আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে

ছবি: সংগৃহীত
শিশু আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মরদেহটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে সেনাবাহিনী অথবা র্যাবের হেলিকপ্টারে করে মাগুরায় পৌঁছানো হবে।
আজ দুপুর ১টার দিকে ঢাকার সিএমএইচে শেষ নিশ্বাস ত্যাগ করে আছিয়া। আইএসপিআর জানিয়েছে, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার তার হৃদস্পন্দন ফিরে আসেনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন।
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেছে এবং শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
