বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সূচি
ছবি: সংগৃহীত
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইটে নিজেদের অবস্থান নিশ্চিত করল টাইগাররা। একেতো ঈদের খুশি তাতেই বাংলাদেশ দলের এমন জয় যেন ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ১০৬ রানের পুঁজি দাঁড় করিয়েও ২১ রানে জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বমঞ্চের এক আসরে তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে ৪ রানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল।
এদিকে প্রোটিয়াদের সঙ্গী হয়ে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। সুপার এইটে গ্রুপ-১'তে খেলবে লাল-সবুজেরা। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। অন্যদিকে দুই নম্বর গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
সুপার এইটে টাইগারদের ম্যাচের সূচি
তারিখ | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
২১ জুন | অস্ট্রেলিয়া | সকাল সাড়ে ৬টা | অ্যান্টিগা |
২২ জুন | ভারত | রাত সাড়ে ৮টা | অ্যান্টিগা |
২৫ জুন | আফগানিস্তান | সকাল সাড়ে ৬টা |
সেন্ট ভিনসেন্ট
|