অজয়ের মায়ের হাতে পাঁচ লাখ টাকা দেওয়া হলো
লেখা ও ছবি : সাদিদ হক, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নোয়াখালী জেলার সদর উপজেলার সুবর্ণ চরের ছেলে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের ছাত্র অজয় মজুমদার। এই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-’১৮ শিক্ষাবর্ষের ছাত্র। কদিন পরেই অনার্স পাশ করে যেতেন। হতেন কোনো নামী গ্রন্থাগারের গ্রন্থগারিক। অত্যন্ত ভদ্র, বিনয়ী ও স্বপ্নবাজ এবং মানবতাবাদী অজয়ের কোনো স্বপ্নই পূরণ হলো না। ২০২১ সালের ৭ ডিসেম্বর নিজের উপজেলার সোনাপুর জিরো পয়েন্টে দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত হয়েছেন এই তরুণ ঘটনাস্থলে।
৫ এপ্রিল নিজের বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের হতভাগ্য মায়ের হাতে বিশ্ববিদ্যালয়ের অনুদান তুলে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
অজয় মজুমদারের মা পাপিয়া রাণী দাস পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেছেন ও তার ছেলের জন্য দোয়া করতে বলেছেন কান্নাভেজা কন্ঠে বিশ্ববিদ্যালয় পরিবারকে।
এই সময় নোয়াখালীর একমাত্র উচ্চতম শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, অতিরিক্ত দায়িত্বে রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস.এম. মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনাদান বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক, হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা সবাই অজয় মজুমদারের মাকে স্বান্তনা প্রদান করেছেন ও তাদের পরিবারের প্রতি গভীর বেদনা প্রকাশ করেছেন। তারা তাদের ছাত্র অজয়ের নানা গুণের কথা কোনোদিন ভুলবেন না বলে উল্লেখ করেছেন। যেকোনো প্রয়োজনে তাদের এই বিশ্ববিদ্যালয়ের সাহায্য পাওয়া যাবে বলে জানিয়েছেন।
ওএস।