পাঁচেই সন্তুষ্ট মোহামেডান
শিরোপার জন্য দল গড়ে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছে ঐতিহ্যবাহী মোহামেডান। প্রিমিয়ার ক্রিকেট লিগে শনিবার (১৩ মে) সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচে তারা ৪ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে রূপগঞ্জ ৭ উইকেটে ২৯৮ রান করে। জবাব দিতে নেমে অফফর্মে থাকা সৌম্য সরকারের তিন অঙ্কের ম্যাজিক ফিগার ১০২ রানের ইনিংসে ভর করে মোহামেডান সেই রান পাড়ি দেয় ৬ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতে। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৭। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ চারে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জ সাব্বির রহমান রুম্মানের ৮৭, ইরফান শুক্কুরের ৭৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ গড়ে তুলে। এ ছাড়া ফারদিস হাসান অনি ৪৪, চেরাগ জানি ৩৩ ও পারভেজ হোসেন ইমন ২৪ রান করেন। মোহামেডানের হয়ে আবু জায়েদ রাহী ৬৬ রানে নেন ৩ উইকেট। রুহেল মিয়া ২ উইকেট নেন ৩৯ রানে।
২৯৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডানকে জেতার মতো সংগ্রহ এনে দেন উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও রুহেল মিয়া। দুইজনে ৩২.১ ওভারে ১৮১ রান এনে দেন। রুহেল মিয়া ৯০ বলে ২ ছক্কা ও ৭ চারে ৮৭ রান করে আউট হলে ভাঙে জুটি। সেসময় সৌম্য সরকারের রান ছিল ৯২। মুক্তার আলীর বলে চার মেরে তিনি ১০৮ বলে বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পান। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৭টি চার। সেঞ্চুরি করার পর আর বেশি দূর যেতে পারেননি সৌম্য। তিনি ১০২ রানে কাটা পড়েন মাশরাফির বলে অতিরিক্ত ফিল্ডার মো. রাজিবুল ইসলামের হাতে ধরা পড়ে।
এমন চমৎকার সূচনার পরও মোহামেডান বিপদে পড়ে উদ্বেোধনী জুটি ভাঙার পর। ১৭ রানের ব্যবধানে দুই ওপেনার বিদায় হওয়ার পর লিগে মোহামেডানের অন্যতম সফল ব্যাটসম্যান মাইদুল ইসলাম অঙ্কনও ফিরে যান ৭ রান করে। ফলে বিনা উইকেটে ১৮১ রান থেকে দলের রান দাঁড়ায় ৩ উইকেটে ২০০। সেখান থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাচসেরার পুরস্কার জেতা মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ বলে ৩ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে। মোক্তার আলী ৬৪ রানে নেন ২ উইকেট।
এমপি/এসজি