ববি শিক্ষার্থীদের অনুপ্রেরণা পাবিপ্রবির শিক্ষক আসলাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আসলাম হোসাইন। গণিত অলিম্পিয়াডে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। সম্প্রতি তিনি নিয়োগ পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক হিসেবে।
আসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। নিজের পড়ালেখার পাশাপাশি দুই বেলা শিক্ষার্থী পড়াতেন। সেখান থেকেই আসত মূলত পড়ালেখার খরচ। শুরু থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন আসলাম। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত আসলাম হোসাইন বলেন, 'আমার গণিতের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করত। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি টিউশনি করাতাম। শিক্ষকতা পেশার প্রতি আকর্ষণও ছিল। আমার সব কাজে আমার পিতা-মাতা সর্বোচ্চ সমর্থন দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি যারা সঠিক দিকনির্দেশনা দিয়েছেন বলেই আজ আমি এ পর্যন্ত।'
আসলাম গণিত অলিম্পিয়াডে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। স্নাতকে তার সিজিপিএ ৩.৯৪। সাফল্যের ধারাকে অব্যাহত রাখতে সবার দোয়াপ্রার্থী আসলাম। চলতি বছরের ১১ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন আসলাম। এর আগে তিনি বাংলাদেশ অ্যায়ারফোর্স (বিএফ) শাহীন কলেজের প্রভাষক পদে কর্মরত ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়ের এমন অর্জন আমাদের গর্বিত করে। এর আগেও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিভিন্ন কর্মযজ্ঞে পদার্পণ করেছে। এ থেকে শিক্ষার্থীরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছে। এই সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। আগামীতে বরিশাল বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।'
এসএন