অ্যাপলকে টেক্কা দিতে ‘এস২৪’ সিরিজ নিয়ে বাজারে স্যামসাং
স্যামসাং এস২৪। ছবি সংগৃহীত
বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানি বা টেক জায়ান্টগুলোর মধ্যে চলছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় এবার অ্যাপলকে টেক্কা দিতে আরও অত্যাধুনিক ফোন বাজারে আনছে প্রতিদ্বন্দ্বী জায়ান্ট স্যামসাং।
বুধবার (১৭ জানুয়ারি) উন্মোচন করা হয় প্রতিষ্ঠানটির ‘এস২৪’ সিরিজের মোবাইল ফোন। খবর সিএনবিসির
ক্রেতাদের আকর্ষণে যুক্ত করা হয়েছে নতুন ফিচার। আছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বেশ কিছু ফাংশন। প্রথমবারের মতো লাইভ ফোন কল থেকে দুটি ভিন্ন ভাষায় অনুবাদের ফিচার যুক্ত হয়েছে এই মডেলে। এছাড়াও মোট ১৩টি ভিন্ন ভাষায় অনুবাদের সুযোগ মিলবে।
আগামী ৩১ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে স্যামসাংয়ের ‘এস টোয়েন্টি ফোর’ সিরিজের ফোন। দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। উচ্চতর দুটি ভার্সন ‘এস টোয়েন্টি ফোর প্লাস’ ও ‘এস টোয়েন্টি ফোর আল্ট্রা’র জন্য গুনতে হবে যথারীতি ৯৯৯ ও ১২শ’ ৯৯ ডলার।
গত বছর স্মার্টফোন সরবরাহের তালিকায় স্যামসাংকে ছাড়িয়ে গেছে অ্যাপল। ২০১০ সাল থেকে স্যামসাংয়ের দখলে ছিল এই রেকর্ড। ২০২৩ সালে ২৩ কোটি ৪৬ লাখ ইউনিট আইফোন বিক্রি করে অ্যাপল। স্যামসাংয়ের বিক্রি ছিল ২২ কোটি ৬৬ লাখ ইউনিট।