হারের বৃত্ত ভাঙতে রংপুরের মুখোমুখি হবে খুলনা

বিপিএলের নবম আসরে তিনটি করে খেলা শেষ হওয়ার পর জয় না পাওয় দল ছিল দুইটি। একটি কুমিল্ল ভিক্টোরিয়ানস, অপরটি খুলনা টাইগার্স। চতুর্থ ম্যাচে গিয়ে কুমিল্লা নিজেদের ভাগ্য বদলাতে পেরেছে চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে। এখন বাকি আছে খুলনা। তারা কী পারবে নিজেদের ভাগ্য বদলাতে । তারা খেলেছে তিনটি ম্যাচ। আজ (মঙ্গলবার) তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। রংপুরও খেলেছে তিনটি ম্যাচ। কিন্তু তাদের জয় আবার দুইটিতে। খুলনার নিজেদের ভাগ্য বদলানোর ম্যাচটি চট্টগ্রামে শুরু হবে বেলা দেড়টায়।
চট্টগ্রামে রংপুরের বিপক্ষে খুলনার এটি পরপর দ্বিতীয় খেলা। ঢাকায় দুইটি ম্যাচ খেলার পর চট্টগ্রামে এই রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই খুলনা চট্টগ্রাম পর্ব শুরু করেছিল। হেরেছিল ৪ উইকেটে। আগে ব্যাট করে ১৯.৪ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট হয়েছিল খুলনা।
খুলনা দলে খেলছেন তামিম ইকবালের মতো ক্রিকেটার। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ইয়াসির আলীর মতো জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটার। দেশি খেলোয়াড়দের ভান্ডার ভরেছেন জাতীয় দলের নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুউদ্দিন, মাহমুদুল হাসানরা। আছেন বিপিএলের গত আসরে নজর কাড়া মুনিম শাহরিয়ার। এ ছাড়া আছেন আগামী দিনে জাতীয় দলের সম্ভাব্য মুখ মুশফিক হাসান।
বিদেশি ক্রিকেটারদের মাঝে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান খুলনার হয়ে এবারের আসরে প্রথম সেঞ্চুরি করেন। এ ছাড়া শারজিল খান, ওয়াব রিয়াজ আছেন। সব মিলিয়ে খুলনা একেবারে হেলাফেলা দল নয়। কিন্তু তারপরও জয় অধরা হয়েই থাকছে।
ভাগ্য যেন খুলনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চট্টগ্রামের বিপক্ষে আজম খানের অপরাজিত ১০৯ রানে ভর করে খুলনা ৫ উইকেটে ১৭৮ রান করেও ম্যাচ জেতা দূরে থাক, লড়াইই করতে পারেনি। চট্টগ্রাম ওসমান খানের অপরাজিত ১০৩ রানে পাল্টা জবাব দিয়ে ম্যাচ জিতে নিয়েছিল ৪ বল হাতে রেখে ৯ উইকেটে।
তিন ম্যাচে খেলে খুলনার যে সমস্যা প্রকট হয়ে উঠেছে তা হচ্ছে ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। দলের সবচেয়ে বড় তারকা তামিম ইকবাল নিজেকে হারায়ে খুঁজছেন। তিন ম্যাচ খেলে একটিতে তিনি মাত্র ৪০ রান করতে পেরেছিলেন। বাকি দুইটিতেই আউট হয়েছেন এক অংকের ঘরে। আজম খান ওই এক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। দলের ব্যাটিং ব্যর্থতা এতোটাই ভয়াবহ যে তিন ম্যাচ খেলার পরও আজম খান ছাড়া আর কেউ মোট রান ৫০ অতিক্রম করতে পারেননি।
টি-টোয়েন্টি রানের খেলা। সেখানে যদি ব্যাটসম্যানদের এমন রুগ্ন দশা হয়, তাহলে সে দলর জন্য সাফল্য পাওয়া কঠিনই হয়ে পড়ে। খুলনা যদি আজ সে বলয় ভাঙ্গতে পারে, তবে বদলাতে পারে ভাগ্য। নতুবা হারের বৃত্তেই করবে!
এমপি/আরএ/
