শাবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে চবিতে মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মানববন্ধন করেন।
রবিবার (১৬ জানুয়ারি) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। সে ঘটনার প্রতি নিন্দা জানানিয়ে মানববন্ধন বক্তব্য দেন বক্তারা। তারা বলেন, ‘প্রশাসনের এমন আচরণকে আমরা ধিক্কার জানাই। এটা কোনোভাবে কাম্য নয়। উপাচার্য তার পদ বহাল রাখার নীতিগত অধিকার হারিয়েছেন।’
তারা উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীরা বলেন,‘এরকম নির্মম হামলা প্রশাসনের মদদে হয়েছে। তাদের পদত্যাগ করা উচিত।’
উল্লেখ্য, রবিবার শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের তালা ভেঙে উপাচার্যকে উদ্ধার করে পুলিশ। এতে বাধা দিলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।’
এর আগে, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির সকল সদস্যের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। তার আগে শনিবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
/এএন