মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি

ছবি: সংগৃহীত
কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং ক্যানসাস সিটি ও ইন্টার মায়ামির ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন ম্যাচ রেফারি মার্কো আন্তোনিও অরটিজ নাভা। তার অপরাধ— খেলা শেষে লিওনেল মেসির কাছে অটোগ্রাফ চেয়েছিলেন এই মেক্সিকান রেফারি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ডের প্রথম লেগে মেসির একমাত্র গোলে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকার কাছে পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন একজন সদস্যের জন্য জার্সি ও অটোগ্রাফের অনুরোধ করেন রেফারি অরটিজ নাভা। পরে ড্রেসিংরুমে গিয়ে রেফারির অনুরোধ রক্ষা করেন মেসি।
তবে রেফারির এমন আচরণ ভালোভাবে নেয়নি কনকাক্যাফ কর্তৃপক্ষ। ম্যাচ অফিসিয়ালদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে কনকাক্যাফ জানায়, "স্পোর্টিং ক্যানসাস সিটি ও ইন্টার মায়ামির ম্যাচ শেষে রেফারি মার্কো আন্তোনিও অরটিজ নাভা ও লিওনেল মেসির মধ্যে অটোগ্রাফ সংক্রান্ত ঘটনার বিষয়ে আমরা অবগত। তদন্তে দেখা গেছে, রেফারি পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন একজন সদস্যের জন্য অটোগ্রাফ চেয়েছিলেন। তবে ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত আচরণবিধি ও প্রটোকলের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়।"
কর্তৃপক্ষ আরও জানায়, "রেফারি নিজের ভুল বুঝতে পেরেছেন, ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন।"
তবে কনকাক্যাফ কর্তৃপক্ষ ঠিক কী ধরনের শাস্তি দিয়েছে, তা প্রকাশ করেনি।
