মুম্বাই ইন্ডিয়ান্সে বড় ধাক্কা, আইপিএলে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত
কয়েকদিন আগেই গুজরাট টাইটান্স থেকে পুরনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মাকে সরিয়ে দলটির অধিনায়কও হয়েছেন তিনি। এরইমধ্যে তাকে নিয়ে দুঃসংবাদ। আসন্ন আইপিএলে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নেমে গোড়ালির চোটে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই চোট কাটিয়ে এখনও মাঠে ফিরতে পারেননি ভারতের এই পেস অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি পান্ডিয়ার। এমনকি ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা অনিশ্চিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের।
শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, আগামী মার্চে ভারতের মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। টুর্নামেন্টে আগে চোট কাটিয়ে পান্ডিয়ার ফেরা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেক্ষেত্রে আবারও দলের অধিনায়কের দায়িত্ব দেখা যেতে পারে রোহিত শর্মাকে।
২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। ২০২১ সালের আগ পর্যন্ত সব নিলামের আগে পুনারায় দলে থাকলেও ২০২২ সালের মেগা নিলামের আগে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই। সেই সুযোগ কাজে লাগিয়ে সরাসরি চুক্তিতে রশিদ খান, শুভমান গিলের সঙ্গে হার্দিককে দলে নিয়েছিল গুজরাট।
গুজরাটের হয়ে অভিষেক মৌসুমে শিরোপা জয়ের পরের গত মৌসুমেও ফাইনালেও উঠেছিল হার্দিকের দল। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ম্লান হয় গুজরাটের। দুই মৌসুম পর আবারও মুম্বাইয়ে ফিরেছেন পান্ডিয়া। দলে নিয়ে তাকে অধিনায়কের দায়িত্বও দিয়েছে মুম্বাই। হার্দিককে অধিনায়কত্ব দেয়ার জন্যেই মূলত রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বাই।