রাজধানীতে মেট্রোরেল ও সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও সচল হয়েছে রাজধানীর মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেন। দীর্ঘ একদিনের বিরতির পর মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে যথারীতি গণপরিবহনগুলোর কার্যক্রম শুরু হয়, যা ঢাকাবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীদের স্বস্তি এনে দিয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগেই ঘোষণা দিয়েছিল যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে পরদিন থেকে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মেট্রোরেল চলবে। সেই অনুযায়ী, মঙ্গলবার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল ট্রিপটি সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করে। একইভাবে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেনটি সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
অন্যদিকে, আন্তঃনগর ট্রেন চলাচলও মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ঈদের আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানিয়েছিলেন যে, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে, তবে ঈদের আগে সব ট্রেনের সাপ্তাহিক বন্ধ (ডে-অফ) বাতিল থাকবে এবং ঈদের পর থেকে তা আবার কার্যকর হবে।
ঢাকা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটির পর প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। রাজধানীতে গণপরিবহন স্বাভাবিক হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
ঈদের ছুটির পর অফিস ও কর্মস্থলে ফেরা মানুষের জন্য মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হওয়া এক স্বস্তির খবর। যাত্রীরা মনে করছেন, স্বাভাবিক গণপরিবহন ব্যবস্থা দ্রুত সচল হওয়ায় তাদের যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।
