শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

৪ মাসে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ

আহমাদ জিয়্যাদ মোহাম্মদ জাহির। ছবি: সংগৃহীত

মানসিক বিকাশজনিত চ্যালেঞ্জ ছিল তার সঙ্গী, কিন্তু তাতেই থেমে যায়নি ১০ বছরের আহমাদ জিয়্যাদ মোহাম্মদ জাহির। অটিজমে আক্রান্ত এই শিশু মাত্র চার মাস দশ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে সবার চোখে বয়ে এনেছে বিস্ময়, ছড়িয়ে দিয়েছে আশা ও অনুপ্রেরণার আলো।

মালয়েশিয়ার তেরেংগানু প্রদেশের মারাং জেলার আল-কোরআন আমালিল্লাহ একাডেমিতে ২৩ মার্চ এক আনুষ্ঠানিক আয়োজনে তাকে হাফেজ হিসেবে ঘোষণা করা হয়। এখানেই আহমাদ তার কোরআন শিক্ষার অসাধারণ যাত্রা সম্পন্ন করে।

আহমাদের অটিজম ধরা পড়ে সাত বছর বয়সে। মা নুরুল শাহিদা লুকমান জানান, তার মধ্যে ছোটবেলা থেকেই কোরআনের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল। “মাত্র আট মাস বয়সে কোরআন তিলাওয়াত চলাকালে কোনো আয়াত বাদ পড়লে সে কাঁদত। দুই বছর বয়সেই শুধুমাত্র শুনে শুনেই মুখস্থ করে ফেলেছিল ৪২টি আয়াত।”

আহমাদের এমন প্রবল আগ্রহ দেখে পরিবার তাদের বাসস্থান কোটা ভারু থেকে মারাংয়ে স্থানান্তর করে, শুধুমাত্র তাকে ইসলামি শিক্ষায় আরও সুযোগ করে দিতে।

তার শিক্ষক নুরফাতিহার রিদওয়ান জানান, আহমাদ মাত্র ১৫-৩০ মিনিটে একটি পৃষ্ঠা মুখস্থ করতে পারত, এবং কখনও কখনও পুরো একটি সূরাও একদিনে আয়ত্ত করে ফেলত। শুধু তাই নয়, এই চার মাসে কোরআন মুখস্থের পাশাপাশি তার আচরণ, আত্মনিয়ন্ত্রণ ও নামাজে মনোযোগ – সব কিছুতেই এসেছে চমকপ্রদ উন্নতি।

বিশেষজ্ঞদের মতে, আহমাদের এই বিস্ময়কর সাফল্যের পেছনে রয়েছে তার ‘হাইপারলেক্সিয়া’ ও ‘হাইপারনিউমেরেসি’—অর্থাৎ অটিজম স্পেকট্রামের এমন একটি বৈশিষ্ট্য, যেখানে শিশুদের মাঝে অতিমাত্রায় পড়া ও সংখ্যার প্রতি আকর্ষণ দেখা যায়। এই বৈশিষ্ট্যই তাকে অল্প সময়ে অসাধ্য সাধনের শক্তি দিয়েছে।

হাফেজ হয়ে বর্তমানে আহমাদ তার ইসলামিক ইন্টিগ্রেটেড স্কুলে ফিরে গেছে। সেখানে সহপাঠীদের কাছে সে এখন এক জীবন্ত প্রেরণা। তার কাহিনি অটিজমে আক্রান্ত আরও অনেক শিশু ও পরিবারকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে, এমনটাই প্রত্যাশা তার মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকাদের।

Header Ad
Header Ad

আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চাওয়া হলেও আওয়ামী লীগ ভারতের এক্সটেনশনে পরিণত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে গণঅধিকার পরিষদ পঞ্চগড় শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “গত ১৬ বছরে সীমান্তে বাংলাদেশের নাগরিকরা ভারতীয় বাহিনীর গুলিতে মারা গেলেও আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করেনি। মোদি সরকারের মন্ত্রীরা পর্যন্ত নির্লজ্জভাবে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের স্বামী-স্ত্রীর সম্পর্ক। আজ এ দেশের জনগণের প্রতিরোধের মুখে অনেক আওয়ামী লীগ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, নাম পরিবর্তন করে হিন্দু নাম গ্রহণ করেছেন।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে শুধু আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেনি, ভারতীয় আধিপত্যবাদও উচ্ছেদ হয়েছে। আওয়ামী লীগের আর বাংলাদেশে কোনো স্থান নেই। তাদের সঙ্গে কোনো আপসও হবে না।”

নুর আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের শাসনামলে লুটপাট, দখলদারিত্ব ও চাঁদাবাজি চলেছে। এখনো ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কাঁচাবাজারসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়নি।”

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “সুবিধাবাদী রাজনীতিকদের জন্যই বিগত ১৬ বছরে জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। এখন সময় এসেছে সাধারণ ছাত্র-জনতা ও তরুণদের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ার।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, জাগপা, বাংলাদেশ জাসদ ও গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশের শেষ পর্যায়ে নুরুল হক নুর আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে দলটির প্রার্থী হিসেবে মাহাফুজুর রহমানের নাম ঘোষণা করেন।

Header Ad
Header Ad

ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫১৬ জন

ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজাই বন্দরে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১৬ জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে দেশটির সবচেয়ে বড় এবং আধুনিক এই বন্দরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বহু যানবাহন ভেঙে চুরমার হয়েছে।

ইরানের জরুরি সেবা বিভাগের মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল নিয়ে নাশকতার আশঙ্কা করা হলেও, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, এ ঘটনায় নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, কনটেইনারের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিস্ফোরণ নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। সবাইকে সরকারি তথ্য প্রকাশের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, শহীদ রাজাই বন্দরটি ইরানের সবচেয়ে আধুনিক সমুদ্র বন্দর। এটি হরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত, যেখান দিয়ে বিশ্ব উৎপাদিত মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

সূত্র: আল-জাজিরা

Header Ad
Header Ad

প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল ৫টার কিছু পরে বিদ্যুৎ সরবরাহে সমস্যার সৃষ্টি হলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।

চলাচল বন্ধ থাকায় চলন্ত ট্রেনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন। স্টেশনগুলোর প্ল্যাটফর্মেও যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনগুলোতে টিকিট বিক্রি বন্ধ রাখা হয় এবং কয়েকটি স্টেশনের মূল ফটকও সাময়িকভাবে বন্ধ ছিল।

বিদ্যুৎ সরবরাহ পুনরায় নিশ্চিত হওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে চলাচল স্বাভাবিক করে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল : নুরুল হক নুর
ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫১৬ জন
প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
গোবিন্দগঞ্জে মৃত আওয়ামী লীগ নেতার নামে জামাতের মামলা
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতারের দাবি পুলিশের
নওগাঁর রাণীনগর ও আত্রাই বাসীর গলার কাঁটা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ অবশেষে সংস্কার
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তোহা গ্রেপ্তার
নাটকীয়তা শেষে রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা
মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি
র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
অন্য নারীতে মজেছেন সৃজিত! মিথিলা কোথায়?
৪ মাসে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ
রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন বেহাত না হয়: আলী রীয়াজ
১৪ ব্যাংকে ২৩৮ কোটি টাকা স্থানান্তর, যা বললেন বিসিবি সভাপতি