থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জাব্বার মন্ডল। ছবি: সংগৃহীত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জাব্বার মন্ডলের নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁও থানায় করা জিডিতে (নম্বর: ১৬৯৯) তিনি উল্লেখ করেন, তার ছবি ও নাম ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে এবং ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে জব্বার মন্ডল নিজেই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, "আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।"
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খুলে প্রতারণার ঘটনা বাড়ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
