সরানো হলো রোহিতকে, নতুন অধিনায়ক ঘোষণা করল মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক রোহিত শর্মা। পাঁচটি ট্রফি নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। সেই রোহিতকে হটিয়ে এবার হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
শুক্রবার (১৫ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।
২০২৪ আইপিএলের দলবদলে হার্দিক পান্ডিয়াকে ঘিরে কম নাটক হয়নি। দীর্ঘ দড়ি টানাটানির পর শেষমেশ কদিন আগে গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরেন ভারতীয় এই তারকা অলরাউন্ডার। আর এরপরই বদলে গেল পরিস্থিতি। শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে।
তিনি বলেন, ‘এটাই মুম্বাইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। শচীন টেন্ডুলকার থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বারবার মুম্বাইকে সেরা ক্রিকেটাররা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বাই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।’
Hardik Pandya announced as captain for the IPL 2024 season.
— Mumbai Indians (mipaltan) December 15, 2023
Read morehttps://t.co/vGbcv9HeYq pic.twitter.com/SvZiIaDnxw
রোহিতের নেতৃত্বে আইপিএলের অন্যতম সেরা দলের তকমা পেয়েছে মুম্বাই। সবার আগে পাঁচবার ট্রফি জিতেছে তারা। সেই কারণে রোহিতের প্রশংসা করেছেন জয়াবর্ধনে। তার বিশ্বাস, আগামী দিনে হার্দিকও সেটাই করবেন। জয়বর্ধনে বলেন, ‘হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বাই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।’