‘যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা’
সৌদি আরবের সঙ্গে হেরে বিশ্বকাপ মিশন শুরু। এরপর থেকেই দুর্নিবার আর্জেন্টিনা। একে একে পাঁচ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের ফাইনালে মেসিরা। এই যাত্রাটা ফ্লুক ছিল না। যোগ্য দল হিসেবেই ফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা। এমনটিই বলেছেন ডি পল।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন। শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেক রোমাঞ্চ। সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের উড়ন্ত জয়। সব মিলিয়ে আর্জেন্টিনার এমন স্বপ্নময় পথযাত্রায় ঘোর কাটেনি দলের তারকা ফুটবলার ডি পলের।
তিনি বলেন, ‘আমার এখনও ঘোর কাটেনি, অবিশ্বাস্য। বিশ্বকাপের ফাইনাল খেলা খুব কম লোকের জন্য সম্ভব হয়েছে। আমি এটা বলছি না যে, আমাদের নির্বাচন করা হয়েছে। কারণ আমরা এখানে আসতে অনেক পরিশ্রম করেছি, অনেক কাজ করেছি। আমাদের এটা প্রাপ্য।’
নিজেদের উপর প্রবল আত্মবিশ্বাস প্রসঙ্গে পল বলেন, ‘নিজেদের ওপর অনেক বিশ্বাস ছিল আমাদের। লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে আমরা এখানে এসেছি…এটার পুনরাবৃত্তি করতে আমি কখনোই ক্লান্ত হব না। অবশ্যই, ভেতরে ভেতরে অনুভব করেছি আমরা করতে পারব। শুরুতে কঠিন গ্রুপ ছিল আমাদের, কিন্তু তারপর প্রতিটি ম্যাচই আমাদের জন্য ছিল ফাইনাল।’
আর মাত্র একটি ধাপ। সেটি পার করতে পারলেই মেসিদের হাতে দেখা যাবে সোনালী ট্রফি। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স অথবা মরক্কো।