অন্য নারীতে মজেছেন সৃজিত! মিথিলা কোথায়?

ছবি: সংগৃহীত
দাম্পত্য জীবনে টানাপোড়েন? গুঞ্জন বলছে, টলিউডের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্কে ভাটার টান চলছে অনেক দিন ধরেই। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালল সৃজিতের সঙ্গে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর-এর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও।
সম্প্রতি একটি পার্টিতে তোলা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কৌতূহলের পারদ চড়েছে। অনেকেই ধরে নিচ্ছেন—মিথিলার অধ্যায় হয়ত শেষ, শুরু হচ্ছে আলেকজান্দ্রার গল্প!
তবে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সৃজিত বলেন, “আলেকজান্দ্রা আমার ঘনিষ্ঠ বন্ধু। ও অনেক পড়ালেখা করা, অসম্ভব জ্ঞানী একজন মানুষ। আমাদের দুজনেরই সাপ খুব পছন্দ—এই বিষয়টা থেকেই ভালো বন্ধুত্ব হয়েছে। প্রেম নয়।”
এছাড়া নতুন কোনও সিনেমায় আলেকজান্দ্রাকে নিচ্ছেন কিনা—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, “হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছে ঠিকই, তবে ওর জন্য নির্দিষ্ট কোনও চরিত্র এখনও ভাবিনি।”
কলকাতার একটি সূত্র বলছে, সৃজিত-মিথিলা দম্পতির সম্পর্ক এখন বেশ শীতল, যদিও বিষয়টি নিয়ে দুজনই নীরব। ফলে কিছু নিশ্চিত করে বলা না গেলেও, সৃজিতের বক্তব্যে নেটিজেনরা খুব একটা সন্তুষ্ট নন। অনেকের ধারণা, পরিচালক হয়তো "ডুবে ডুবে জল খাচ্ছেন"।
উল্লেখ্য, এর আগেও সৃজিতের নাম একাধিক তারকার সঙ্গে জড়িয়েছে—বাংলাদেশের জয়া আহসান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ঋতাভারী চক্রবর্তী পর্যন্ত। তবে শেষমেশ ২০১৯ সালে মিথিলাকে বিয়ে করেন তিনি।
