শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অলিম্পিকে রুপা জিতে জানলেন তিনি করোনা পজিটিভ

অ্যাডাম পিটি। ছবি: সংগৃহীত

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুবারের চ্যাম্পিয়ন অ্যাডাম পিটি। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই পুলে নেমেছিলেন তিনি। তবে ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ড ব্যবধানে হেরে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। সেরা সাফল্য না পাওয়ার পর আবার দুঃসংবাদও পেয়েছেন ব্রিটিশ এই সাঁতারু।

রুপা জেতার পরের দিনই (২৯ জুলাই) কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

পিটির কোভিড পজিটিভ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ব্রিটেন অলিম্পিক দল। সেখানে তারা জানায়, রোববার ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালের আগে অ্যাডাম পিটি অসুস্থতা বোধ করেন। ফাইনালের কয়েক ঘণ্টা পর তার লক্ষণ খারাপ হতে শুরু করে, এরপর সোমবার সকালে তার কোভিড টেস্ট করা হয়। তখন তিনি পজিটিভ হন।

৩১ স্বর্ণ পদক জেতা অ্যাডাম পিটির কাছে সুযোগ ছিল আরও একটি স্বর্ণ পদক জেতার। তবে তা পারেননি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ১ সেকেন্ডের ২০০ ভাগের ১ ভাগের সময়ে হেরে গেছেন পিটি। তিনি জিতেছেন ব্রোঞ্জ। সোনা জিততে ইতালির এই সাঁতারু সময় নিয়েছেন ৫৯.০৩ সেকেন্ড। আর অ্যাডাম পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড।

২৯ বছর বয়সি পিটি অলিম্পিকে ৩টি, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮টি, কমনওয়েলথ গেমসে ৪টি এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৬টি সোনার পদক জিতেছেন। এবার সোনা জিতলে ৩২টি স্বর্ণ পদক জিততেন গ্রেট ব্রিটেনের এই সাঁতারু।

Header Ad
Header Ad

গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

দেশজুড়ে ক্রমাগত গরম বাড়ছে। সামনে তাপমাত্রা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে লোডশেডিং ও ভোগান্তি বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। তবে এ নিয়ে আশার খবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, "এবারের গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। আমরা সীমিত পর্যায়ে তা নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা নিয়েছি। আমাদের প্রজেকশনে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। আশা করছি, অনেকটাই ম্যানেজ করতে পারবো।"

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত 'জ্বালানি সংকট উত্তরণের পথ' শীর্ষক সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

সেমিনারে উপদেষ্টা আরও জানান, লোডশেডিংয়ের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে সমন্বয় রক্ষা করা হবে। জ্বালানি আমদানি করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে হবে। এলএনজি আমদানির ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের মেয়াদ স্বল্প হওয়ায় কাজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, "জ্বালানির ক্ষেত্রে যেকোনো কাজ সম্পন্ন করতে সময় লাগে। আমরা এমন কিছু হাতে নিচ্ছি না, যা সম্পন্ন করা সম্ভব নয়। অগ্রাধিকার দেওয়া হয়েছে বকেয়া পরিশোধে। বিল পরিশোধ না করলে কোনো দেশ ব্যবসা করবে না।"

তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। লাইন লিকেজ ও গ্যাস চুরির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়ও কমিয়ে আনা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, "আগামী বছর আর কোনো বকেয়া থাকবে না, শুধুমাত্র কারেন্ট পেমেন্ট দিতে হবে। ভর্তুকি বাড়বে না, বরং কমবে। আমরা যে সংকটের গহ্বরে পড়েছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।"

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে উপদেষ্টা জানান, বিট নিলামে কাউকে পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন শেষে পুনরায় রি-টেন্ডার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

Header Ad
Header Ad

পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মত দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে, এমন ঘটনার পর কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনে কঠোর অবস্থান নেওয়াই সময়ের দাবি।

শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ বলেন, “১০০ ভাগ উচিত। এটা কোনো তামাশা নয় যে, বছরের পর বছর এমন ঘটনা ঘটতেই থাকবে। এখনই কঠোর পদক্ষেপ জরুরি।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারান। ভারত এই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলেছে, যার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

২০১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ হয়নি। তারা কেবল আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয়। সৌরভ মনে করেন, ভবিষ্যতে এই টুর্নামেন্টগুলোতেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেললে সেটিও যথার্থ সিদ্ধান্ত হবে।

গুঞ্জন রয়েছে, বিসিসিআই ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে বৈশ্বিক টুর্নামেন্টের গ্রুপ ম্যাচ এড়াতে আইসিসির কাছে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। সৌরভ এ বিষয়ে বলেন, “বোর্ড যদি চিঠি দেয়, সেটা একদম ঠিক কাজ হবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।”

চলতি বছর এশিয়া কাপ ও নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। উভয় টুর্নামেন্টের ভেন্যু ও গ্রুপিং এখনো চূড়ান্ত হয়নি। এমন প্রেক্ষাপটে সৌরভ গাঙ্গুলির মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় সম্পর্কে।

Header Ad
Header Ad

র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি

লটারিতে পুরস্কারজয়ী দুই প্রবাসী বাংলাদেশি। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্র’-এর সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম করে পুরস্কার জিতে নিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা। বিজয়ী দুইজনই কাতার ও ওমানে কর্মরত আছেন।

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার (২৬ এপ্রিল) জানিয়েছে, ওমান ও কাতারে অবস্থানরত এই দুই প্রবাসী বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রয়ে প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে পুরস্কার পেয়েছেন।

পুরস্কার জয়ীদের একজন, মিনহাজ চৌধুরী, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ওমানে বসবাস করছেন। বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পেয়ে প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। পরে জানতে পারেন, এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার। তারপরও তিনি দারুণ আনন্দিত। মিনহাজ বলেন, "ই-মেইল পাওয়ার পর নিশ্চিত হয়েছিলাম। যদিও এটি গ্র্যান্ড প্রাইজ ছিল না, তবে আমার কাছে এটি বড় স্বপ্নের প্রথম ধাপ।"

চার বছর ধরে টিকিট কিনে আসা মিনহাজ জানান, তিনি ১০ জন বন্ধুকে নিয়ে একসঙ্গে টিকিট কেনেন। পুরস্কারের অর্থ দিয়ে নতুন বাড়ি নির্মাণ এবং একটি দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মিনহাজ আরও বলেন, "আমি কখনো ভাবিনি যে জিতব, কিন্তু অবশেষে জয়ী হতে পেরেছি।"

অন্য বিজয়ী হলেন কাতারে কর্মরত ২৯ বছর বয়সী রবিউল হাসান, যিনি চট্টগ্রামের বাসিন্দা। তিনি প্রায় আট বছর ধরে কাতারে গাড়ি চালকের কাজ করছেন। প্রায় তিন বছর আগে ফেসবুকে বিগ টিকিটের বিজ্ঞাপন দেখে টিকিট কেনার প্রতি আগ্রহী হন এবং এরপর চার বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনতে শুরু করেন।

বিজয়ী হওয়ার খবর পেয়ে রবিউল হাসান আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তিনি বলেন, "এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। উত্তেজনায় আমি লাফিয়ে উঠেছিলাম।" রবিউল জানান, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেননি। এবার পুরস্কারের অর্থ দিয়ে তিনি পরিবারকে সময় দেবেন এবং পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করতে চান।

প্রসঙ্গত, আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী দেড় লাখ দিরহাম করে পুরস্কার পান। এপ্রিল মাসে যেসব টিকিট কেনা হয়েছে, সেগুলো এই সাপ্তাহিক ড্রয়ের জন্য বিবেচনায় নেয়া হয়।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি
র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
অন্য নারীতে মজেছেন সৃজিত! মিথিলা কোথায়?
৪ মাসে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ
রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ
১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর, যা বললেন বিসিবি সভাপতি
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, মুখোমুখি ভারত-পাকিস্তান সেনা
বাইরে থেকে ফিরেই ঠান্ডা গোসল? সাবধান! এই অভ্যাস ডেকে আনতে পারে বিপদ
কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রিয়াল, ফাইনাল ম্যাচ বয়কটের হুমকি
আইন উপদেষ্টাকে জড়িয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি
নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত, ‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আইনি নোটিশ প্রসঙ্গে যা বললেন ডা. তাসনিম জারা
ভারত-পাকিস্তান বিরোধে উত্তেজনা, শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলো ইরান
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’