গাজী গ্রুপকে হারিয়ে তৃতীয় প্রাইম ব্যাংক
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭৩ রানে হারিয়ে প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষে করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শনিবার (১৩ মে) খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম ব্যাংক টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫২ রান করে। জবাব দিতে নেমে গাজী গ্রুপের ইনিংস শেষ হয়ে যায় ৪৩.১ ওভারে ১৭৯ রানে। ব্যাট হাতে ২৭ রান করার পাশাপাশি বল হাতে ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কাসিফ ভাট্টি।
টস জিতে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের ইনিংস গড়ে উঠে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৫২ বলে ২ ছক্কা ও ৪ চারে ৫৭ রানের ইনিংসের সঙ্গে ওপেনার জাকির হাসানের ৪৩, আরেক ওপেনার শাহদাত দিপুর ২৭, কাশিফ ভাট্টির ২৭, নাসির হোসেনের ২১ রানের ইনিংসে ভর করে। এ ছাড়া অলক কাপালি ১৭, প্রান্তিক নওরোজ নাবিল ১৫ ও শেখ মাহেদি হাসান ১১ রান করেন। গাজীর হয়ে সুমন খান ৪৫ রানে নেন ৪ উইকেট। টিপু সুলতান ২ উইকেট নিতে খরচ করেন ৪০ রান।
সুপার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনীকে হারানো গাজী গ্রুপ ক্রিকেটার্স জবাব দিতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি। দলের হয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩১ রান করে আসে তিনে নামা ফরহাদ হোসেন ও আটে নামা এনামুল হকের ব্যাট থেকে। এ ছাড়া আসাদুল্লাহ গালিব ২৬, মেহরব হোসেন ২৫, জহুরুল ইসলাম ১৩ ও মারুফ ১২ রান করেন। কাসিফ ভাট্টি ৪১ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন রুবেল হোসেন ও নাসির হোসেন।
এমপি/এসজি