টাঙ্গাইলে মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

ভূঞাপুরে গোবিন্দাসী টি-রোডে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলের ভূঞাপুরে জখম, আহত ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে রফিকুল তালুকদার নামে এক মাংস ব্যবসায়ী (কসাইকে) ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ মার্চ) সকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোবিন্দাসী টি-রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মো: আবু তারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, জখম, মৃতপ্রায় ও আহত হওয়া গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে গোবিন্দাসী টি-রোডের রফিকুল তালুকদার নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
