স্তনের পর গলার ক্যান্সারে আক্রান্ত নাভ্রাতিলোভা
চশমা পরে টেনিস মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন, সেই বিখ্যাত নারী খেলোয়াড়টিকে মনে আছে? হ্যাঁ, তিনি আধুনিককালের সেরা টেনিস কিংবদন্তী মার্টিনা নাভ্রাতিলোভা। ৬৬ বছরের এই নারী চেক-আমেরিকান সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে স্বীকৃত। প্রধান টুনামেন্ট বা গ্রান্ড স্লামের মোট ১৮টি সিঙ্গেলস শিরোপা জয় করেছেন। ১১টি মিশ্র দ্বৈত গ্রান্ড স্লাম শিরোপা আছে তার। মেয়েদের দ্বৈতের ৩১টি গ্রান্ড স্লাম শিরোপা জয় করেছেন তিনি। এই মোট ৬০টি শিরোপা জয়ের মাধ্যমে আধুনিককালের প্রধান টেনিস টুনামেন্টটিতে সবচেয়ে বেশি শিরোপা জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ১৯৭০ থেকে ১৯৮০’র দশকে ছিলেন বিশ্বের সেরা নারী টেনিস খেলোয়াড়।
সোমবার (২ জানুয়ারি) মার্টিনা নাভ্রাতিলোভা ঘোষণা করেছেন যে, তিনি গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, ২০১০ সালে প্রথম চিকিৎসা করা তার স্তন ক্যান্সার আবার তাকে খুব আক্রান্ত করেছে। আমার শরীর ও জীবনকে এই দুই ক্যান্সার প্রবলভাবে আক্রান্ত করেছে। তবে চিকিৎসকরা বলেছেন এখনো সহনীয় পর্যায়ে রয়েছে।
এই খবর ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশর (ডব্লুটিএ) ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। মার্টিনা নাভ্রাতিলোভাকে টেনিসের আন্তর্জাতিক হল অব ফেমে জায়গা দিয়েও সম্মানিত করা হয়েছে।
নাভ্রাতিলোভা আরো জানিয়েছেন, ‘আমি আশা করছি যে, চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে আমার অনুকূলে আনতে পারব। তবে কিছুদিন হলো, ক্যান্সার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারপরও আমি যা কিছু অর্জন করেছি, তার মাধ্যমে লড়াই করব।’
গত বছরের নভেম্বরে নাভ্রাতিলোভা প্রথম তার ঘাড়ে একটি বর্ধিত অংশ তৈরি হয়েছে বুঝতে পারেন টেক্সাসের ফোর্ট ওর্থের ডব্লুটিএর ফাইনালে। এরপর এখন গলার ক্যান্সারে আক্রান্ত হলেন তিনি।
তিনি মেয়েদের সিঙ্গেলস থেকে ১৯৯৪ সালে অবসর গ্রহণ করেছেন। ছয় বছর পর মেয়েদের দ্বৈত বিভাগ থেকেও অবসর নিয়েছেন।
তিনি তার স্তন ক্যান্সারের চিকিৎসা গ্রহণ শুরু করেছেন ২০১০ সালে, ৫৩ বছর বয়সে। প্রায় ১৫ সেকেন্ড কেঁদেছেন যখন চিকিৎসক জানালেন যে, তার ক্যান্সার হয়েছে। এরপর তিনি জিজ্ঞাসা করেছেন, ‘ঠিক আছে, আমরা কী করবো? এর পরের ধাপ কী?’
ডব্লুটিএ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে তার ক্যান্সারের চিকিৎসা শুরু হবে। প্রাথমিকভাবে তিনি নিউইয়র্কে চিকিৎসা করবেন।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের সবচেয়ে ভালো টেনিস খেলোয়াড় নাভ্রাতিলোভা একজন টেনিস কোচ হিসেবে কাজ করতেন। ক্যান্সারের ফলে তিনি টেনিস কাউন্সিলের হয়ে সামনের অস্ট্রেলিয়ান ওপেন কাভারেজ দিতে পারবেন না। তবে জুমের মাধ্যমে কিছু সহযোগিতা করতে পারবেন বলে জানিয়েছে ডব্লুটিএ।
নাভ্রাতিলোভা টিভি শোগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতেন।
তিনি ১৯৮১ সালে একজন সমকামী হিসেবে নিজেকে ঘোষণা করে ইতিহাসে বিষ্ময় সৃষ্টি করেছেন। বিয়ে করেছেন ২০১৪ সালে সাবেক মডেল জুলিয়া লিমিগোভাকে।
তার সঙ্গীনী লিমিগোভা সোমবার দুপুরে ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে তাদের দুজনের প্রিয় কুকুরসহ ছবি পোস্ট করেছেন ও লিখেছেন, ‘সহযোগিতা করতে যারা সম্মত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা একত্রে এর বিপক্ষে লড়াই করবো।’
নাভ্রাতিলোভা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত শেয়ার করেন। সব বিষয়েই তিনি তার মতামত প্রকাশ করেন-সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে তার বসবাসের স্থান উইসকনসিনের সুপ্রিম কোর্টের সামনের নির্বাচন নিয়েও।
৩১ ডিসেম্বর তিনি টুইট করেছেন, ‘একটি স্বাস্থ্যকর, সুখী ও অনুকূল নববর্ষের প্রথম দিনের জন্য এখানে আছি।’
ওএফএস/এএস