শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বালির প্রাসাদের রাজা

গেল ২৪ বছর ধরে ব্রাজিলের মার্সিও মিজায়েল মার্তোলিয়াস ভাড়া দেওয়া বাদ দিয়েছেন, কোনো ধরণের বিল দেবার ঝামেলাও তার নেই। এই দিক থেকে তিনি রাজধানী রিও ডি জেনিরোবাসীর সবচেয়ে আকাংখিত প্রতিবেশী হয়ে গিয়েছেন। তারা ভাবেন, আহা তার মতো হতে পারতাম যদি! তবে তার মতো হবার উপায় নেই কোনো। কেননা তিনি যে বাস করেন একটি সাগরের তীরে। সেটি একটি সাগর সৈকত নাম বাহা বাচিজুকা। সেখানে তিনি বালু দিয়ে একাই গড়েছেন একটি প্রাসাদ। সেই বালির প্রাসাদে থাকেন তিনি। বালিয়াড়ির রাজা! বালির প্রাসাদের সম্রাট।

এখন তার বয়স ৪৬। আশপাশের স্থানীয়দের কাছে তিনি ‘রাজা মার্সিও’ বা ‘কিং মার্সিও’। নিজের এই নামকে প্রতিষ্ঠিত করতে প্রাসাদের বাইরে তিনি পরে থাকেন একটি রাজমুকুট। সেটিও তার অর্ডার দিয়ে বানানো। একটি প্লাস্টিকের মুকুট আসলে তা। তবে সোনালী রঙের। হাঁটার সময় তিনি একটি লাঠি। সেটিও কিন্তু স্থায়ী কোনো বস্তু নয়।

রিও ডি জেনিরোর আসল সৈকতগুলোতে নানা ধরণের বর্ণিল বালির প্রাসাদ, বালির নানা ধরণের ভাস্কর্যের ছড়াছড়ি থাকে। এগুলোর সবই বিনোদন দানের জন্য ও পর্যটকদের আগ্রহ নিরাবরণের জন্য, তাদের ধরে রাখতে। বানিয়েছেন স্থানীয়রা। তারা এগুলোর ছবিও বিক্রি করেন। তবে রিও ডি জেনিরোতে ও সারা ব্রাজিলেই মার্সিওই প্রথম মানুষ যিনি নিজে থাকার জন্য একা হাতে একটি বালির প্রাসাদ বানিয়েছেন। কেবল তাই নয়, একা মানুষ হিসেবে সেখানে বসবাস করে চলেছেন। তবে দীর্ঘকাল ধরে বসবাসের ফলে তিনি নানা ধরণের মানুষের আগ্রহ নিজের দিকে টেনে নিয়ে যেতে পেরেছেন। অনেক দেশের মানুষ তার খবরগুলো আগ্রহ নিয়ে পড়েছেন। অনেক রিও ডি জেনিরোর মানুষ ভাড়া বেশি দিতে হয় বলে বাদ দিয়ে তার মতো কোনো এক সৈকতে বালির বাসা বানিয়ে থাকার চিন্তা করেন।

কীভাবে তার শুরু? মার্সিওর জন্ম কিন্তু এই রিও ডি জেনিরো অঙ্গরাজ্যেই। বলেছেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা এই রাজ্যের দক্ষিণ পূবের গুয়ানাবারা সৈকতে। ফলে সাগরকে ছোটকাল থেকে ভীষণ ভালোবাসি। আমি জীবনভর এই সৈকতগুলোর ধারে বাস করে চলেছি। আমার এই সৈকতের একেবারে সামনের দিকে লোকেরা অতিরিক্ত ভাড়া দিয়ে মানুষজন বাস করছে। তবে আমার কোনো বিল নেই, আমি এখানে একটি সুন্দর জীবন যাপন করছি।’

তার বালির প্রাসাদটির দেওয়ালগুলো এবং চূড়াগুলোকে টিকিয়ে রাখতে সেগুলোতে নিয়মিত পানি দিতে হয় মার্সিওকে। বলাবাহুল্য, বালির প্রাসাদের রাজা একা হাতেই সেসব কাজ করেন। এছাড়াও নানা ধরণের যত্নআত্তি করতে হয় তাকে শহরটির সারা বছরের নানা ধরণের গ্রীস্মকালীন আবহাওয়াকে ঠেকাতে। এর বাদেও তার এই কাজগুলোতে ধৈর্য্য ও সহিষ্ণুতাকে অবশ্যই সম্মান করতে হয়। একটি গ্রীস্মমন্ডলীয় ঝড়ই এসে তার এই বালির প্রাসাদকে মিশিয়ে দিতে পারে সাগরের বালুর জগতে। মোটে কয়েক মিনিটে ভেঙে পড়তে পারে তার এই শখের ভুবন, ভালোবাসার ঘরবাড়ি। আবার শুরু থেকে তাকে বানানোর দিকে ঠেলে দিতে পারে। এবার বলি, এই কাজটি ২০ বছরে কয়েকবার করেছেন। ফলে তিনি এই বালির প্রাসাদকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারেন ও কার্যকরভাবে আবার তৈরি করতে পারেন। এই কাজটি খুব ভালোভাবে শিখে নিয়েছেন। এই করতে, করতে একটি কাজও পেয়ে গিয়েছেন। একটি শপিংমল তাকে চাকরি দিয়েছে। যেখানে মাঝে, মাঝে তাদের প্রয়োজনের সময় দিয়ে তাদের জন্য ছোট, ছোট বালির প্রাসাদ গড়ে দিয়ে আসেন তিনি। তারা সেগুলো প্রদর্শন করেন। বিক্রি বাড়ে অন্যান্য পণ্যেরও। এই কাজের শুরুতেও অন্যদের মতো তারা তার বালির প্রাসাদ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন।

কীভাবে শিখেছেন? একজন বন্ধুর কাছ থেকে ও বই পড়ে। বই পড়া তার সবচেয়ে বড় শখগুলোর একটি। তার আরেকটি শখ হলো, গলফ খেলা অন্যটি হলো সাগরে মাছ ধরা। শেষ কাজটি নিয়মিত করেন। তিনি বই সংগ্রহ করেন। গলফ ক্লাবগুলোতে গলফ খেলতে যান। তার এই বালির প্রাসাদটি বাইরে থেকে দেখতে বিরাট ও সুন্দর। রাস্তার দিকে মুখ করা থাকে। সেদিক দিয়ে ঢুকে ভেতরে আছে তার ছোট্ট ঘর। এই ৩২ স্কয়ার ফিটের ঘরেই থাকেন। মেঝে থেকে মাথার ছাদ পযন্ত এই শখের মানুষটির কটি শখে বোঝাই। বেশিরভাগই হলো বই। বালির প্রাসাদের ওপরের দিকটি কাঠের বিমের। তবে তিনি পাশের লাইফ গার্ডদের কুড়েঘরে গিয়ে প্রাকৃতিক কাজ ও গোছল করেন।

‘কিং মার্সিও’ নামের এই মানুষটি একজন স্থানীয় তারকা ও তাদের সবার আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। পাশ দিয়ে যাবার সময় পর্যটকরা তার সঙ্গে ছবি তোলেন, তার অন্যরকমের বাড়ির ছবিও ঠাঁই নেয় তাদের ক্যামেরায়। তাদেরকে হাসিমুখে শুভেচ্ছা জানান, ছবি তোলেন, টাকা পান ও বসতে দেন তিনি। এভাবে তাদের কাছ থেকে উপহার পেয়ে গড়ে তুলেছেন কটি টাকার সঞ্চয়। তবে কখনো চান না কারো কাছে। তার বইয়ের প্রতি ভালোবাসাও সামান্য আয়ের পথ দেখিয়েছে। তার প্রাসাদের সামান্য সামনে তিনি একটি টেবিলে নিজের বইগুলো সাজিয়ে রাখেন। তবে যে টাকাই তারা দেন না হাসিমুখে গ্রহণ করেন। এই বইগুলোর ওপরে তিনি লিখে রেখেছেন-‘একটি বই তুলে নিন ও এই বাক্সে টাকা রেখে সাহায্য করুন, যাতে কোনোদিন উদ্যোগটি থেমে না যায়।’

মার্সিওর এই প্রাসাদের একমাত্র খারাপ দিক তার মতে, যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে প্রচন্ড গরমে পড়ে হয়ে যায়, গরমে ফেটে পড়ে এই সাগরের প্রাসাদ; ভেতরে ঘুমানো অসম্ভব হয়ে যায়। ফলে গরমের দিনগুলোতে তিনি একজন বন্ধুর সঙ্গে থাকেন,। যদিও সাগরের কাছে থাকতে তার ভালো লাগে। কোনোদিনও তিনি তার এই বাড়িটি ছেড়ে যাবেন না বলে জানালেন।

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ