীত একাঙ্ক ‘সীতা' মুুগ্ধ করেছে নাট্যমোদীদের।

অনেক গুণের মানুষটির রাজনৈতিক বোধ ছিল অসাধারণ। বাবা ও মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে অধিকার ও সাধারণের জন্য লড়াই করার অঙ্গীকার লাভ করেছেন, শাঁওলি মিত্র সেসব আজীবন বহমান রেখেছেন ভেতরে। দেশের ও রাজ্যের শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে বারবার থেকেছেন । নামকরা মঞ্চাভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভারত কাঁপানো সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। আন্দোলনগুলোতে পরিবর্তনপন্থীদের অন্যতম ছিলেন তিনি। সিঙ্গুরের আন্দোলনে অনিচ্ছুক কৃষকদের প্রকাশ্যে সমর্থন করেছিলেন। বামপন্থীদের সরকারের বিরোধিতা করেছেন তিনি। এভাবে রাজনৈতিক মঞ্চে এলেও সরাসরি কোনো রাজনৈতিক দলে যুক্ত হননি কখনো। কাজ করেছেন তার দল ও নিজের ভুবন নিয়ে। পঞ্চম বৈদিকদের প্রধান ২০১৯ সালের মাঝামাঝি থেকে অসুস্থ। তবে কেন যে চিকিৎসা নিতে বরাবর অনীহা ছিল। গুরুতর অসুখেও হাসপাতালে ভর্তি হতে চাননি। শাঁওলি মিত্র নিউমোনিয়ায় ভুগছিলেন। এই রোববার বেলা ৩টা ৪০ মিনিটে রোগে ভুগে তার দেহঘড়ি চিরকালের মতো থেমে গিয়েছে। ৭৪ বছর বয়সে জীবন রঙ্গমঞ্চের লড়াই থেকে সরে গেলেন শম্ভু ও তৃপ্তি মিত্রের কিংবদন্তী মেয়ে মেয়ে শাঁওলি মিত্র।

জীবনের শেষ ইচ্ছাতেও বাবাকে অনুসরণ করেছেন তিনি। এই দুপুরে বাবার মতো সিরিটি মহাশ্মশানে তার শেষকৃত্যাবলী হয়েছে। তার আগেই দিনে, দিনে শরীর খারাপ হতে থাকায় একটি শেষ ইচ্ছাপত্র লিখে রেখেছিলেন। সেটি ২০২০ সালের বলে জানা গিয়েছে। শাঁওলি মিত্র তাতে তাঁর অসম্পূণ কাজগুলো শেষ করার গুরুভার প্রদান করেছেন মেয়ে, বিশিষ্ট নাট্যকর্মী ও তৃণমূলের রাজনীতিবিদ অর্পিতা ঘোষের ওপর। নিজের দাহের বিষয়ে তিনি বলেছিলেন, মারা যাবার পর তার মৃতদেহ যেন কেউ দেখতে না পারেন। শবযাত্রায় কোনো ফুলেরও প্রয়োজন নেই। এমন কোনো অহেতুক বাড়াবাড়িও যেন না হয়। বাবার মতো সাধারণ মানুষের ন্যায়, সবার অগোচরে তিনি শেষযাত্রা করবেন। এমনকী মুখাগ্নি শেষের আগে যেন কেউ জানতেও না পারেন। ফলে পরিবারের কয়েকজন, অর্পিতা ও সহযোদ্ধা, মানসপুত্র সায়ক চক্রবতী ছিলেন তার শেষ যাত্রায়। তারা তাকে শেষ তিনটি বছর পুরোপুরি দেখাশোনা করেছেন। আরো ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। ২৫ বছর আগে-১৯৯৭ সালে বাবার মতো সবার আড়ালে, অনাড়ম্বর হয়ে চলে গেলেন মেয়ে।

জীবনের সব দায়িত্ব থেকে ছুটি নেওয়া শাঁওলি মিত্র জীবনের মঞ্চের মতো চুপিসারে বিদায় নিয়েছেন। তবে রেখে গিয়েছেন অনেক স্মৃতি কাছের ও দূরের মানুষদের জন্য। তাঁকে বাংলা নাট্যজগতের মহীরুহ জানিয়ে শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন “শাঁওলিদির ইচ্ছা অনুসারে তাঁর প্রয়াণের খবর শেষকৃত্যের পর আমাকে দেওয়া হয়। আমি কাছের মানুষ হিসাবে তাঁকে মনে ধরে রাখলাম। বহুদিনের সহকর্মী ও সুহৃদ হিসেবে তিনি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন। তার অভিনীত ‘নাথবতী অনাথবৎ’, ‘কথা অমৃত সমান’র মতো সৃষ্টিকর্মগুলো বাংলার লোক মানসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” আরো জানিয়েছেন, তিনি তাঁর বহুদিনের সহযোগী ছিলেন। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসঙ্গে ছিলেন। কেন্দ্রের রেলমন্ত্রী থাকার সময়ও বিখ্যাত এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি বাংলা আকাদেমির সভাপতির দায়িত্বও খুব ভালোভাবে পালন করেছেন-স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী।

জাতীয় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী টুইটারে শোকবার্তায় লিখেছেন, ‘মহান নাট্যকার শাঁওলি মিত্র জীবনযুদ্ধ শেষ করে পরলোক গমন করলেন। বাংলা নাট্যজগত এক উজ্জ্বল জ্যোতিষ্ক হারাল। আমরা প্রতিবাদের এক উজ্জ্বল ব্যক্তিত্ব হারালাম। আমি খুব মর্মাহত।’

শাঁওলি মিত্রের প্রয়াণে গভীর শোকে আকুল পর্দা ও মঞ্চের জাতীয় পুরস্কার লাভ করা সুদীপ্তা চক্রবর্তী-‘তার কাছ থেকে অনেক আদর ও ভালবাসা পেয়েছি। কত কী আদর করে খাইয়েছেন। আমি যে তাঁর বন্ধু বিপ্লবকেতন চক্রবর্তীর মেয়ে। অনেককিছু শিখেছি-মঞ্চাভিনয়ের খুঁটিনাটিও। তারপরও ছোট্টবেলা থেকে সারাজীবন আমি অবাক চোখে তাকিয়ে দেখেছি তাঁর অভিনয়। তিনিই আমার নাটক দেখে ফোন করে খুব প্রশংসা করেছেন। আনন্দে কেঁদেছি। বড় হয়ে সিনেমায় একসঙ্গে একটি কাজ করার আর্জি নিয়ে গিয়েছিলাম, করেননি। তাই একসঙ্গে কাজ করার বা একেবারে সামনে থেকে তার অভিনয় দেখার সৌভাগ্য হলো না।’

নাট্যকার, অভিনেতা মণীশ মিত্র স্মৃতি শেয়ার করেছেন-‘ তাকে জীবনের প্রথম একটি নাটক পড়ে শোনাতে গিয়েছি। বাসায় গিয়ে দেখি, ঠিক আমার পড়ার উপযোগী করে সাজিয়ে রাখা একটি টেবিল। তাতে টেবিল ল্যাম্পও। জলের গেলাসে জল আছে। এরপর যেন পাথরের একটি প্রতিমা, স্থির হয়ে শুনছেন একটি নতুন লেখা নাটক।” তার আরেক স্মৃতিতে অছে-‘নন্দীগ্রামে গাড়ি যাওয়ার পথে বাধা। এক মুহূর্ত ভেবেই শাঁওলিদি একজনের বাইকের পেছনে উঠে বসলেন।’

এই শাঁওলি মিত্রের প্রয়াণে বাংলা নাট্যজগতের প্রধান তারকা শম্ভু মিত্র ও তার স্ত্রী তৃপ্তি মিত্রের রক্ত প্রবাহ থেমে গেল। তাদের হাত ধরে চলা রঙ্গমঞ্চের যুগটি শেষ হলো। তিনি নিজেকে শুধু বাংলা নয়, সারা দেশের শিল্পমহলে একটি বিশিষ্ট নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একটি ভিন্ন প্রতিভা-যার নিখুঁত অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছে অবিস্মরণীয় শিক্ষা, নাট্যকলার প্রতি অপরিসীম শ্রম, নিজের গভীর সংযম , তীব্র শৃঙ্খলা। তাতেই শাঁওলি মিত্র ছিলেন একক ও একা।

(ভারতের বিভিন্ন বাংলা সংবাদমাধ্যমের ওয়েবসাইট অবলম্বনে)

Header Ad
Header Ad

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান

ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁও জেলায় প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নানা কার্যক্রম পরিচালনা করছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যা নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং একাধিক আরোহী বহন রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে পলাশ তালুকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মোট ১৮টি মামলায় ৭০,০০০/ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এবারের ঈদে ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে।

Header Ad
Header Ad

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন

ছবি: সংগৃহীত

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন ঘটেছে, বিপরীতে বেড়েছে ইউরোর মূল্য। বিনিয়োগকারীরা ইয়েন ও সুইস ফ্রাঙ্কের মতো নিরাপদ আশ্রয়স্থলের দিকে ঝুঁকতে শুরু করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুল প্রতীক্ষিত ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার বাজারে ধাক্কা লাগে। বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন ঘটে এবং বিনিয়োগকারীরা বন্ডের পাশাপাশি স্বর্ণে বিনিয়োগ শুরু করেন।

ট্রাম্প বুধবার ঘোষণা দেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করবেন এবং দেশের কিছু বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চতর শুল্ক বসাবেন। নতুন শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হয়েছে, যা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

বৃহস্পতিবার ডলার সূচক ১.৬ শতাংশ কমে ১০২.০৩-এ দাঁড়িয়েছে, যা অক্টোবরের শুরুর পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইউরো সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার ০.৫৬ শতাংশ, নিউজিল্যান্ড ডলার ০.৯ শতাংশ, জাপানি ইয়েন ১.৭ শতাংশ এবং সুইস ফ্রাঙ্ক পাঁচ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে ডলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “অনিশ্চয়তা এখনও বেশি রয়েছে—যদিও কয়েকদিনের মধ্যে কিছু শুল্ক বাতিল বা সংশোধন হতে পারে। তবে এর অর্থনৈতিক প্রভাব ১৯৩০-এর দশকের স্মুট-হাওলি শুল্ক আইনের চেয়েও বেশি হতে পারে।”

১৯৩০ সালে স্মুট-হাওলি শুল্ক আইন প্রণয়নের ফলে যুক্তরাষ্ট্র আমদানি কর বাড়িয়েছিল, যা বিশ্বব্যাপী প্রতিশোধমূলক শুল্কের সূত্রপাত ঘটায় এবং বৈশ্বিক মহামন্দাকে আরও গভীর করে তোলে।

ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কেবল বাণিজ্যের ভারসাম্য রক্ষার কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বনির্ভর করার পরিকল্পনার অংশ হতে পারে। তবে, এই স্তরের শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্র: রয়টার্স, ব্যারন’স, দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন র‍্যাংকিং অনুযায়ী, ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা ১৮৫তম স্থান থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ এখন ১৮৮৬.১৬ পয়েন্ট। অন্যদিকে, স্পেন ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৮৫৪.৭১ পয়েন্ট নিয়ে ফরাসিরা নেমে গেছে তিন নম্বরে।

ইংল্যান্ড ১৮১৯.২ পয়েন্ট নিয়ে যথারীতি চারে রয়েছে। ব্রাজিল এক জয় ও এক হারের পরও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে আগের মতোই পাঁচ নম্বরে রয়েছে। নেদারল্যান্ডস ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে, আর পর্তুগাল এক ধাপ পিছিয়ে ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমেছে।

র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে বেলজিয়াম (১৭৩৫.৭৫), ইতালি (১৭১৮.৩১) এবং জার্মানি (১৭১৬.৯৮)। সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার, যারা সাত ধাপ এগিয়ে এখন ১৬২ নম্বরে রয়েছে। অন্যদিকে, আফ্রিকার দেশ গিনি বিসাউ আট ধাপ পিছিয়ে এখন ১২৮ নম্বরে অবস্থান করছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে জাপান। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে দলটি ১৫তম স্থানে রয়েছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
গাজীপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু
গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের
মিঠাপুকুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে হচ্ছে ইউনূস-মোদির বৈঠক
সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী