৫ বিষয়ে পিকেএসএফ’র ট্রেডমার্ক সনদ লাভ
পাঁচ বিষয়ে ট্রেডমার্ক সনদ লাভ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
প্রতিষ্ঠানটির নাম ও মনোগ্রাম সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে এ সনদ লাভ করে।
সোমবার (৫ সেপ্টেম্বর) পিকেএসএফ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিকেএসএফের সঠিক নাম ও মনোগ্রাম গাঢ় সবুজ রঙে ব্যবহার করতে হবে। এ ছাড়া, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পিকেএসএফের নাম ও মনোগ্রামের অপব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পিকেএসএফ।
এ ছাড়া প্রতিষ্ঠানটির নাম ও মনোগ্রাম ব্যবহার করে কেউ যদি প্রতারণা করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
এসএন