বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

‘বিএনপি আগামীতে সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে’

বক্তব্য রাখছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী জসিম উদ্দিন জসিম। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অচিরেই ঐক্যের ঘোষণা দেওয়া হবে এবং বিএনপি আগামীতে সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী জসিম উদ্দিন জসিম।

বৃহস্পতিবার (৬ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলা প্রবাসী ফোরামের উদ্যোগে বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী জসিম উদ্দিন বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক ও সবার প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করব এবং একটি সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, ইনশাআল্লাহ। ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্য থাকলে দ্রুত নির্বাচন হওয়ার সম্ভব।’

Header Ad
Header Ad

পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও বাজিমাত করলেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। দারুণ বোলিং নৈপুণ্যে তিনি তুলে নিলেন ৩টি উইকেট এবং জিতিয়ে দিলেন তার দল লাহোর কালান্দার্সকে।

ম্যাচ চলাকালীন এক সময় ক্যামেরায় ধরা পড়েন রিশাদ। ঠিক তখনই ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম মন্তব্য করেন, “এই ছেলেকে আমার কাছে বাংলাদেশের ভবিষ্যৎ মনে হচ্ছে।” রিশাদের লেগ ব্রেক ও গুগলি বলেরও প্রশংসা করেন তিনি।

এর কারণও ছিল স্পষ্ট—মাত্র ১১ বলের ব্যবধানে রিশাদ নিয়েছিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। আগের ম্যাচেও তিনি ৩ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন। ওই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছিল লাহোর। আর এবার ‘পিএসএল ক্লাসিকো’ নামে পরিচিত ম্যাচে করাচি কিংসকে ৬৫ রানে হারাল তারা।

ম্যাচটি অনুষ্ঠিত হয় করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। টস জিতে লাহোর কালান্দার্স প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান তোলে। দলের পক্ষে ফখর জামান ৭৬ এবং ড্যারিল মিচেল করেন ৭৫ রান। পরে বল হাতে ঝলক দেখান অধিনায়ক শাহিন আফ্রিদি ও রিশাদ হোসেন। আফ্রিদি ও রিশাদ দুজনেই নেন ৩টি করে উইকেট। এছাড়া রাজা নেন ২টি।

লক্ষ্য তাড়া করতে নেমে করাচি কিংস গুটিয়ে যায় ১৩৬ রানে। ম্যাচের বাকি ছিল তখনও ৫ বল।

এই জয়ে লাহোর কালান্দার্স তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড দুই জয় ও ভালো নেট রানরেট নিয়ে রয়েছে তালিকার শীর্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

লাহোর কালান্দার্স – ২০১/৬ (২০ ওভার)
ফখর ৭৬, মিচেল ৭৫; হাসান ৪/২৮

করাচি কিংস – ১৩৬ অলআউট (১৯.১ ওভার)
খুশদিল ৩৯, হাসান ২৭; রিশাদ ৩/২৬, আফ্রিদি ৩/৩৪, রাজা ২/১৩

ফল: লাহোর কালান্দার্স ৬৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ফখর জামান

Header Ad
Header Ad

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারত, নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৮ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে গত ১৩ এপ্রিল গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআরের কাস্টমস উইং। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত শুধুমাত্র সুতা ও আলু আমদানি করা যাবে। অন্যসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভারতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পরিধি আরও ব্যাপক। ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একই সঙ্গে পূর্বে জারি করা এসআরও নং ২৯৭-আইন/২০২৪/৮৯/কাস্টমস-এর কয়েকটি ক্রমিক নম্বর সংশোধন করে পণ্যের তালিকা হালনাগাদ করা হয়েছে। তবে ‘সব রপ্তানিযোগ্য পণ্য’ আমদানির ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল রাখা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা মূলত স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধ রি-এক্সপোর্ট ও রিরাউটিং বন্ধ এবং টেক্সটাইল, কাগজ, সিরামিকসহ কিছু গুরুত্বপূর্ণ খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

এনবিআরের এই সিদ্ধান্ত দেশীয় শিল্পকে সহায়তা করলেও আমদানি নির্ভর কিছু খাতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার বলছে, স্বনির্ভরতা অর্জনে এমন সিদ্ধান্ত সময়োপযোগী।

Header Ad
Header Ad

ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে ভয়াবহ ও হৃদয়বিদারক একটি ঘটনার জন্ম দিয়েছে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায়। উপজেলার রামপুর বিলের একটি ভূট্টা ক্ষেত থেকে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জুঁই খাতুন (৬) নামের এক শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের মুখমণ্ডলে ছিল পোড়া ও ক্ষতবিক্ষত চিহ্ন, গলায় প্যান্ট পেঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

নিহত শিশু জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে জুঁই তার দাদার বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে স্থানীয়রা রামপুর বিলের একটি ভুট্টা খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। শিশুটির গায়ে কোনো কাপড় ছিল না, মুখে ছিল দাহ্য পদার্থে ঝলসানোর চিহ্ন এবং তার পড়নের প্যান্ট গলায় পেঁচানো ছিল।

নিহত শিশুর মা মমিনা খাতুন বলেন, "মেয়েটা প্রায়ই দাদার বাড়ি যেত। কিন্তু গতকাল রাতে যখন খোঁজ নেই, তখন জানতে পারি সে সেখানে যায়নি। সারারাত খোঁজাখুঁজি করেও পাইনি। আজ সকালে লাশ পাওয়া গেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।"

দাদি জহুরা খাতুন বলেন, "নিজে খুঁজতে বেরিয়ে ভুট্টা খেতে তার মরদেহ পড়ে থাকতে দেখি। আমি এই ঘটনার জন্য দোষীদের ফাঁসি চাই।"

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান,"শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

ঘটনার পর চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম এবং বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এখন পর্যন্ত শিশুটির পরিবারের সদস্যরা বা পুলিশ কেউই নিশ্চিত নয় কে বা কারা এই নৃশংস ঘটনার সাথে জড়িত। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া
এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন
‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের মিঠাপুকুরে প্রকাশ্যে বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন