সুপার এইট নিশ্চিতের পর যা জানালেন শান্ত
ছবি: সংগৃহীত
ডি গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশেও মূল পর্বে এক পা এগিয়ে রেখেছিলো । তবে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইটে নিজেদের অবস্থান নিশ্চিত করল টাইগাররা। একেতো ঈদের খুশি তাতেই বাংলাদেশ দলের এমন জয় যেন ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন নিজেদের খুশির কথা।
কিংস্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট হয় নেপাল।
ব্রডকাস্টারকে শান্ত বলেন, 'আমরা যেভাবে এই রাউন্ডে খেলেছি খুব খুশি। আশা করি আমাদের বোলিং পারফরম্যান্স এভাবে ঠিক রাখব। আমরা খুব বেশি রান করেছি তা না তবে আমরা বিশ্বাস করেছি যে আমরা জিততে পারব। ম্যাচে আমরা যেভাবে বোলিং করেছি, আমরা জানতাম উইকেট নিতে পারব এবং এই রানে জিততে পারব।'
শান্ত আরো বলেন, 'ফিল্ডাররাও ভালো করেছে। আমাদের সবকিছুই ঠিক হয়েছে, পেস বোলাররা সত্যিই দারুণ করেছে। এই ফরম্যাটে বোলিং খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তারা এমনই থাকবে। এই ধরনের টুর্নামেন্টে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আমরা এটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারব।'