শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | ৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তৃতীয় পক্ষকে দুষলেন অপু, ক্ষমা চাইলেন মুন্নীর কাছে

ছবি: সংগৃহীত

ফেইসবুকে দেওয়া লম্বা পোস্টে তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন অপু বিশ্বাস।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদের অফিস থেকে ঘুরে আসার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, ‘তৃতীয় পক্ষের কারণেই’ গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে তার কিছু বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল।

 

বিষয়টি ’মিটামাট’ হয়ে যাওয়ার পর সবার ‘ভুল বোঝাবুঝির অবসান’ হয়েছে বলে আশা করছেন অপু। ফেইসবুকে দেওয়া লম্বা এক পোস্টে তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কাছে ক্ষমাও চেয়েছেন এই নায়িকা।

অপু ও তাপসকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডাকা হয়েছিল মঙ্গলবার দুপুরে। সেখানে পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনায় তারা নিজেদের মধ্যে মিটমাট নেন। পরে সেখানেই সবাই মিলে দুপুরের খাওয়া সারেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ- উত্তর) মো. জুনায়েদ আলম সরকার গণমাধ্যমকে বলেন, দীর্ঘসময় কথা বলে তাদের (অপু-তাপস) “ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।”

কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই প্রশ্নে পুলিশ কর্মকর্তা জুনায়েদ বলেছিলেন, “তাপস দুই দিন আগে তাদের কাছে অভিযোগ করেন, সোশাল মিডিয়ায় তিনি ‘বুলিং’এর শিকার হচ্ছেন। এসব কারণে তার ব্যক্তিগত জীবন এবং সুনাম ক্ষুণ্ন হয়েছে। অপু বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও তার সংশ্লিষ্টতার বিষয়ে জানার পর দুজনকেই পুলিশ ডেকে পাঠায়।“

 

ছবি: সংগৃহীত

ফেইসবুক পোস্টে অপু বলেন, “ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল।“

এই জটিলতার সূচনা হয় গত নভেম্বরের শুরুতে, তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেইসবুক পেইজের একটি পোস্ট থেকে। সেখানে বলা হয়, তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম চলছে।

সেই ফেইসবুক পোস্টের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মুন্নী দাবি করেন, তার ফেইসবুক ‘হ্যাকড’ হয়েছে। তাপস-বুবলীর প্রেম সংক্রান্ত পোস্টটি তার দেওয়া নয়।

ভাইরাল হওয়া পোস্টে লেখা ছিল, "তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।"

ওই ঘটনায় কলকাতার গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, এসব ব্যাপারে তিনি কখনও কোনো কথা বলতে চান না।

“মুন্নীর পোস্টে যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।"

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অডিও ক্লিপ। বলা হয়, ওই কথোপকথন মুন্নী ও অপুর।

সেখানে কেবল একটি নারী কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, পারিবারিক চাপের কারণেই তিনি নভেম্বরে ফেইসবুক ‘হ্যাকড’ হওয়ার কথা বলেছিলেন। ফেইসবুক আসলে ‘হ্যাকড’ হয়নি।

কথোপকথনের তিনি বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে সেই অপুর কোনো কথা শোনা যায়নি।

মুন্নী সে সময় এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেননি। অপু ওই অডিও ক্লিপের সত্যতা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। তবে তীব্র প্রতিক্রিয়া দেখান বুবলী। যারা ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব পুরনো। দুই তারকার দ্বন্দ্বের কেন্দ্রের মানুষটি হলেন নায়ক শাকিব খান। দুজনের সঙ্গেই শাকিব খানের দাম্পত্য সম্পর্ক ছিল।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ফাঁস হওয়া ওই অডিও ক্লিপ ছিল ‘এডিট করা’। মুন্নীর কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ ছিলেন মুন্নী।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে মুন্নী কল রেকর্ড ফাঁসের জন্য অপুর দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, অন্যের কথায় তিনি বুবলীকে সন্দেহ করেছিলেন।

 

ছবি: সংগৃহীত

এখন ফেইসবুক পোস্টে মুন্নীকে ‘ভাবি’ সম্বোধন করে অপু লিখেছেন, “মুন্নি ভাবির কাছে আমার অনুরোধ, আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন।

“সকলের অবগতির জন্য জানাচ্ছি, মুন্নী ভাবির সঙ্গে আমার কোনো অভিযোগ বা মনমালিন্য ছিল না এবং এখনও নেই। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন।“

বিষয়টি এখানেই ‘শেষ’ হয়েছে দাবি করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে অপুর অনুরোধ, এ বিষয়টি নিয়ে আর কোনো কথাবার্তা বলে সমস্যা যেন বাড়িয়ে তোলা না হয়।

এ নায়িকা বলেন, “দিন শেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই।“

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাবেক এই স্ত্রী বলেন, “কিছুদিন পরেই নতুন বছর আসছে, আশা করি সবাই আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব।’’

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলে গ্রামীণ ‘নারীদের রান্নার প্রতিযোগিতা’ 

গ্রামীণ নারীদোর রান্নার প্রতিযোগিতা।

সারি সারি বসানো হয়েছে চুলা। একটি, দুইটি বা তিনটি নয়, ১৯টি চুলাতে চলে রান্নার প্রতিযোগিতা। প্রতিটি চুলায় মাছ, মাংস, সবজি, ডাল ও বিভিন্ন ভর্তাসহ নানা ধরণের রান্নার এক কর্মযজ্ঞ শুরু হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে এমন এক ব্যতিক্রমী রান্না করার প্রতিযোগিতার আয়োজন করা হয় টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের ছত্রপুর দক্ষিণ পাড়া এলাকায়।

এই রান্না প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় নারীরা। এতে রান্না করতে দেড় ঘণ্টা সময় বেঁধে দেয় আয়োজকরা। রান্না প্রতিযোগিতা দেখতে স্থানীয় শতশত উৎসুক জনতা ভিড় জমায়।

রান্না প্রতিযোগিতা দেখতে আসা স্থানীয় রওশন বেগম ও রিনা খাতুনসহ অনেকে জানান, জীবনে কখনো রান্না প্রতিযোগিতা দেখেনি। এই প্রথম দেখলাম। এখানে এসে ভালোই লাগল।

এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, স্থানীয় মোহাম্মদ খাদেম আলী, শাহজাহান আলী, সবুর আলী, মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি ও ক্যাপশন:

Header Ad
Header Ad

দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ

মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাস। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গেল দেড় মাসে প্রায় ৫০ হাজার কেজি পলিথিন ব্যাগ জব্দের তথ্য দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

পলিথিন ব্যাগের ব্যবহার রোধে গঠিত মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাসকে উদ্ধৃত করে শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৩ নভেম্বর থেকে দেশে ১৯৯টি অভিযান চালানো হয়।

“এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন ব্যাগ।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরদারি চালাতে শুক্রবার কারওয়ান বাজারে যান মনিটরিং কমিটির সভাপতি ও সচিব তপন কুমার বিশ্বাস। পরে সেখানে তিনি ব্রিফ করেন।

তপন কুমার বিশ্বাস বলেন, “পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও কঠোর করা হবে।

“এ উদ্যোগ (পলিথিন নিষিদ্ধ) সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারের এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।”

শুক্রবারের অভিযানে দোকানদার ও ক্রেতাদের চট বা কাপড়ের তৈরি কিংবা মোমের প্রলেপযুক্ত ব্রাউন পেপারের ব্যাগ ব্যবহার উৎসাহিত করা হয়।

বাংলাদেশে আইন করে সাধারণ পলিথিনের উৎপাদন, বিপণন ও বাজারজাত নিষিদ্ধ হয় ২০০২ সালে। কিন্তু সেই আইন কার্যকর করতে না পারায় পলিথিনের অতিব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত ১ অক্টোবর থেকে সুপারশপে এই ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়। আর ১ নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ও পলিপ্রপাইলিনের ব্যাগ (টিস্যু ব্যাগ) ব্যবহার নিষিদ্ধ করা হয়।

এরপর বিভিন্ন বাজার ও পলিথিন কারখানায় অভিযান চালানো শুরু করে পরিবেশ অধিদপ্তর।

Header Ad
Header Ad

খ্যাতনামা নির্মাতা সি বি জামান আর নেই

সি বি জামান । ছবি: সংগৃহীত

দেশের খ্যাতনামা নির্মাতা সি বি জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৪ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই প্রবীণ নির্মাতার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সি এফ জামান।

জানা যায়, গত ১৩ ডিসেম্বর বেলা পৌনে ১১টার দিকে বাথরুমে পড়ে যান সি বি জামান। এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। সেদিন তিনটার দিকে তাকে মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেন। সেসময় চিকিৎসকেরা ধারণা করেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন সি বি জামান।

পরে সি এফ জামান সামাজিক মাধ্যমে জানান, আব্বু হার্ট অ্যাটাক করেছেন। সেই সাথে তার ক্রনিক কিডনি ডিজিজ থাকায় তার হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিয়েটিনিন বেড়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে। আপাতত ব্লাড ম্যানেজ করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর চেষ্টা চলছে, এরপর অন্য ট্রিটমেন্টে যাবে।

সি এফ জামান গণমাধ্যমকে জানান, তাদের পরিবারের সদস্যদের দাফন সিলেটের শাহ জালাল দরগাহ শরীফের কবরস্থানে হয়। সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।

চিত্রজগতে সি বি জামানের পথচলা শুরু পাকিস্তান আমলে। ১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারি পরিচালক হিসেবে কাজ শুরু করেন সি বি জামান।

এরপর ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি সিনেমা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি নির্মাণ করেন ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলির (১৯৯০) মতো কালজয়ী সব সিনেমা।

ব্যবসায়িকভাবে সফলতার পাশাপাশি ‘পুরস্কার’ সিনেমাটি ১৯৮৬ সালে ৬ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি ‘পুরস্কার’ চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে ভারতের ‘গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ও রাশিয়ার ‘তাশখান্দ ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত ও প্রশংসিত হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে গ্রামীণ ‘নারীদের রান্নার প্রতিযোগিতা’ 
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
খ্যাতনামা নির্মাতা সি বি জামান আর নেই
হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারেরও বেশি হত্যাকাণ্ড
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাগিনীরা
জামদানি শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরলেন জয়া আহসান
ভারতের আদালতে জামিন পেলেন পি কে হালদার
ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় আলোচনায় প্রস্তুত পুতিন
জামালপুরে জামাই মেলা জমে উঠেছে
৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে উত্তরার রেস্টুরেন্টের আগুন, উদ্ধার ৭
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের ৬ দফা দাবি
স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, সমালোচনার ঝড়
নিয়ন্ত্রণে আসেনি রেস্টুরেন্টের আগুন, ৬ জনকে উদ্ধার  
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৩
বিশ্বব্যাংক থেকে ১৩ হাজার ৯২০ কোটি টাকা ঋণ পেয়েছে বাংলাদেশ
সরবরাহ বাড়ছে, সবজির দাম কমেছে মুরগীর দাম বাড়ছে
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
চাঁদা না দেওয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতার রগ কর্তন