অলিম্পিকে রুপা জিতে জানলেন তিনি করোনা পজিটিভ
অ্যাডাম পিটি। ছবি: সংগৃহীত
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুবারের চ্যাম্পিয়ন অ্যাডাম পিটি। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই পুলে নেমেছিলেন তিনি। তবে ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ড ব্যবধানে হেরে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। সেরা সাফল্য না পাওয়ার পর আবার দুঃসংবাদও পেয়েছেন ব্রিটিশ এই সাঁতারু।
রুপা জেতার পরের দিনই (২৯ জুলাই) কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।
পিটির কোভিড পজিটিভ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ব্রিটেন অলিম্পিক দল। সেখানে তারা জানায়, রোববার ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালের আগে অ্যাডাম পিটি অসুস্থতা বোধ করেন। ফাইনালের কয়েক ঘণ্টা পর তার লক্ষণ খারাপ হতে শুরু করে, এরপর সোমবার সকালে তার কোভিড টেস্ট করা হয়। তখন তিনি পজিটিভ হন।
৩১ স্বর্ণ পদক জেতা অ্যাডাম পিটির কাছে সুযোগ ছিল আরও একটি স্বর্ণ পদক জেতার। তবে তা পারেননি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ১ সেকেন্ডের ২০০ ভাগের ১ ভাগের সময়ে হেরে গেছেন পিটি। তিনি জিতেছেন ব্রোঞ্জ। সোনা জিততে ইতালির এই সাঁতারু সময় নিয়েছেন ৫৯.০৩ সেকেন্ড। আর অ্যাডাম পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড।
২৯ বছর বয়সি পিটি অলিম্পিকে ৩টি, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮টি, কমনওয়েলথ গেমসে ৪টি এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৬টি সোনার পদক জিতেছেন। এবার সোনা জিতলে ৩২টি স্বর্ণ পদক জিততেন গ্রেট ব্রিটেনের এই সাঁতারু।