ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ফিলিস্তিনের গাজা বাসিন্দাদের তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হবে না। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। খবর আল জাজিরার।
বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না।”
হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, “যদি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য গাজা থেকে জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার সিদ্ধান্ত বোঝায়, তবে তা স্বাগত জানানো হবে।”
তিনি আরও বলেন, “আমরা ইসরায়েলি দখলদারিত্বকে যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত বাস্তবায়নে বাধ্য করার মাধ্যমে এই অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই।”
এর আগে, গত মাসে ট্রাম্প বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার ফিলিস্তিনি জনগণকে প্রতিবেশী দেশগুলোয় পাঠিয়ে দেয়া হবে। এই প্রস্তাবের কারণে মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এদিকে কাতারের দোহায় গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে হামাসের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে গাজার জন্য মিশরের পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।
অন্যদিকে, গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ১২ দিনে গড়িয়েছে। রমজান মাসেও দখলদার ইসরায়েল ত্রাণ সহায়তার প্রবেশ বন্ধ করে রেখেছে, ফলে পুরো উপত্যকাজুড়ে খাদ্য, জ্বালানি ও ওষুধের ভয়াবহ সংকট দেখা দিয়েছে।
