ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত

ছবি: সংগৃহীত
ভারতের গুজরাট রাজ্যের মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি বেসরকারি উড়ান প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে, তবে প্লেনটির নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, প্লেনটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি.জি. বাদভা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর প্লেনটি উচারপি গ্রামে একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর আহত নারী পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তার চিকিৎসা চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
