আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার জন্মদিন আজ
ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। সেলুলয়েডে সব সময় জীবন্ত তিনি। রুপালি পর্দা জুড়ে তার অভিনয় আধিপত্য যেন অনন্য। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা। আজ ৩০ জুলাই এ অভিনেত্রীর জন্মদিন। তার পুরো নাম ফরিদা আক্তার পপি।
১৯৫৩ সালের ৩০ জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন ববিতা। তার বাবা নিজামুদ্দীন আতাউর একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বি জে আরা ছিলেন একজন চিকিৎসক। বাবার চাকরি সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন। তবে তার পৈতৃক বাড়ি যশোরে।
তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা এবং ছোটবোন গুলশান আখতার চম্পাও চলচ্চিত্র অভিনেত্রী।
কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে ১৯৬৮ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ববিতার। এখানে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। পরে ফরিদা আক্তার পপি থেকে ‘ববিতা’ হয় উঠেন জহির রায়হানের উর্দু সিনেমা ‘জ্বলতে সুরুজ কি নিচে’ এর মাধ্যমে।
নায়িকা ববিতার প্রথম সিনেমা ‘শেষ পর্যন্ত’ মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট। এতে তার নায়ক ছিলেন রাজ্জাক।
ববিতার ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’। এ সিনেমায় অভিনয়ের সুবাদে ববিতা আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেন।
দীর্ঘ ক্যারিয়ারে ২৫০টির বেশি সিনেমায় অভিনয় করেন এ অভিনেত্রী। স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
এএম/আরএ/