বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঐতিহ্যবাহী শীতলপাটির বুননে বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তার অবদানের প্রতি কীভাবে বিশেষ উপায়ে শ্রদ্ধা জানানো যায়? একজন লোকশিল্প গবেষক হিসেবে ঐতিহ্যবাহী লোকশিল্পের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করার বিষয়ে ভাবতে থাকি। ভাবনার এক পর্যায়ে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটির বুননে বঙ্গবন্ধুর মুখাবয়বের প্রতিকৃতি ফুটিয়ে তোলার চিন্তা মাথায় কাজ করতে থাকে।

আমরা সবাই বঙ্গবন্ধুর স্বদেশি ঐতিহ্যবাহী লোকশিল্পপ্রীতির কথা জানি। তিনি নিজের দেশের ঐতিহ্যবাহী কুটির-শিল্পকে অত্যন্ত উঁচুমানের শিল্প বলে গণ্য করতেন। তার সুদীর্ঘ সংগ্রামী জীবনে একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করেছিলেন, বাঙালি জাতিকে বিশ্বের বুকে টিকে থাকতে হলে লোক-সংস্কৃতিকে রক্ষা করতে হবে। সেজন্য ঐতিহ্যবাহী লোকশিল্পীদের শিল্পকর্ম নির্মাণ ও বাজারজাতকরণে সরকারি পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু। ১৯৫৭ সালে তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী থাকাকালে গণপরিষদে বিল উত্থাপন করে ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। তার এ সুদূরপ্রসারী দূরদৃষ্টির ফলেই আমাদের বেশকিছু লোকশিল্প আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ইউনেস্কোর 'অধরা বিশ্ব ঐতিহ্য' (Intangible Cultural Heritage of the World) হিসেবে স্বীকৃতি পেয়েছে।

২০১৭ সালে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে এ স্বীকৃতি দেয় ইউনেস্কো। সে সময় আমি বাংলাদেশ জাতীয় জাদুঘরে কর্মরত। এ উপলক্ষে আয়োজিত শীতলপাটির প্রদর্শনীতে অংশগ্রহণকারী পাটিকর অজিত কুমার দাশের বুনন-কৌশল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলাম। বংশ পরম্পরার এ শিল্প মাধ্যমের ইতিহাস, বুনন-কৌশল প্রভৃতি খুঁটিনাটি দিক নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছিল। প্রদর্শনীর ক্যাটালগে একটা আর্টিকেলও লিখেছি। আমার মনে হলো, শীতলপাটির শিল্পী অজিত কুমার দাশই একমাত্র পাটিশিল্পী, যিনি তার শিল্পীমন, অনন্য বুনন দক্ষতা ও গভীর ধৈর্য্য দিয়ে বঙ্গবন্ধুর হাসিমাখা মুখ মসৃণ বেতের বুননে শীতলপাটিতে ফুটিয়ে তুলতে পারবেন।

আমার বিশ্বাস বৃথা হতে দেননি অনন্য-সাধারণ গুণী পাটিশিল্পী। আমি তাকে উদ্বুদ্ধ করি এ বলে যে, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন রাষ্ট্রের মহান স্থপতি, নকশাকার। সদ্য স্বাধীন, শিশু রাষ্ট্রকে নির্মাণ করতে গিয়ে নিজের বুকের তাজা রক্তে এ মাটি ভিজিয়ে শহীদ হয়েছেন!

আমাদের লোকশিল্প, বিশেষ করে শীতলপাটির প্রতি তার বিশেষ টান ছিল। তার জহুরির চোখ, তিনি শিল্পী রশিদ চৌধুরীকে গণভবনে তার দপ্তর ঐতিহ্যবাহী লোকশিল্পের উপাদান দিয়ে সাজিয়ে দিতে দায়িত্ব দিয়েছিলেন। বঙ্গভবনে তার বিশ্রামকক্ষের বিছানায় অতি সাধারণ নকশার একটা শীতল পাটিতে শুয়ে ক্ষণিকের জন্য বিশ্রাম নিতেন। তার বিছানার শিথানের দিকের কাঠও শীতলপাটিতে মুড়িয়ে দিতে বলেছিলেন বলে শোনা যায়। জাতীয় জাদুঘরের মুক্তিযুদ্ধের ৪০ নম্বর গ্যালারিতে বঙ্গবন্ধুর শরীরের স্পর্শমাখা সেই সাধারণ অথচ অনন্য শীতলপাটির বিছানা দর্শকদের জন্য প্রদর্শন করা হচ্ছে।

আমি শিল্পী অজিত কুমার দাশকে বঙ্গবন্ধুর শীতলপাটি প্রীতির এ ইতিহাস শোনাই। তারপর বলি, পারবেন না বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ এ মহান বাঙালি, আমাদের জাতির জনকের হাসিমুখটা শীতলপাটির বুননে ফুটিয়ে তুলতে!? দৃপ্ত কণ্ঠে জানালেন— তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

আমার কাছে জানতে চাইলেন বঙ্গবন্ধুর কোন ছবি অনুসরণ করবেন। আমি বললাম, যেটা তার ভালো লাগে। তিনি বেছে নিলেন বঙ্গবন্ধুর হাসিমাখা মুখ দিয়ে তৈরি “মুজিব শত বর্ষ” লোগো।

এভাবেই বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার, রাজনগর উপজেলার ধূলিজুরা গ্রামের ঐতিহ্যবাহী শীতলপাটির পাটিকর অজিত কুমার দাশ বঙ্গবন্ধুর প্রতি অসীম ভালোবাসার নিদর্শন স্বরূপ বুনন করেন বঙ্গবন্ধুর উজ্জ্বল হাসিমাখা মুখ। বাইশ দিনের অক্লান্ত পরিশ্রমে বেতের নিজস্ব রঙের সঙ্গে লাল-খয়েরি রঙ মিশিয়ে এটি বোনা হয়েছে।

এভাবেই বিশ্ব ঐতিহ্য শীতলপাটির লোকশিল্পী অজিত কুমারের কারু-বুননে বঙ্গবন্ধুর কালজয়ী হাসিমাখা মুখটি বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে উঠল!

বঙ্গবন্ধুকে এ অনন্য উপায়ে শততম জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন করতে পারার পুরো গৌরব অজিত কুমারের। আমি শুধু তার সৃজনশীলতাকে উসকে দিয়েছি মাত্র। সর্বপ্রথম শীতলপাটির বুননে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সৃজন করে পাটিশিল্পের ইতিহাসে তিনিই প্রথম প্রতিকৃতি তৈরির পথিকৃৎ হয়ে থাকবেন।

বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের হৃদয়ে অক্ষয় হয়ে আছেন— থাকবেন চিরকাল!

লেখক: লোকশিল্প গবেষক, লেখক, প্রাক্তন পরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর।

এসএন

Header Ad

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না, এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদের দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা দেশ গঠনের সুযোগ করে দিয়েছে জাতি তাদের সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Header Ad

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে যানযট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযানের উদ্বোধন করেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি.এম.এ মমিন। এ সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া উদ্দিন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, নওগাঁ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শুরুর পর থেকেই শহরের বরুনকান্দি, মশরপুর, তাজের মোড় ও কালীতলাসহ মোট ৮ টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন।

পৌর প্রশাসক জানান, নওগাঁ শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪ হাজার। কিন্তু প্রতিদিন পার্শবতী বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা, ব্যাটারী চালিত অটো রিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করে। এতে তীব্র যানযট ও জন মানুষের ভোগান্তি তৈরী হয়। এই দূর্ভোগ লাঘোবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রনসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নওগাঁ শহরের যানযট দীর্ঘদিনের সমস্যা। পরিকল্পিত ভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ষ্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহক করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, অভিযান সফল ভাবে বাস্তবায়ন হলে শহরে শৃঙ্খলা ফিরে আসবে। জনগন এর সুফল পাবেন। সকলকে এই কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

Header Ad

২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত

বক্তব্য রাখছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি সভাপতিত্ব করেন। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

সম্মেলেনে সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যাতে করে এ ধরনের ঘটনার পুররাবৃত্তি না হয়।

লর্ড হোসাইন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।

সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক।

Header Ad

সর্বশেষ সংবাদ

‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর
১২ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪