নারীদের অর্জন অসাধারণ
বিশ্ববিদ্যালয় কত যে রঙিন সেটি আমাদের জানা? চারদিকে অবারিত পরিবেশ, অসাধারণ সব শিক্ষক আছেন। তারা লেখাপড়া ও জীবন গঠনের জন্য ছাত্র, ছাত্রীদের সবসময় বলেন। ক্লাসরুমে তাদের পড়ানো সারাজীবনের ক্যারিয়ারের জন্য মূল বিষয়। বাংলাদেশের মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় জীবন আসলে প্রধান ভূমিকা পালন করে। তারা ক্যাম্পাসে বেড়ান, কত কাজ করেন। আড্ডা দেন, লেখাপড়া করেন, বিভাগের আলোচনা হয়। ঢাকা প্রকাশ ২৪.কমের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিবুল ইসলাম অসাধারণ ছবি তোলেন। তিনি বেড়িয়েছেন পুরো ক্যাম্পাসে। তুলে এনেছেন তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের দিনযাপনের গল্প। ক্যাম্পাসে ছাত্র, ছাত্রীদের বিশ্রাম ও বিনোদনের জন্য আছে বেঞ্চ। সেগুলোতে বসে আসলে লেখাপড়ার গল্পই করেন তারা। মেয়েরা সেখানে ক্লাস নোট নিয়ে আলাপের ফাঁকে গল্পে মেতেছেন।
একজন ছাত্রী ব্যস্ত হয়ে বিভাগের দিকে চলেছেন। কত যে তাড়া তার! অপেক্ষা করছে কোনো ক্লাস কী পরীক্ষা।
ক্লাস শেষে ফিরে এসে বান্ধবীর দল আধুনিকতার সঙ্গী হয়েছেন গ্রুপ সেলফিতে। তাদের আধুনিকতার পাঠ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতেই। সেলফিতে সোনালী যৌবনের ক্ষণগুলোকে সারাজীবনের মতো বন্দী করে রাখছেন তারা। তুলে দেবেন ফেইসবুক ফটোজে। তবে তারা কেউ কী ভেবেছেন, এই আলোকচিত্রী তাদের জীবনের রূপালি ক্ষণগুলোকে সারা জীবনের জন্য ধরে রাখছেন?
খুব আগ্রহ নিয়ে বান্ধবীদের গল্পে মেতেছেন যারা বিশ্ববিদ্যালয়ের অসাধারণ বেঞ্চে, তাদের কারো হঠাৎ আলাপের খুনসুটিতে থাকতে না পেরে হেসে কুটি, কুটি আরেকজন। অন্যরা তার সঙ্গী।
আবার ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের চিরচেনা দলগত আড্ডা। বাংলাদেশের নারীদের অসাধারণ প্রেরণার স্থল বিশ্ববিদ্যালয়ে তাদের দারুণ খুশির ক্ষণগুলো সারাজীবন সবসময় সবাইকে আলোকিত করে। মেয়েদের লেখাপড়ার কোনো বিকল্প নেই নারীর অধিকারগুলো লাভ করার জন্য।
অ্যাকুয়াকালচার ও ফিশারিজ টেকনোলজির সামনের বেঞ্চে বাংলাদেশের মেধাবী ছাত্রীদের আলোচনা ও গল্পের মুহূর্ত। তারা এদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অন্যতম আলোকবর্তিকা।
তাদের জন্য ক্ষণগুলো উদযাপনে নেতৃত্ব দিচ্ছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার। তিনি গড়েছেন সবাইকে নিয়ে এই নারীবান্ধব ও অসাধারণ সুন্দর বিশ্ববিদ্যালয়টি। তারা নারী দিবসের র্যালিতে কন্যাদের জেগে উঠতে, আরো ভালোভাবে জীবন গড়তে আহবান জানাতে, জানাতে চলেছেন।
সুযোগ্য সহকর্মীদের নিয়ে তিনি আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ কেক কাটছেন। এ আসলে নারীদেরই মিলনমেলা। নারীর অধিকার ও কর্মের স্বীকৃতি কত না দারুণভাবে দিলো বাংলাদেশের অন্যতম সেরা এই কৃষি বিশ্ববিদ্যালয়।
ওএস।