উড়তে থাকা আর্সেনালকে রুখে দিল নিউক্যাসল
প্রিমিয়ার লিগে সবশেষ ড্র গত বছরের অক্টোবরে। এরপর টানা ছয় জয়। শীর্ষস্থান পোক্ত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে। এক কথায়, দুর্দান্ত পারফরম্যান্সে উড়ছিল আর্সেনাল। গানারদের স্বপ্নযাত্রা রুখে দিল নিউক্যাসল ইউনাইটেড।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। ম্যাচজুড়ে দাপট বজায় রাখলেও প্রতিপক্ষের জমার রক্ষণে ফাটল ধরাতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যরা। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১২টি শট নেয় আর্সেনাল, যা ৪টি ছিল লক্ষ্যে।
নিউক্যাসল সবমিলে একটি অন-শট নিতে পারে। ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিলেন ওডেগার্ড এবং বুকায়ো সাকা। ওডেগার্ড সুযোগ হাতছাড়া করেন পোস্টের উঁচু দিয়ে শট নিয়ে। সাকার আক্রমণ রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক নিক পোপ।
গোলশূন্য ড্রয়ের ম্যাচে সবমিলে ৯টি হলুদ কার্ড দেখান রেফারি। এর মধ্যে ৫টি উঁচিয়ে ধরেন মাত্র ১৫ মিনিট ব্যবধানে। অর্থাৎ গোলের খেলায় কার্ডের নেশায় মেতেছিলেন ম্যাচ পরিচালক। তাতে দুই দলের লড়াইও শেষতক অমীমাংসিত রয়ে যায়।
ড্র করলেও পয়েন্ট টেবিলে আগের স্থানে আছে আর্সেনাল ও নিউক্যাসল। টেবিলের চূড়ায় থাকা গানাররা খেলেছে ১৭ ম্যাচ। তাদের ঝুলিতে জমা পড়েছে ৪৪ পয়েন্ট। ১৮ ম্যাচ খেলা নিউক্যাসল ৩৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।
আরএ/