মোহামেডানকে ছয়ে নামিয়ে তিনে উঠল প্রাইম ব্যাংক
ঐতিহ্য ফিরিয়ে আনতে মোহামেডানে ক্লাব ফুটবল ও ক্রিকেটে নতুন করে কমিটি করে শক্তিশালী দল গড়েছিল। কিন্তু ফুটবলে সাফল্য আসলেও ক্রিকেটে ধারে-কাছেও যেতে পারেনি। ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবল আসরের ফাইনালে উঠেছে মোহামেডান। লিগে শিরোপা লড়াইয়ে না থাকলেও বেশ ভালো অবস্থানে আছে। কিন্তু ক্রিকেটে প্রথম ম্যাচে জয় না পেলে সুপার লিগে উঠাই কঠিন হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত পাঁচে থেকে সুপার লিগে উঠতে পেরেছে। কিন্তু সুপার লিগে এসে আবার ফিরে গেছে ব্যর্থতার জায়গায়। পাঁচ থেকে নেমে গেছে ছয়ে।
বুধবার (১০ মে) সুপার লিগের চতুর্থ রাউন্ড শুরু করেছিল পাঁচে থেকে। কিন্তু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে পাত্তাই পায়নি। ১০৯ রানে অলআউট হয়ে হেরেছে ৬ উইকেটে। এই হারে মোহামেডান নেমে গেছে ছয়ে। তাদের পয়েন্ট ১৫ ম্যাচে ১৫। অপরদিকে ম্যাচ জিতে প্রাইম ব্যাংক ১৮ পয়েন্ট নিয়ে চার থেকে উঠে গেছে তিনে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের বোলারদের তোপে পড়ে মাত্র ২৭.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায়। প্রাইম ব্যাংকও সেই রান তাড়া করে ২০.৫ ওভারে। ফলে ১০০ ওভারের খেলা ৫০ ওভারও হয়নি।
মোহামেডনের হয়ে রুবেল মিয়া ২১, খালেদ অপরাজিত ১৯, ইমরুল কায়েস ১৬ ও আব্দুল মজিদ ১৫ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। প্রাইম ব্যাংকের কাশিফ ভাট্টি ৪৪ রানে ৪টি, রেজাউর রহমান রাজা ২২ রানে ৩টি ও নাসির হোসেন ১৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন শফিউল ইসলাম ১১ রানে।
ছোট টার্গেটের পেছনে ছুটে প্রাইম ব্যাংক ২০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান করে ম্যাচ নিজেদের করে নেয়। শাহদাত হোসেন দিপু ও প্রান্তিক নওরোজ নাবিল ৩০ রান করে, জাকির হাসান ১৯, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৬ ও নাসির হোসেন অপরাজিত ১০ রান করেন। ম্যাচসেরা হন রেজাউর রহমান রাজা।
এমপি/এসজি