আন্তর্জাতিক কফি দিবস পালন করল ক্যাফে সাও পাওলো
আন্তর্জাতিক কফি দিবস পালিত হয়েছে ১ অক্টোবর। এই উপলক্ষে, ক্যাফে সাও পাওলো লিমিটেড কিডস টাইম স্কুলে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে। যেখানে প্রথমে শিশুদের কফি, কফি বিন এবং কফি রোস্টিংয়ের ইতিহাস সম্পর্কে অবহিত করা হয়। আর তারপর শিশুদের মাঝে একটি কাগজের কফি কাপ দেয়া হয় তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য। সেখানে কমলমতি শিশুরা তাদের ইচ্ছামত কফি কাপ গুলোকে নানা রং দিয়ে ডিজাইন করে।
প্রতিযোগিতার শেষে ৩ বিজয়ীর (আরেবা: ১ম অবস্থান, মারিয়ামা: ২য় অবস্থান, জাহরা: ৩য় স্থান) হাতে সার্টিফিকেট ও পুরস্কার (প্রাইজবন্ড) তুলে দেন ক্যাফে সাও পাওলোর এক্সিকিউটিভ শেফ এবং কনসালট্যান্ট জনাব ভালটার বেলি, অ্যাসিস্ট্যান্ট এফএন্ডবি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন।
প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া ও ক্যাফে সাও পাওলো, ধানমন্ডি আউটলেটে এই বিশেষ দিনটিতে একটির সাথে একটি ফ্রি কফির অফার ছিলো দিনব্যাপী।
/এএস