রবিবার, ৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তৃতীয় পক্ষকে দুষলেন অপু, ক্ষমা চাইলেন মুন্নীর কাছে

ছবি: সংগৃহীত

ফেইসবুকে দেওয়া লম্বা পোস্টে তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন অপু বিশ্বাস।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদের অফিস থেকে ঘুরে আসার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, ‘তৃতীয় পক্ষের কারণেই’ গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে তার কিছু বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল।

 

বিষয়টি ’মিটামাট’ হয়ে যাওয়ার পর সবার ‘ভুল বোঝাবুঝির অবসান’ হয়েছে বলে আশা করছেন অপু। ফেইসবুকে দেওয়া লম্বা এক পোস্টে তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কাছে ক্ষমাও চেয়েছেন এই নায়িকা।

অপু ও তাপসকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডাকা হয়েছিল মঙ্গলবার দুপুরে। সেখানে পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনায় তারা নিজেদের মধ্যে মিটমাট নেন। পরে সেখানেই সবাই মিলে দুপুরের খাওয়া সারেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ- উত্তর) মো. জুনায়েদ আলম সরকার গণমাধ্যমকে বলেন, দীর্ঘসময় কথা বলে তাদের (অপু-তাপস) “ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।”

কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই প্রশ্নে পুলিশ কর্মকর্তা জুনায়েদ বলেছিলেন, “তাপস দুই দিন আগে তাদের কাছে অভিযোগ করেন, সোশাল মিডিয়ায় তিনি ‘বুলিং’এর শিকার হচ্ছেন। এসব কারণে তার ব্যক্তিগত জীবন এবং সুনাম ক্ষুণ্ন হয়েছে। অপু বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও তার সংশ্লিষ্টতার বিষয়ে জানার পর দুজনকেই পুলিশ ডেকে পাঠায়।“

 

ছবি: সংগৃহীত

ফেইসবুক পোস্টে অপু বলেন, “ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল।“

এই জটিলতার সূচনা হয় গত নভেম্বরের শুরুতে, তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেইসবুক পেইজের একটি পোস্ট থেকে। সেখানে বলা হয়, তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম চলছে।

সেই ফেইসবুক পোস্টের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মুন্নী দাবি করেন, তার ফেইসবুক ‘হ্যাকড’ হয়েছে। তাপস-বুবলীর প্রেম সংক্রান্ত পোস্টটি তার দেওয়া নয়।

ভাইরাল হওয়া পোস্টে লেখা ছিল, "তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।"

ওই ঘটনায় কলকাতার গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, এসব ব্যাপারে তিনি কখনও কোনো কথা বলতে চান না।

“মুন্নীর পোস্টে যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।"

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অডিও ক্লিপ। বলা হয়, ওই কথোপকথন মুন্নী ও অপুর।

সেখানে কেবল একটি নারী কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, পারিবারিক চাপের কারণেই তিনি নভেম্বরে ফেইসবুক ‘হ্যাকড’ হওয়ার কথা বলেছিলেন। ফেইসবুক আসলে ‘হ্যাকড’ হয়নি।

কথোপকথনের তিনি বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে সেই অপুর কোনো কথা শোনা যায়নি।

মুন্নী সে সময় এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেননি। অপু ওই অডিও ক্লিপের সত্যতা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। তবে তীব্র প্রতিক্রিয়া দেখান বুবলী। যারা ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব পুরনো। দুই তারকার দ্বন্দ্বের কেন্দ্রের মানুষটি হলেন নায়ক শাকিব খান। দুজনের সঙ্গেই শাকিব খানের দাম্পত্য সম্পর্ক ছিল।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ফাঁস হওয়া ওই অডিও ক্লিপ ছিল ‘এডিট করা’। মুন্নীর কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ ছিলেন মুন্নী।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে মুন্নী কল রেকর্ড ফাঁসের জন্য অপুর দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, অন্যের কথায় তিনি বুবলীকে সন্দেহ করেছিলেন।

 

ছবি: সংগৃহীত

এখন ফেইসবুক পোস্টে মুন্নীকে ‘ভাবি’ সম্বোধন করে অপু লিখেছেন, “মুন্নি ভাবির কাছে আমার অনুরোধ, আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন।

“সকলের অবগতির জন্য জানাচ্ছি, মুন্নী ভাবির সঙ্গে আমার কোনো অভিযোগ বা মনমালিন্য ছিল না এবং এখনও নেই। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন।“

বিষয়টি এখানেই ‘শেষ’ হয়েছে দাবি করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে অপুর অনুরোধ, এ বিষয়টি নিয়ে আর কোনো কথাবার্তা বলে সমস্যা যেন বাড়িয়ে তোলা না হয়।

এ নায়িকা বলেন, “দিন শেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই।“

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাবেক এই স্ত্রী বলেন, “কিছুদিন পরেই নতুন বছর আসছে, আশা করি সবাই আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব।’’

 

Header Ad

গণহত্যাকারীদের কোনো ছাড় নেই, আগে তাদের বিচার করতে হবে: টুকু

বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন- যে কেউ আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যারা গণহত্যার সাথে জড়িত, যেই দল ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে নির্বিচারে গণহত্যা করেছে, তারা গণহত্যাকারী। এই গণহত্যাকারীদের কোনো ছাড় নেই। বাংলাদেশের মাটিতে আগে তাদের বিচার করতে হবে।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন- বাংলাদেশে মানুষ এই মুহূর্তে একটি জিনিস চায়, সেটি হলো একটি নির্বাচন হোক। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্রের জন্য সকল সময় গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা এটি বুকে ধারণ করে আন্দোলন-সংগ্রাম করেছে। এই যে আন্দোলন এটি কি একদিনে সফল হয়নি। দীর্ঘ ১৭ বছরের কষ্টের ফল আজকে এই ফ্যাসিস্ট পতন এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে।।

ভবিষ্যতে কোনো স্বৈরাচার ফ্যাসিবাদের আবির্ভাব এ দেশের মাটিতে না ঘটে জানিয়ে তিনি বলেন- আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র লালন করে। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে ছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছিলেন স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তি দাবি করে টুকু আরও বলেন- আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। একটি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ আমরা চাই। সকলের জন্য সমান অধিকারপূর্ণ বাংলাদেশ চাই। বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই। কোনো বৈষম্য থাকবে না। কারো মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না! সুন্দরভাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। সে জন্য সকলকে মানসিকভাবে পরিবর্তন হতে হবে।

কর্মীসভায় সভাপতি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপি সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের ছাত্রদল, যুবদল, কৃষকদল ও শ্রমিকদলসহ সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে কর্মী সমাবেশ শেষে ভূঞাপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক আব্দুল আলীম আকন্দ, মামুন সরকার, জুলিয়া পারভেজ ও ফরমান শেখ প্রমুখ। মতবিনিময় সভায় ভূঞাপুর প্রেসক্লাবের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি উপস্থাপন করেন সাংবাদিকরা।

Header Ad

নওগাঁয় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

নিহত দুই কলেজছাত্র। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল-ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধনজইল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে সারাফাত হোসেন (২২)। তিনি ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ছাত্র। আরেকজন মনিরুল ইসলাম (২৩) একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন। এসময় উপজেলার নওহাটা মোড় পার হয়ে ধনজইল মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Header Ad

ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে অলআউট বাংলাদেশ

ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজ জয়ের পর এবার রঙিন পোশাকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গোয়ালিয়রে মাঠে নেমেছে দুই দল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়ে নতুন উদ্যমে শুরুর প্রত্যয় টাইগারদের। কিন্তু আগে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ১২৭ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল।

রবিবার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান লিটন দাস। তার বিদায়ের পরই আউট হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন।

দলীয় ১৪ রানে ৯ বলে ৮ রান করে ফিরে যান ইমন। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৪০ রানে ফেরন উইকেট হারায় বাংলাদেশ। ১৮ বলে ১২ রান করে আউট হন হৃদয়। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদ ২ বলে ১ ও জাকের আলি ৬ বলে ৮ রান করে আউট হন।

মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন শান্ত। তবে দলীয় ৭৫ রানে ২৫ বলে ২৭ রান করে আউট হন তিনি। শান্তর বিদায়ের পর ক্রিজে এসে এক ছক্কা ও এক চারে ৫ বলে ১১ রান করে ফিরে যান রিশাদ হোসেন।

এরপর তাসকিন আহমেদ ও মিরাজের ব্যাটে একশো পেরোয় বাংলাদেশ। তবে দলীয় ১১৬ রানে ১৩ বলে ১২ রান করে আউট হন তাসকিন। শেষ ব্যাটার হিসেবে মোস্তাফিজুর রহমান আউট হলে পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। ভারতের পক্ষে বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং নেন ৩টি উইকেট।

Header Ad

সর্বশেষ সংবাদ

গণহত্যাকারীদের কোনো ছাড় নেই, আগে তাদের বিচার করতে হবে: টুকু
নওগাঁয় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত
ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে অলআউট বাংলাদেশ
ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়িচালকের ২ কোটির ডুপ্লেক্স বাড়ি!
সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক
মধ্যপ্রাচ্যের প্রথম ক্যাসিনোর অনুমোদন দিল আরব আমিরাত
ডিসিদের দুর্নীতির অনুসন্ধান ও ৬৫ জনের হিসাব জব্দে দুদকে আবেদন
‘আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে’
কুবিতে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে তারেক রহমান
লেবাননে ইসরায়েলি হামলায় ১১ দিনে শতাধিক শিশু নিহত: ইউনিসেফ
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম
কাদের-নানক-হারুনের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার: র‌্যাব
কলকাতার রাস্তায় দেখা মিলল ঢাকার আলোচিত কাউন্সিলর আসিফের
আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই: দুদু
জুলাই বিপ্লবের পর সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে: ড. ইউনূস
ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর
সতর্ক না করেই ভারত পানি ছাড়ায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে: পানি সম্পদ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় ট্রাম্পকে জিততে হবে: ইলন মাস্ক