মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক বেলায়েত

সভাপতি রায়হান (বামে) এবং সম্পাদক বেলায়েত। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ এস এম রায়হান আলম ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এ এস এম রায়হান আলম পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ ও দৈনিক আমার দেশের নওগাঁ জেলা প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন।

নির্বাচিতদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। ছবি: ঢাকাপ্রকাশ

১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দুটি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও সমাজ সংবাদ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ম সম্পাদক দুটি পদে নির্বাচিত হয়েছেন জিটিভি, খোলা কাগজ ও ঢাকা ট্রিবিউনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল এবং বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ টিভি ও বাসসের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা। অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, দপ্তর সম্পাদক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির ও দৈনিক সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়ার প্রতিনিধি এমদাদুল হক সুমন, দীপ্ত টিভি ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জি এম মিঠুন, দৈনিক অবজারভারের প্রতিনিধি ওবায়দুল হক এবং দৈনিক সংবাদ কণিকার প্রতিনিধি শামীম আনসারী। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Header Ad
Header Ad

গোল করে আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার  

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে প্রায় ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা নেই ব্রাজিলের। লাতিন আমেরিকার দুই পরাশক্তির আসছে লড়াইয়ের আগে অবশ্য দারুণ আত্মবিশ্বাসী রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের বিশ্বাস, এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবেন তারা।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার মাঠে খেলবে ব্রাজিল।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সবশেষ জিতেছে ২০১৯ সালের জুলাইয়ে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে ২-০ গোলে। তারপর থেকে চারবারের দেখায় তিনটিতেই ব্রাজিল হেরেছে, অন্যটি ড্র।

সবশেষ, ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে মারাকানা স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল।

ওই ম্যাচের কথা মনে করে বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওর সঙ্গে ইউটিউবে আলাপচারিতায় রোববার রাফিনিয়া বলেন, এবার জয়ের হাসিতে মাঠ ছাড়তে চান তারা।

“সবশেষ যখন আমরা মারাকানায় খেলেছিলাম, তখন আমি ছিলাম, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে সবকিছু হয়নি। এখন আমাদের জিততে হবে। চলো, তাদের হারাই, মাঠে ও প্রয়োজনে মাঠের বাইরেও।”

 

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত  

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে আল জাজিরার একজন সাংবাদিকও রয়েছেন। উত্তর গাজায় আল জাজিরার নিহত ওই সাংবাদিকের নাম হোসাম শাবাত। এই ঘটনাটি আবারও সাংবাদিকদের ওপর হামলার ভয়াবহতা তুলে ধরেছে। গাজায় সাংবাদিকদের কাজ করতে গিয়ে যে ধরনের ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে, তা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) আল জাজিরা একটি প্রতিবেদনে জানায় যে, ২৩ বছর বয়সী হোসাম শাবাত উত্তর গাজার বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়িতে হামলার শিকার হন। শাবাত আল জাজিরার মুবাশ্বার বিভাগের সাংবাদিক হিসেবে কাজ করতেন এবং তার গাড়িতে হামলার ফলে তিনি নিহত হন। তার সহকর্মী তারেক আবু আযম জানিয়েছেন যে, শাবাত আগেও একবার ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন, কিন্তু তিনি গাজায় সংবাদ সংগ্রহের কাজ চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন।

হোসাম শাবাত তার শেষ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “যদি আপনি এটি পড়ছেন, তাহলে এর মানে আমি নিহত হয়েছি — সম্ভবত ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।” শাবাত আরও লিখেছেন, তিনি ১৮ মাস ধরে গাজার পরিস্থিতি নথিভুক্ত করেছেন এবং প্রতিটি মুহূর্ত তার জনগণের পক্ষে উৎসর্গ করেছেন। তিনি গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বলেছিলেন যে, "প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই" এবং কখনোই তিনি তার জনগণের পক্ষ ত্যাগ করেননি।

শাবাত তার পোস্টে আরও বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ করছি: গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বকে চোখ এড়াতে দেবেন না। আমাদের গল্প বলতে থাকুন যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।” এই ভাষায় তিনি গাজার স্বাধীনতা এবং সত্য প্রকাশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে, ২৪ মার্চ দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। তিনি তার পরিবার, স্ত্রী ও সন্তানদের সাথে বাসায় ছিলেন যখন হামলা চালানো হয়। গাজার সরকারি মিডিয়া অফিস জানায় যে, এই দুই সাংবাদিকের মৃত্যুতে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত মিডিয়া কর্মীর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে।

গাজার মিডিয়া অফিস (জিএমও) এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানিয়েছে এবং বিশ্ব মিডিয়া ও প্রেস অ্যাডভোকেসি গ্রুপগুলোর কাছে আহ্বান জানিয়েছে, গাজায় সাংবাদিকদের বিরুদ্ধে এই পদ্ধতিগত হামলা ও হত্যার বিরুদ্ধে তাদের নিন্দা প্রকাশ করতে। এই ঘটনা আবারও সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

Header Ad
Header Ad

আজ সারাদেশে ১ মিনিটের ব্ল্যাকআউট  

ছবিঃ সংগৃহীত

আজ ২৫ মার্চ, বাঙালি জাতির ইতিহাসের ভয়াল কালরাত। মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তে ১৯৭১ সালের এই রাতেই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসের ভয়াবহ গণহত্যা হয়। সেদিন ‘অপারেশন সার্চলাইট’ নামে নির্বিচারে মানুষ হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী। এক রাতেই বাংলাদেশে বিভিন্ন স্থানে লাখো বাঙালিকে হত্যা করা হয়। এই মর্মন্তুদ গণহত্যা আজও বিশ্বের মানুষের কাছে ঘৃণ্যতম ও তমসাচ্ছন্ন এক অধ্যায়।

দিনটি স্মরণে ২০১৭ সালে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করে সরকার। এ উপলক্ষে আজ মঙ্গলবার দেশজুড়ে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের মানুষ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট দাঁড়িয়ে সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেছেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তিনি সেই কালরাতের সব শহীদকে স্মরণ করে বলেন, নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।

একাত্তরের মার্চজুড়েই অশান্ত ছিল পুরো দেশ। এর মধ্যে ২৫ মার্চ সকাল থেকেই অজানা শঙ্কায় দিন কেটেছে বাঙালির। সেদিন বন্ধ করে দেওয়া হয় বেতারের প্রচার। সরকারি কোনো ঘোষণাও প্রচারিত হয়নি। সন্ধ্যা পেরিয়ে রাত অবধি মিছিল-মিটিং-স্লোগানে মুখর প্রাদেশিক রাজধানী ঢাকাবাসীর প্রায় সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে প্রথম রাস্তায় নেমে আসে পাকিস্তান সেনাবাহিনী। তারা প্রথমে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, পরে একে একে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি ও পিলখানা পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর) সদরদপ্তরসহ রাজধানীর সর্বত্র আক্রমণ চালিয়ে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। একই সময়ে তাদের নিধনযজ্ঞ চলে চট্টগ্রামসহ দেশের কয়েকটি বড় শহরেও।

অথচ তখনও শেখ মুজিব-ইয়াহিয়া বৈঠকসহ স্বাধীনতার দাবিতে বাঙালির বিক্ষোভে উত্তাল জনপদের খবর সংগ্রহ করতে ঢাকায় আসা বিদেশি সাংবাদিকরা অবস্থান করছিলেন শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এ হোটেলের ১২ তলায় দেহরক্ষীদের কড়া পাহারায় ঘুমাচ্ছিলেন পাকিস্তানি পিপলস পার্টির প্রধান জুলফিকার আলি ভুট্টো। রাত পৌনে ১২টার দিকে পাকিস্তানি সেনারা হোটেলটি ঘিরে কেউ বেরোলেই গুলির নির্দেশ দেয়। এভাবেই বিচ্ছিন্ন করে দেওয়া হয় ঢাকাকে।

গবেষকরা বলছেন, ২৫ মার্চ এক রাতেই ঢাকা ও এর আশপাশের এলাকায় ৫০ হাজার নিরীহ বাঙালিকে হত্যা করেছে পাকিস্তান বাহিনী। অবশ্য এ পরিস্থিতিতেও রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাঙালি ছাত্র-জনতা। কারণ, ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের আগমুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

শুরু হয় বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ। ২৫ মার্চ-পরবর্তী ৯ মাসের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা করা হয় ৩০ লাখ মানুষকে। ধর্ষিত হয় সাড়ে তিন লাখেরও বেশি নারী।

নানা কর্মসূচি:
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গত রোববার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এসব কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর বা সুবিধাজনক সময় দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়েও প্রার্থনা করা হবে।

এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর কালরাত স্মরণে সন্ধ্যা সাড়ে ৬টায় জাদুঘরের শিখা চিরন্তন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন, নাট্য সংগঠন বিকেল সাড়ে ৪টায় গণহত্যা স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে ফুলার রোডের স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত ‘লালযাত্রা’র পাশাপাশি বিভিন্ন সংগঠন আলাদা কর্মসূচি পালন করবে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গোল করে আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার  
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত  
আজ সারাদেশে ১ মিনিটের ব্ল্যাকআউট  
জন্মদিনে তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব
সেই নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত  
গুজব–ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান    
‘১৭ বছরে আওয়ামী লীগ শাসনামলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি’
ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চান বাংলাদেশি কৃষকরা
ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা রুখে দিবে এনসিপি: নাহিদ ইসলাম
শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
তামিমের সুস্থতা কামনায় তারেক রহমানের দোয়া
মেহেরপুরে কর্মচারীর বাসা থেকে সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার
ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন টাইগার উডস
হামজার আসা কেবল বাংলাদেশ নয়, এশিয়ান ফুটবলের জন্য ভালো: ভারত কোচ
ঝোপ থেকে ৯৮ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী পলাতক
হাইকোর্টে ২ আওয়ামী লীগ নেত্রীর জামিন
দেশে জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব
মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
হার্ট অ্যাটাকের লক্ষণ এবং প্রতিরোধে যেসব করণীয়
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে পূর্বের নামেই এবারের মঙ্গল শোভাযাত্রা