শিক্ষক সমিতি ফেডারেশনে সাংগঠনিক সম্পাদক সিকৃবি’র ড. সায়েম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ২০২২-’২৩ সালের নির্বাহী কমিটিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার, ৫ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে ২১ সদস্য বিশিষ্ট ফেডারেশন কমিটি প্রকাশিত হয়।
নির্বাচিত নতুন নেতৃবৃন্দের কাছে এক বছরের দায়িত্ব হস্তান্তর করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মহামারি রোগবিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।
তিনি সিলেট এগ্রিকালচারাল ইউনির্ভাসিটি রিসার্চ সিস্টেম (সাউরেস)’র পরিচালক।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আজীবন সদস্য।
অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) সভাপতি।
ওএফএস।