আফিফের সুখের দিন
ফতুল্লায় ব্যাট হাতে আলো ছড়ালেন আফিফ হোসেন। বৃহস্পতিবার (৪ মে) হার না মানা সেঞ্চুরিতে সুপার লিগে জেতান আবাহনী লিমিটেডকে। এরই মাঝে তাকে অধিনায়ক বানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক কথায়, সুখের একদিন পার করলেন জাতীয় দলে জায়গা হারানো আফিফ।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১১১ রানে অপরাজিত ছিলেন আফিফ। বাঁহাতি ব্যাটারের ১০১ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার। লিস্ট-এ ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। প্রাইম ব্যাংকের বিপক্ষে জ্বলে উঠেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনও। ৭৬ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৬৭ রান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৫ রানের বড় পুঁজি পায় লিগ-টপাররা।
লক্ষ্য তাড়ায় জাকির হাসান (৫১) এবং প্রান্তিক নওরোজ নাবিলের (৫৭) হাফ সেঞ্চুরিতে সঠিক পথেই ছিল প্রাইম ব্যাংক। কিন্তু এই দুজনে আউট হতেই পথ হারায় তারা। শেষতক ৪৫.৪ ওভারে ২৪৩ রানের গুটিয়ে যায় তাদের ইনিংস। ৯.৪ ওভারে ৪৯ খরচায় ৬ উইকেট শিকার করে প্রাইম ব্যাংকের সর্বনাশ করেছেন খুশদিল শাহ। তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে আফিফের হাতেই, যিনি দুটো ক্যাচও নিয়েছেন।
মাঠে লড়াইয়ে থাকাকালীন নেতৃত্ব পাওয়ার সুখবর পান আফিফ। তিনটি চারদিনের ম্যাচ খেলতে ১১ মে বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজের যুব দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৬, ২৩ ও ৩০ মে। লাল বলের সিরিজে আফিফের নেতৃত্বে লড়বে বাংলাদেশ ‘এ’ দল। বলাই যায়, জাতীয় দলে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, জাকের আলী, শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান ও রিপন মন্ডল।
এসজি