জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা
সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী দীপান্বিতা
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য সিয়াম আহমেদ এবং ‘গোর’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য রোজালিন দীপান্বিতা মার্টিন শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই পুরস্কার ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানায়, ২০২০ সালে চলচ্চিত্রে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন আনায়োরা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য যুগ্মভাবে গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর (চলচ্চিত্রের নাম ‘গোর’, সরকারি অনুদানপ্রাপ্ত), অঞ্জন চৌধুরী পিন্টু (চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’)। শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আড়ং’ (সরকারি অনুদানপ্রাপ্ত), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।
পার্শ্ব চরিত্রে ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন এম ফজলুর রহমান বাবু। ‘গন্ডি’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ। খল নায়ক চরিত্রে ‘বীর’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মিশা সওদাগর। শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার জিতেছে মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি, ছবির নাম ‘গন্ডি’। সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘আড়ং’ অভিনয়নের জন্য শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন মো. শাহাদৎ হাসান বাঁধন।
হৃদয় ‘জুড়ে’ ছবিতে বিশ্বাস যদি যাযরে… গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বেলাল খান। শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পেয়েছেন প্রয়াত মো. সহিদুর রহমান, ছবির নাম ‘বিশ্বসুন্দরী’। একই ছবিতে ‘তুই কি আমার হবিরে…’ গানের জন্য শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন মো. মাহমুদুল হক ইমরান। যুগ্মভাবে শ্রেষ্ঠ গায়িকারে পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা (বিশ্বসুন্দরী) ও সোমনুর মনির কোনাল (বীর)।
‘বিশ্বসুন্দরী’ ছবিতে ‘তুই কি আমার হবিরে…’গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন কবির বকুল। একই ছবি ও একই গানের জন্য শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার জিতেছেন মো. মাহমুদুল হক ইমরান।
সরকারি অনুদানপ্রাপ্ত ‘গোর’ ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার জিতেছেন গাজী রাকায়েত হোসেন, একই ছবিতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কারও জিতেছেন গাজী রাকায়েত হোসেন।
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার জিতেছেন ফাখরুল আরেফিন খান (গন্ডি)। সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘গোর’ এর জন্য শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার জিতেছেন মো. শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার পেয়েছেন একই ছবির জন্য উত্তম কুমার গুহ।
‘গোর’ ছবির চিত্রগ্রাহক পংকজ পালিত ও মাহবুব উল্লাহ (নিয়াজ) শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছেন। একই ছবিতে শ্রেষ্ঠ শব্দগ্রাহকের পুরস্কার পেয়েছেন কাজী সেলিম আহম্মেদ, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জার পুরস্কার পেয়েছেন এনামতারা বেগম এবং শ্রেষ্ঠ মেক-আপম্যানের পুরস্কার জিতেছেন মোহাম্মদ আলী বাবুল।
এনএইচবি/আরএ/