বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আলোর মানুষ লাইব্রেরিয়ান জসিম উদ্দিন

কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে জন্ম মো. জসিম উদ্দিনের। তার বাবা মো. আব্দুল মোতালেব শেখ ও মা মোছা. আমেনা খাতুন। বাবা নিরুদ্দেশ হওয়ার পর দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। তৃতীয় শ্রেণির বই হাতে নিয়েই সংসারের হাল ধরতে হয় তাকে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনিই অগ্রজ।

বাবা আর না ফেরায় পুঁথিগত বিদ্যার বা স্কুলের ইতি সেখানেই টানতে হয় জসিম উদ্দিনের। ওই বয়স থেকেই কাঠমিস্ত্রির কাজ শিখতে শুরু করেন। এখনো পেশাগতভাবে তিনি একজন কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি হিসেবে কাজ করেছেন নানা জায়গায়- ঢাকা, চট্টগ্রাম এমনকি ভারতেও। যখন কাঠের কাজ থাকত না তখন অন্য কাজ করতেন। এমনকি রিকশাও চালাতেন।

জীবন ও জীবিকার এই টানাপোড়েনের মধ্যে দিয়েও জসিম উদ্দিন নিজের মতো নিজেকে শিক্ষা দিয়েছেন। অবসর সময়ে নানা ধরনের বই-পত্রিকা পড়তেন, নিজের মতো লেখালেখিও করতেন। নিজেকে বাস্তব শিক্ষা ও স্বশিক্ষায় শিক্ষিত করেছেন বছরের পর বছর ধরে এবং মনে প্রাণে লালন করেছেন অদম্য এক আলোর স্বপ্ন। একটা উন্মুক্ত পাঠাগার বা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন নিজ গ্রামে, যেটা সব শ্রেণিপেশার মানুষের জন্য উন্মুক্ত।

বলতে গেলে কৈশোরবেলা থেকেই এই স্বপ্ন বুনতে শুরু করেন জসিম। তিনি নিজেকে যেমন উন্মোচন করেছেন ঠিক তেমনই সবাইকে জ্ঞানের আলোয় উন্মোচিত করতে চেয়েছিলেন। তার এই স্বপ্ন অনেক কাঠখড় পোড়ানোর পর ২০১৫ সালে নিজ মায়ের ভিটার তিন শতাংশ জায়গার এক শতাংশের উপরে নির্মাণ করেন টিনের ছাউনি ও কংক্রিটের মেঝে দিয়েই শুরু 'খোসকা কমিউনিটি লাইব্রেরি'।

বর্তমানে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ২ হাজার ৫০০ এর বেশি। পাঠক সংখ্যা প্রায় ৪৭০ জন। নিয়মিত পাঠক সংখ্যা দুইশ'র বেশি। জসিম উদ্দিন যে শুধুমাত্র বই পুস্তক নিয়ে কাজ করছেন তা নয়। তিনি কোমলমতি নতুন প্রজন্মদের নানাভাবে বিভিন্ন উপায়ে বৈশ্বিক জ্ঞান চর্চা, গান বাজনা, লেখালেখি, প্রযুক্তি ও তার স্বপ্নের মতোই গড়ে তোলার চেষ্টা করছেন, যেমনটা তিনি তার আপন কৈশোর বেলায় পাননি। তাদের শুধুমাত্র স্কুলের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত জ্ঞান চর্চার দিকে তিনি নিরলসভাবে উদ্বুদ্ধ করে চলেছেন।

জসিম উদ্দিনের স্বপ্ন, তিনি এখানে একটি আধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চান। যেখানে বাংলা ভাষায় বৈশ্বিক জ্ঞান চর্চার এক ভান্ডার থাকবে, সব ধরনের বই থাকবে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে সব ধরনের অগ্রযাত্রায় পদচারণা করতে চান ও অংশগ্রহণ করতে চান তিনি। তৃতীয় বিশ্বের একটি দেশে বসবাস করে এমন ভাবনা ভাবা এবং তাকে স্বপ্ন করে সেটার বাস্তবায়ন করা সত্যিই বিরল।

তিনি গ্রাম্য পরিস্থিতি নিয়ে জানান, গ্রামের অনেকেই বিশেষ করে নতুন প্রজন্মকে তিনি প্রযুক্তির যুগে প্রযুক্তির সঙ্গে প্রাথমিক শিক্ষা ও পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি কম্পিউটার, ডিভাইস ও সফটওয়্যার বিষয়ক বই নিয়ে কথা বলেন। তার ইচ্ছা, অন্তত কিছু কম্পিউটার থাকবে তার পাঠাগারে, যেখান থেকে শিক্ষার্থী ও পাঠকরা কম্পিউটারের প্রাথমিক খুঁটিনাটি ধারণা পাবেন। এমনটাই স্বপ্ন তার। একটা আধুনিক পাঠাগার যেখানে সব ধরনের বই থাকবে, প্রযুক্তি থাকবে এবং সবার জন্য তা উন্মুক্ত থাকবে।

জসিম উদ্দিনের মায়ের ভিটায় দুটি টিনের ঘর, একটিতে তিনি ও তার পরিবার বসবাস করে এবং অন্যটি পাঠাগার। নিজের পরিবার ও জীবন-জীবিকার কথা তুলতেই তিনি বলেন, সমস্যা সবারই থাকে, হোক সেটা আর্থিক সমস্যা অথবা জাগতিক, কিন্তু মানুষের উচিৎ তার স্বপ্নে অবিচল থাকা।

কথা প্রসঙ্গে তিনি নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত উক্তিটি আওড়ান, 'তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব।'

জসিম উদ্দিনের দর্শন ও চিন্তাভাবনা দূরদৃষ্টি ও দূরদর্শী, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন আলোর মুখ দেখাবে এই কামনা করি। তিনি এখনো কাঠমিস্ত্রি হিসেবেই জীবিকা নির্বাহ করেন। প্রতি শুক্রবার ছুটি থাকে, সেদিন তিনি নানারকম উদ্বুদ্ধমূলক কাজ করেন পাঠাগারে। গানের প্রতিযোগিতা, ছবি আঁকার প্রতিযোগিতা এবং পাঠ্যপুস্তক সম্বন্ধীয় সব ধরনের রুচিশীল ও মানসম্মত আয়োজন করে থাকেন। তিনি জানান, এতে তিনি তৃপ্তি বোধ করেন এবং নতুন এক শিক্ষিত আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেন।

লাইব্রেরিয়ান মো. জসিম উদ্দিনের এখনকার স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একটা সুগঠিত আধুনিক এবং নিজ জমির উপর সুন্দর করে সম্পূর্ণ কংক্রিটের লাইব্রেরি তৈরি করতে চান। সরকারি-বেসরকারিভাবে সামান্য অনুদান পেলেও তিনি তার স্বপ্নকে আরও সামনে এগিয়ে নিতে সবার সুদৃষ্টি ও শুভকামনার প্রত্যাশা করেন।

তার স্বরচিত পাঠাগার নিয়ে লেখা কবিতাটি হলো-

পাঠাগার
মো. জসিম উদ্দীন

পাড়া-মহল্লায় প্রতি বাড়ি-ঘরে পাঠাগার গড়তে চাই,
বিশ্বমানব আলোকিত জীবনে যার বিকল্প নাই!
পাঠাগারেই এনেছে সভ্যতা আজ অসভ্য করেছে দূর,
দুর্ভাগ্য আজ পাঠাগার ছাড়া তুলছি ভিন্ন সুর!

রাষ্ট্রীয়-পারিবারিক উৎসবে যেন বই'ই হবে উপহার,
ভুরিভোজ খেয়ে নগদ অর্থ কাম্য না অলংকার!
বই রাখব প্রতি রুমে র‍্যাকে রাখব হাতের কাছে,
আলসে নয় জ্ঞানাস্বাদনে রইব নাতো পড়ে পাছে।

কবি নজরুল, রবীন্দ্রনাথ, প্লেটো, মাইকেল মধুসূদন দত্ত,
মহামানব মনীষীর বাণী করব আমরা রপ্ত।
কেউই মরেনি এসেছে তারা আমাদের যাচ্ছে ডেকে,
এসো নবীন দল জ্ঞানচর্চা করি পাঠাগারের ওই র‍্যাকে।

এসেছে গুণী কবি বিজ্ঞানী জ্ঞান সাগরে জাহাজ বেয়ে,
নোঙর করেছে পাঠাগার মাঝে আমরা উঠব যেয়ে।

এসজি

Header Ad
Header Ad

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান

ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁও জেলায় প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নানা কার্যক্রম পরিচালনা করছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যা নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং একাধিক আরোহী বহন রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে পলাশ তালুকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মোট ১৮টি মামলায় ৭০,০০০/ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এবারের ঈদে ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে।

Header Ad
Header Ad

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন

ছবি: সংগৃহীত

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন ঘটেছে, বিপরীতে বেড়েছে ইউরোর মূল্য। বিনিয়োগকারীরা ইয়েন ও সুইস ফ্রাঙ্কের মতো নিরাপদ আশ্রয়স্থলের দিকে ঝুঁকতে শুরু করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুল প্রতীক্ষিত ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার বাজারে ধাক্কা লাগে। বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন ঘটে এবং বিনিয়োগকারীরা বন্ডের পাশাপাশি স্বর্ণে বিনিয়োগ শুরু করেন।

ট্রাম্প বুধবার ঘোষণা দেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করবেন এবং দেশের কিছু বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চতর শুল্ক বসাবেন। নতুন শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হয়েছে, যা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

বৃহস্পতিবার ডলার সূচক ১.৬ শতাংশ কমে ১০২.০৩-এ দাঁড়িয়েছে, যা অক্টোবরের শুরুর পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইউরো সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার ০.৫৬ শতাংশ, নিউজিল্যান্ড ডলার ০.৯ শতাংশ, জাপানি ইয়েন ১.৭ শতাংশ এবং সুইস ফ্রাঙ্ক পাঁচ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে ডলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “অনিশ্চয়তা এখনও বেশি রয়েছে—যদিও কয়েকদিনের মধ্যে কিছু শুল্ক বাতিল বা সংশোধন হতে পারে। তবে এর অর্থনৈতিক প্রভাব ১৯৩০-এর দশকের স্মুট-হাওলি শুল্ক আইনের চেয়েও বেশি হতে পারে।”

১৯৩০ সালে স্মুট-হাওলি শুল্ক আইন প্রণয়নের ফলে যুক্তরাষ্ট্র আমদানি কর বাড়িয়েছিল, যা বিশ্বব্যাপী প্রতিশোধমূলক শুল্কের সূত্রপাত ঘটায় এবং বৈশ্বিক মহামন্দাকে আরও গভীর করে তোলে।

ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কেবল বাণিজ্যের ভারসাম্য রক্ষার কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বনির্ভর করার পরিকল্পনার অংশ হতে পারে। তবে, এই স্তরের শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্র: রয়টার্স, ব্যারন’স, দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন র‍্যাংকিং অনুযায়ী, ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা ১৮৫তম স্থান থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ এখন ১৮৮৬.১৬ পয়েন্ট। অন্যদিকে, স্পেন ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৮৫৪.৭১ পয়েন্ট নিয়ে ফরাসিরা নেমে গেছে তিন নম্বরে।

ইংল্যান্ড ১৮১৯.২ পয়েন্ট নিয়ে যথারীতি চারে রয়েছে। ব্রাজিল এক জয় ও এক হারের পরও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে আগের মতোই পাঁচ নম্বরে রয়েছে। নেদারল্যান্ডস ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে, আর পর্তুগাল এক ধাপ পিছিয়ে ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমেছে।

র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে বেলজিয়াম (১৭৩৫.৭৫), ইতালি (১৭১৮.৩১) এবং জার্মানি (১৭১৬.৯৮)। সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার, যারা সাত ধাপ এগিয়ে এখন ১৬২ নম্বরে রয়েছে। অন্যদিকে, আফ্রিকার দেশ গিনি বিসাউ আট ধাপ পিছিয়ে এখন ১২৮ নম্বরে অবস্থান করছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে জাপান। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে দলটি ১৫তম স্থানে রয়েছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
গাজীপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু
গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের
মিঠাপুকুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে হচ্ছে ইউনূস-মোদির বৈঠক
সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী