সুখ স্মৃতি নিয়ে দুর্বিসহ ক্রাইস্টচার্চে মুমিনুলরা
নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনো সুখ স্মৃতি নেই। যে দিকেই দৃষ্টি যায় শুধুই হাহাকার। সেখানে আরও ভয়াবহ পরিস্থিতি হয়েছিল ২০১৯ সালে ক্রাইস্টচার্চে। ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখে পড়েছিল গোটা দল। কোনো রকমে প্রাণ নিয়ে দলের সবাই রক্ষা পেয়েছিলেন।
আজ আবারও সেই ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল। তবে দু:স্বপ্নের ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল আসলেও সঙ্গে করে নিয়ে এসেছে মধুর স্মৃতি। নিউ জিল্যান্ডের সর্বত্র দুর্বিসহ স্মৃতি থেকে যুক্ত হয়েছে সাফল্যোর পালক।
মাউন্ট মঙ্গানুইয়ে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে। নিউ জিল্যান্ডের মাটিতে প্রথম জয়। তাও টেস্ট ক্রিকেটে। বুধবার টেস্ট শেষ হওয়ার পর আজই তারা পৌঁছে গেছে ক্রাইস্টচার্চে। এখানেই খেলবে দুই টেস্টের দ্বিতীয় ও শেষ টেসট। শুরু হবে রবিবার (৯ জানুয়ারি)।
আজ আসার পর মুমিনুলরা আর কোনো অনুশীলন করেননি। আগামীকাল শুক্রবার থেকেই তারা নেমে পড়বেন অনুশীলনে। দৃষ্টি থাকবে মাউন্ট মঙ্গানুইয়ের ঘটনার পুনরাবৃত্তি ক্রাইস্টচার্চেও ঘটাতে। যদিও কাজটি সহজ হবে বলে মনে করেন না দলপতি মুমিনুল। প্রথম টেস্ট জেতার পরই তিনি আত্মতুষ্টিকে ভুগে না ভুলে যাওয়ার কথা বলেছেন। নজর দিতে চান ক্রাইস্টচার্চ টেস্টের দিকে।
ক্রাইস্টচার্চে বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশ একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে খেলেছে। এখানে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৭ সালে। হেরেছিল ৯ উইকেটে। এরপর একটি ওয়ান ডে ম্যাচ খেলেছে ২০২১ সালে। হেরেছিল ৫ উইকেটে।
এমপি/এমএমএ/