সুপার লিগের চতুর্থ রাউন্ডেই কি শিরোপা নিষ্পত্তি?
প্রিমিয়ার ক্রিকেট লিগ যেরকম সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে শেষ রাউন্ডে গিয়েই শিরোপা নির্ধারিত হতে পারে। লড়াইয়ে আছে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আবাহনী ও ২৪ পয়েন্ট নিয়ে বর্তমান শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুই দলই পরস্পরের বিপক্ষে মুখোমুখি হবে শেষ রাউন্ডে। তাই দুই দলই চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয়ী হতে পারে।
আবার বুধবার শুরু হতে যাওয়া সুপার লিগের চতুর্থ রাউন্ডেই নিষ্পত্তি হয়ে যেতে শিরোপা। যদি ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে যায় আর বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনী জয়ী হয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে। আবার যদি বিপরীত ফলাফল হয় অর্থাৎ আবাহনী হেরে যায় আর শেখ জামাল জিতে যায় তাহলেও কিন্তু শেষ রাউন্ডে গিয়ে নিষ্পত্তি হবে শিরোপা। লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ দুই দলই অনেক আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। রূপগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আর গাজী গ্রুপ ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে।
চতুর্থ রাউন্ডে তৃতীয় ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া দুই দল মোহামেডান ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৬ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক চারে ও ১৫ পয়েন্ট মোহামেডান আছে পাঁচে।
এমপি/এসজি