রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

লাইসেন্স ফিরে পেতে চায় সিটিসেল, বিটিআরসিকে চিঠি

ছবি: সংগৃহীত

ব্যবসায় ফিরতে চায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। কোম্পানিটি তাদের বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়েছে। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি পাঠিয়ে অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স দুটি ফেরত চেয়েছে সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম।

কোম্পানিটি দাবি করেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয়। এজন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছেন তারা। তৎকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করেছে বলেও অভিযোগ কোম্পানিটির।

পরবর্তীকালে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় লাইসেন্স বাতিল করা হয়। যদিও তখন বিটিআরসি জানিয়েছিল, ২১৮ কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় সিটিসেলের লাইসেন্স বাতিল করা হয়।

চিঠিতে প্যাসিফিক টেলিকম জানায়, তরঙ্গ বন্ধ করায় গত আট বছরে ব্যাংক ঋণ, কর্মচারীদের বকেয়া, অবকাঠামোর ক্ষতি–সব মিলিয়ে তাদের প্রায় চার হাজার কোটি টাকা লোকসান হয়েছে। আট বছর কার্যক্রম বন্ধ থাকায় প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব আয় সম্ভব হয়নি। এতে সরকার প্রায় ৪৩০ কোটি টাকা কর ও ফি থেকে বঞ্চিত হয়েছে।

প্যাসিফিক টেলিকম এখন লাইসেন্স বাতিলের জন্য জারি করা পত্রের প্রত্যাহার চায়। পাশাপাশি প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স চায়, যাতে ৫জিও অন্তর্ভুক্ত থাকবে। তারা এজন্য অর্থ পরিশোধ করবে, তবে তা রাজস্ব আদায়ের পর।

এ বিষয়ে প্যাসিফিক টেলিকমের হেড অব রেগুলেটরি ও করপোরেট অ্যাফেয়ার্স নিশাত আলি খান বলেন, তাদের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই বিটিআরসি লাইসেন্স বাতিল করতে পারে না। তৎকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করেছে দাবি করে তিনি এর প্রতিকার চান।

দেশে সিডিএমএ প্রযুক্তির একমাত্র মোবাইল অপারেটর ছিল সিটিসেল। ২০১৭ সালের ১১ জুন বিটিআরসি সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয়। তার আগে গ্রাহক কমতে থাকায় ২০১৬ সালের ৮ নভেম্বর থেকে সিটিসেলের সংযোগ সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিটিসেলের অনুকূলে বরাদ্দ দেওয়া সব তরঙ্গ ও একই বছরের ৭ আগস্ট রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্ট লাইসেন্স বাতিল করা হয়।

গত বছরে ১৪ সেপ্টেম্বরের মধ্যে (নির্ধারিত সময়) সরকারের বকেয়া পরিশোধ না করায় সিটিসেলের ২জি সেবার লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া সিটিসেলের জবাব সন্তোষজনক না হওয়ায় বিটিআরসি সিটিসেলের ২জি সেলুলার লাইসেন্স বাতিলের জন্য সিদ্ধান্ত নেয় বিটিআরসি৷

১৯৮৯ সালে সরকারের নির্দেশে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) বাংলাদেশ টেলিকম লিমিটেডের অনুকূলে মোবাইল অপারেটরের লাইসেন্স ইস্যু করে। পরবর্তী সময়ে এর নাম রাখা হয় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, যা সিটিসেল নামে পরিচিতি পায়।

Header Ad
Header Ad

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার সেনামালঞ্চে জুলাই আন্দোলনে আহতদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, “আহতদের মনোবল হারানোর কোনো কারণ নেই। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আহতদের পুনর্বাসনে সহায়তা করা হবে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪২০০ জন জুলাই আন্দোলনের আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এই সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সেনাপ্রধান।

তিনি আরও বলেন, “আহতদের আর্থিক সহায়তা দিতে সেনাবাহিনী কাজ করছে। ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও এই সহায়তায় এগিয়ে এসেছে।”

জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির কৃতি সন্তান। আপনাদের পুনর্বাসনে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।”

Header Ad
Header Ad

ছাত্রনেতাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান পাটোয়ারীর

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ছাত্রনেতাদের ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন। রবিবার (২৩ মার্চ) এনসিপির সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, “আন্দোলন থেকে ছাত্রনেতারা রাজনীতিতে প্রবেশ করছেন, তাই এই সময়ের ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত।”

পাটোয়ারী আরও উল্লেখ করেন যে, সেনাবাহিনীর সঙ্গে হাসনাত-সারজিসদের বৈঠকের বিষয়ে আগে থেকেই এনসিপি জানতো।

যাত্রাবাড়ি জোন আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় রাখার চেষ্টা চলছে। তৃণমূলের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা তৃণমূলের নির্বাচন চায় না, তারা ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চায়।”

তিনি আরও বলেন, “আমরা সব দলের সঙ্গে ঐক্যবদ্ধ। আমাদের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করবেন না। যারা নির্বাচন চান, রাজনৈতিক দলগুলোকে বলব স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।”

সরকারের সংস্কার কার্যক্রমের বিষয়ে পাটোয়ারী বলেন, “সংস্কারের ক্ষেত্রে সরকারকে আরও দ্রুত গতিতে কাজ চালিয়ে নিতে হবে। নতুন মোড়কেও আমরা আওয়ামী লীগকে চাই না।”

Header Ad
Header Ad

শিলংয়ে ঝামেলায় বিরক্ত বাংলাদেশ ফুটবল দল

ছবি: সংগৃহীত

ভারতের শিলংয়ে অবস্থান করা বাংলাদেশ ফুটবল দল একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে। কলকাতা হয়ে শিলংয়ে পৌঁছানোর পর তাদের লাগেজ পেতে অনেক সময় লেগে যায়। দুপুরে হোটেলে উঠলেও কিছু খেলোয়াড় তাদের লাগেজ পান রাতের দিকে। এছাড়া আগে থেকেই বুকিং করা হোটেলে পর্যাপ্ত রুম না থাকায় লবিতে অপেক্ষা করতে হয়েছে অনেককেই।

অনুশীলনের ক্ষেত্রেও জটিলতা দেখা দিয়েছে। শুক্রবার বাংলাদেশ দলকে অনুশীলন করতে হয়েছে উঁচু-নিচু, অসমান মাঠে, যেটিকে কোচ হাভিয়ের কাবরেরা আদর্শ মনে করেননি। আজ শনিবার তারা অনুশীলন করেছেন টার্ফের মাঠে।

বাংলাদেশের মূল ভেন্যুতে অনুশীলনের অনুমতি চাইলেও অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন সেটি দেয়নি। অথচ ভারতীয় দল জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে টানা অনুশীলন করে যাচ্ছে। এছাড়া শনিবার অনুশীলনের সময় নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। প্রথমে সন্ধ্যা ৬টায় অনুশীলনের সময় নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে সাড়ে ৭টায় নেওয়া হয়।

রাইট ব্যাক সাদ উদ্দিন এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, “এটা আমাদের জন্য ডিস্টার্বিং। আমাদের অনুশীলনের সময় নিয়ে পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। তবে আমরা পেশাদার খেলোয়াড়, আমাদের এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে।”

বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, “আমরা টার্ফে অনুশীলন করতে চাইনি। ঘাসের মাঠ চেয়েছিলাম। কিন্তু হয়তো ওদের সীমাবদ্ধতা বা অন্য কোনো কারণ ছিল। এগুলো নিয়ে আমরা ভাবছি না। আমরা অনুশীলনে মনোযোগ রাখছি, অন্য কিছুতে নয়।”

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটি ঘাসের মাঠে হবে, অথচ এর দুই দিন আগে টার্ফে অনুশীলন করায় ক্ষতির শঙ্কা থেকেই যাচ্ছে। তবুও দলটি সব প্রতিবন্ধকতা কাটিয়ে সফলতার আশায় আছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
ছাত্রনেতাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান পাটোয়ারীর
শিলংয়ে ঝামেলায় বিরক্ত বাংলাদেশ ফুটবল দল
আমাদের কথাবার্তায় সহনশীলতা দেখাতে হবে: রিজভী
ঢাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপন
সৌদিতে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬ জন
তালেবান নেতার মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র
রাজধানীতে ঈদের দিন আনন্দ মিছিল ও দিনব্যাপী মেলার আয়োজন
দেশের নাম পরিবর্তন করা উচিত বলে আমরা মনে করি না: সালাহউদ্দিন
জিএম কাদের ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দিনকন্যা শারমিন
২৫ মার্চ সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন
১০ শতাংশ দাম কমছে ইন্টারনেটের
দীর্ঘ ৮ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর
প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত
পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক
সাগরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত
টয়লেটে বেশিক্ষণ থাকায় যাত্রীকে মারলেন পাইলট
পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত