শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

ছবি: সংগৃহীত
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে রাজধানীর সিএমএইচ-এ মৃত্যুবরণ করা আট বছরের শিশু আছিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর তার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে জানাজা শেষে দাফন করা হয়।
এর আগে, শিশুটির মরদেহ সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করে। এরপর মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
উল্লেখ্য, শিশুটি গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গেলে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। এরপর তাকে মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সিএমএইচ-এ নেওয়া হয় এবং সেখানে দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তরা হলেন- শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) এবং মা জাবেদা বেগম (৪০)। তাদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
