পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
গোলাপের তোড়ায় প্রেমের অনুভূতি, বসন্তের উষ্ণতায় সেজেছে শহর (ভিডিও)

প্রতীকী ছবি
আজ ১৪ ফেব্রুয়ারি, এক অনন্য দিন—বিশ্ব ভালোবাসা দিবস এবং বাংলা পঞ্জিকার পহেলা ফাল্গুন। এই দিনটি যেন প্রকৃতি ও মানুষের মননে এক নতুন রঙ নিয়ে আসে। ফাগুনের মাতাল হাওয়ায় ভেসে যাচ্ছে প্রেমপিয়াসী হৃদয়, আর বসন্তের উচ্ছ্বাসে কোলাহলমুখর হয়ে উঠেছে চারপাশ। ভালোবাসা ও বসন্তের মেলবন্ধনে সেজেছে প্রকৃতি, যেন একাকার হয়ে গেছে প্রেমের উচ্ছ্বাস ও ফুলের সুবাস।
ফাগুনের আভায় গাছে গাছে নতুন পাতা, রঙিন ফুলের ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে এক নতুন সাজে। এমনকি ইট-পাথরের শহরেও, ভালোবাসা দিবস ও বসন্তের আবেশে রঙিন হয়ে উঠেছে পরিবেশ। এদিন রাস্তায় গোলাপের তোড়া হাতে প্রিয়জনের সঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে বহু তরুণ-তরুণীকে। একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও অনুভূতির প্রকাশ ঘটাতে, তারা সারাদিন একে অপরকে ঘিরে বিশেষ মুহূর্ত কাটাচ্ছে।
বিশেষত তরুণ প্রজন্মের কাছে এই দিনটি এক অনন্য উপলক্ষ, যার মাধ্যমে তারা তাদের মনের যত গোপন অনুভূতি প্রকাশ করতে পারে। পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের সমন্বয়ে, ফুলের দোকানগুলোতে ভিড় জমেছে। গোলাপ, জুঁই, বেলী, চাঁপা—ফুলের এই দিনটি হয়ে ওঠে ভালোবাসার অন্যতম ভাষা।
ফুলের মতোই মানুষের মনেও আজ বসন্তের স্পন্দন চলছে। ফুল দিয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানানো, একসঙ্গে সময় কাটানো—এই সবই আজকের দিনটির বিশেষ দিক। পৃথিবীজুড়ে আজ ভালোবাসা ও বসন্তের উদযাপন, মানুষের সম্পর্কের উষ্ণতা বাড়াতে এই দিনটি সত্যিই গুরুত্বপূর্ণ।
এদিকে, বাংলার বিভিন্ন শহরে বসন্তের উৎসব উদযাপনও চলছে জাঁকজমকভাবে। আঞ্চলিক সংস্কৃতিতে ঘুরে-ফিরে আসছে নানা ধরনের অনুষ্ঠান, যা বাংলার ঐতিহ্য ও ভালোবাসার মিষ্টি অনুভূতিকে এক সুগম ভাবনায় পরিণত করছে। আজকের দিনে ভালোবাসা, ফুল ও বসন্তের আবেশে ভাসছে পৃথিবী।
