স্কালোনিকে প্রশংসায় ভাসালেন মেসি
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে গোলের পর কাঁদতে দেখা গেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। এটা আনন্দের অশ্রু তা স্পষ্ট। নিজে অখ্যাত হয়েও দলকে এক সুতোয় বেঁধে আনার কারিগর স্কালোনি। তার হাত ধরেই আর্জেন্টিনা জিতেছে কোপার শিরোপা। এবার বিশ্বকাপ জয়ের হাতছানি।
হেড কোচ স্কালোনি ও কোচিং স্টাফদের তাই ফাইনালে ওঠার পর প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, দলকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে একবিন্দু ছাড় দেন না স্কালোনি।
মেসি বলেন, ‘আমাদের খুব ভালো কোচিং স্টাফ আছে, যারা সম্ভাব্য সব পরিস্থিতির জন্যই প্রস্তুত। তারা প্রত্যেকটি ম্যাচের প্রতিটি ছোট বিষয়গুলো আমাদের জানিয়েছে। আমরা যখন মাঠে থাকি, তখন এসব অনেক সহায়তা করে।’
নিজেদের প্রস্তুতি নিয়ে মেসি বলেন, ‘আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলেছি। জানতাম, এমনই হবে। খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। তারা বল দখলে রাখবে জানা ছিল, কারণ মাঝ মাঠে তাদের খুব ভালো খেলোয়াড় রয়েছে। আমাদের অনেক দৌড়াতে হবে এবং এরপর আমরা সুযোগ পাব। সবসময়ের মতো আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এর ফলে কোনো একটি মুহূর্তে আমরা হারিয়ে যাই না। সর্বদা জানি, আমাদের কী করতে হবে এবং কীভাবে ম্যাচগুলো হতে চলেছে। আমরা জানতাম যে খেলাটি এভাবেই হবে এবং তাই আমরা হতাশ হইনি।’
মেসিদের সামনে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের সুযোগ। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয়বার শিরোপায় চুমু একেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠলেও হারতে হয় জার্মানির কাছে। এবার ফাইনালে প্রতিপক্ষ জার্মানি নয়, ফ্রান্স অথবা মরক্কো। ইতিহাস গড়তে পারবে মেসিরা?
আরএ/